শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে। ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর আলো করে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ সন্তানের মধ্যে শেখ রাসেল ছিলেন সবচেয়ে ছোট। শেখ রাসেলের জন্মগ্রহনে বঙ্গবন্ধুর পরিবার নয় সারা বাংলাদেশের মানুষ খুশি হয়েছিলেন। তাই আপনার অনেকেই শেখ রাসেল সম্পর্কে জেনে নিতে আগ্রহী। তাই আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে আপনাদের সুবিধার জন্য শেখ রাসেল কে নিয়ে কিছু উক্তি জানিয়ে দেব। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে চান আমরা প্রতিনিয়ত এ ধরনের বিষয়গুলো সম্পর্কে আমাদের ওয়েব সাইটে প্রকাশিত করি। আপনারা যারা এ ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য গুগলে সার্চ করছেন আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কাঙ্খিত প্রশ্নের সঠিক উত্তরটি সম্পর্কে জেনে নিতে পারবেন।
শেখ রাসেল আঠারো অক্টোবর ঢাকা জেলার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মুজিব পরিবারের জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন পুত্র ও দুটি কন্যা তার মধ্যে সবচেয়ে ছোট আদরের সন্তান ছিলেন শেখ রাসেল। তিন ভাইয়ের মধ্যে শেখ জামাল শেখ কামাল ও শেখ রাসেলে ছিলেন সর্বশেষ পুত্র। শেখ রাসেলের জন্মগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব খুশি হয়েছিলেন তাই তিনি বিখ্যাত একজন দার্শনিক ও বিজ্ঞানীর নামে শেখ রাসেলের নামকরণ করেছিলেন। তৎকালীন নোবেল জয়ী বার্ট্রান্ড রাসেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নামকরণ করেন। শেখ রাসেল ছিলেন অত্যন্ত চটপটে স্বভাবের একজন ছেলে এবং পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় তার আদরটা ছিল সবচেয়ে বেশি। তবে শেখ রাসেল ছিলেন খুব মেধাবী।
শেখ রাসেলকে নিয়ে গল্প
তুমি ছিলে সোনার ছেলে
কলজে ছেঁড়া ধন
দেশ প্রকৃতির জন্য তোমার
পাগল ছিল মন ।
তোমার বুকে স্বপ্ন ছিল
করবে বিশ্ব জয়
স্বপ্ন তোমার সত্য হলো
একটু মিথ্যে নয় ।
দেশ মহাদেশ চিনে তোমায়
জানে তোমার নাম
তোমার নামে হাজার মানুষ
যায় করে সংগ্রাম।
একটি সোনার ছেলে
শরিফ আহমাদ
শেখ পরিবার আলোকিত করে
একটি ছেলের জন্ম হলো
মা ফজিলাতুন নেসার উদরে ।
নাম রাখা হয় প্রিয় ব্যক্তির নামে
শেখ রাসেল দুরন্ত কিশোর
বেড়ে ওঠে বাংলার শহর-গ্রামে ।
সবাই তাকে চিনে বাসে ভালো
সুনাম খ্যাতি যায় ছড়িয়ে
নিজে নিজে ছড়ায় জ্ঞানের আলো ।
হঠাৎ তাকে দুশমন নিলো কেড়ে
তার স্মরণে সবাই কাঁদে
ঐ খুনিদের কেউ দেবে কি ছেড়ে ?
শেখ রাসেল খুব অল্প বয়সে অনেক বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিল। কারণ তার পিতা ছিলেন একজন রাজনৈতিক নেতা। বাংলাদেশের স্বাধীনতার পরে শেখ রাসেল দিনগুলো বেশ ভালো কাটছিল। কিন্তু এক ভয়াবহ কালো রাত তার জীবনের ও তার পরিবারের উপর নেমে আসে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ ছোট্ট শেখ রাসেলকে হত্যা করা হয়। আর এই হত্যা কান্ডের মাধ্যমে একটি ছোট চারা গাছকে আর বেড়ে ওঠার সুযোগ দেয়নি একদল নারকীয় পশু। মাত্র ১০ বছর বয়সেই শেখ রাসেলের জীবন থমকে যাই। শেখ রাসেলের যখন মৃত্যু হয় সে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শেখ রাসেলের অকালে মৃত্যুতে বাংলাদেশ হারায় একটি উজ্জ্বল নক্ষত্র।
প্রতি বছর ১৮ ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশের শেখ রাসেল দিবস পালন করা হয়। আর তার এই জন্মদিন কে ঘিরে প্রতিবছর নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয় যেমন শেখ রাসেলের সম্পর্কে উক্তি শেখ রাসেল সম্পর্কে কবিতা শেখ রাসেল সম্পর্কে রচনা ইত্যাদি নানা আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশে শেখ রাসেল দিবস পালন করা হয়। তাই আপনারা অনেকেই শেখ রাসেলের উক্তি সম্পর্কে জেনে নিতে চান আপনারা আমাদের আজকে র এই আর্টিকেলটির মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারবেন। “রাসেল হলো সবার সেরা সবার নয়নের মনি রাসেলকে তাই দিব মোরা ভালবাসার খনি”।”রাসেল তুমি ছিলে সবার কাছে অতি প্রিয় মুখ তোমায় দেখে প্রাণ জুড়াতো সবাই পেতে সুখ”।
শেখ রাসেল কে নিয়ে উক্তি
রাশেল হলো সবার সেরা
সবার নয়ন মনি।
রাসেলকে তাই দিব মোরা
ভালবাসার খনি।
ছোট্র রাসেল দোষ ছিলনা
মারল কেমন করে।
একটুও কি পাষাণ হৃদয়।
কাঁদলোনা তোর ওরে।
সবার ছোট রাসেল সোনা
করত ছুটা ছুটি
নর পশু মারলো ওরে
শক্ত হাতে ধরে টুটি
ছোট্র সোনা জাদুর কাটি
সুখেই স্বর্গে থাকো
সবার ভালবাসা নিয়ে
ভালবাসার ছবি আঁকো।
তুমি ছিলে সবার কাছে
অতি প্রিয় মুখ
তুমায় দেখে প্রণ জুড়াতো
পেতো সবাই সুখ।
শেখ রাসেলের অকাল মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একটি সোনার খনি। সেই কালো রাতের অমানবিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ হারিয়েছে একটি ছোট্ট জাতির পিতা কে। রাসেল আজ বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের মানুষকে তার পিতার মতো নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে আরো সমৃদ্ধ শালী করে তুলতো। শেখ রাসেল ছোট থেকে তার পিতার কাছাকাছি থাকতো তাই তার পিতার আদর্শই তিনি বড় হচ্ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতই সাধারণ মানুষকে খুব ভালবাসতেন। তাই শেখ রাসেলের স্মরণে প্রতি বছর ১৮ অক্টোবর তার জন্মদিনে যথাযথ মর্যাদায় বাংলাদেশ শেখ রাসেল দিবস পালন করা হয়।
আপনারা যারা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলো সম্পর্কে জেনে নিতে চান আমরা আমাদের আর্টিকেলটিতে জানিয়ে দিলাম। আপনারা যে কোনো সময় আপনাদের এই ধরনের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর গুলো জেনে নিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Leave a Reply