কোরআন থেকে ছেলেদের নাম

কোরআন থেকে ছেলেদের নাম

সাধারণত যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেন তাদের প্রত্যেকের একটি করে ইসলামিক বা কোরআনের নাম রয়েছে। আল্লাহপাক কোরআনে নাম রাখার বিষয়ে অবশ্যই সঠিক নির্দেশনা দিয়েছেন। এবং প্রত্যেকটি মুসলমান মা-বাবা চেষ্টা করেন আল্লাহ তায়ালা সেই নির্দেশ মেনে সন্তানদের নাম রাখতে। এবং চেষ্টা করা হয় সেই নামগুলো যাতে সব থেকে বেশি সুন্দর হয় সেই দিকে নজর রাখতে।

বাবা মায়ের সব থেকে আদরের জিনিস হচ্ছে তার সন্তান এবং তার সন্তান হিসেবে যদি একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই তিনি চেষ্টা করে সেই ছেলে সন্তানের নাম ইসলামিক উপায়ে বা কোরানের নিয়মে রাখতে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যেখানে আপনারা খুঁজে পাবেন কোরআন থেকে ছেলেদের বিভিন্ন নাম এর বিভিন্ন তথ্য।

কোরআন থেকে ছেলেদের নাম

কোরআন থেকে ছেলেদের নাম প্রসঙ্গে বলতে গেলে আমরা এখানে আপনাদের কিছু নাম জানাবো যে নাম গুলো আপনারা কুরআনের মাধ্যমে পেয়ে যাবেন অথবা বিভিন্ন হাদিসের মাধ্যমে পেয়ে যাবেন।

এই নামগুলো এমন কিছু নাম যে নাম গুলোর অর্থ অনেক বেশি সুন্দর এবং মুসলমান ঘরের ছেলেদের জন্য এই নামগুলো রাখার কথা আল্লাহ তা’আলা বলেছেন। এছাড়াও এর মধ্যে কিছু নাম আছে যেগুলো আল্লাহ তালার কাছে অনেক প্রিয় তাই আমরা আপনাদের জন্য এই নামগুলো নিয়ে হাজির হলাম।

ইহসান অর্থ দয়া
আজম অর্থ সবচেয়ে সম্মানিত
হামিদ অর্থ মহা প্রশংসা ভাজন
লতিফ অর্থ মেহেরবান
মুমিন অর্থ বিশ্বাসী
তাহের অর্থ পবিত্র
সাদ্দাম হুসাইন অর্থ সুন্দর বন্ধু
সাদিকুল হক অর্থ যথার্থ প্রিয়
ইকবাল অর্থ উন্নতি
আলতাব অর্থ দয়াল

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

ইসলামিক নাম রাখার ক্ষেত্রে আল্লাহতালা যে নিয়মগুলো মানতে বলেছেন আমাদের উচিত সবার প্রথমে সেই নিয়মগুলো মানতে। অনেক ক্ষেত্রে অনেকেই অনেক খুশি হয়ে আল্লাহতালার যে নামগুলো রয়েছে তার মধ্যে কোন একটি নাম তার সন্তানের জন্য ঠিক করে কিন্তু সে নামটি রাখতে গিয়ে ভুল করার কারণে সেখানে সে ভুলটি সারা জীবনই থেকে যায়।

আশা করবো আমরা সেই ধরনের কোন ভুল করবোনা এবং এখন আমরা এই অংশের মাধ্যমে ছেলেদের ইসলামিক নামের কয়েকটি জানবো এবং সেগুলোর অর্থসহ জানার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।

সাকিব অর্থ উজ্জ্বল
তাসলিম অর্থ নক্ষত্রের নাম
মামুন অর্থ সুরক্ষিত
নাঈম অর্থ স্বাচ্ছন্দ
এনায়েত অর্থ অনুগ্রহ
ফয়সাল অর্থ বিচারক
বোরহান অর্থ প্রমাণ
নাদিম অর্থ অন্তরঙ্গ বন্ধু

মুসলমানদের ছেলেদের কোরআন থেকে নামের তালিকা

আপনারা কি জানেন মুসলমানদের নামের ক্ষেত্রে অবশ্যই কিছু বিধি-নিষেধ আছে যেগুলো আপনাদের মানতে হবে। মনে করুন আপনি আল্লাহর সবথেকে সুন্দর যে নামটি রয়েছে রহমান সেই নামটি আপনার ছেলের জন্য রাখলেন । কিন্তু সেখানে যদি আপনি এই নামটি শুধু সরাসরি ভাবে উচ্চারণ করেন তাহলে অবশ্যই সেখানে আপনার পাপ হবে বলে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়।

কিন্তু আপনি যদি সেখানে উচ্চারণ করেন আব্দুর রহমান তাহলে অবশ্যই এই উচ্চারণ টি সঠিক হবে এবং এর অর্থ সঠিক হবে। যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি এবং এখান থেকে আপনাদের জন্য কিছু ইসলামিক নাম অর্থসহ নিয়ে এসেছি সেগুলো নিয়ে কথা বলি।

উমার অর্থ দীর্ঘায়ু
পারভেজ অর্থ সফল
কুরবান অর্থ ত্যাগ
রাব্বানী অর্থ স্বর্গীয়
রায়হান অর্থ জান্নাতি ফুল
আমিন অর্থ আমানতদার
সাইফুদ্দিন অর্থ দিনের সূর্য
মিনহাজ অর্থ রাস্তা
মুশফিক অর্থ বন্ধু।

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ইসলামিক নাম আপনার কাছে পছন্দ হতে পারে। আপনাদের যদি এর বাইরেও বিভিন্ন ইসলামিক নাম এর কালেকশন এর প্রয়োজন হয় তাহলে আমাদের এই আর্টিকেলে দেওয়ার লিংক ব্যবহার করতে পারেন।

আপনারা সেখান থেকে বিভিন্ন উপায়ে অর্থসহ বহু নামের একটি তালিকা সংগ্রহ করতে পারেন যেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিজের সন্তানের নাম রাখতে পারবেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*