রচনা: বাংলাদেশের সামাজিক উৎসব অথবা বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় উৎসব

রচনা: বাংলাদেশের সামাজিক উৎসব অথবা বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় উৎসব

আজকে আমরা যে প্রবন্ধটি আলোচনা করব সেটি মূলত একাদশ দ্বাদশ এবং তদূর্থ শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী একটি রচনা। আপনারা বিভিন্ন সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝতে পারবেন এই রচনাটি বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে। আমরা এখানে চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ রচনাগুলো আপনাদের সামনে তুলে ধরার। যাইহোক আজকে আমরা যে রচনাটি আলোচনা করব সেটি আপনাদের জন্য নিম্নে তুলে ধরলাম:

বাংলাদেশের সামাজিক উৎসব
অথবা বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় উৎসব

ভূমিকা: বাঙালি জাতির সঙ্গে বিভিন্ন উৎসব অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। বাঙালির জীবনে আনন্দের ছোঁয়া নিয়ে আসে বিভিন্ন উৎসব। প্রতিটা উৎসবই তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বাঙালির সামনে হাজির হয়। এ উৎসবগুলো বাঙালির সমৃদ্ধ সংস্কৃতির পরিচয় বহন করে। বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের বাস এই বাংলাদেশে। এদেশের উৎসবের ধরন ও প্রকৃতিও তাই বৈচিত্র্যময়।

বাংলাদেশের সামাজিক উৎসবঃ বাঙালি জাতি সর্বদা উৎসবমুখর। সময়ভেদে তারা নানা উপলক্ষে নানা ধরণের উৎসবে মেতে থাকে। বাংলাদেশের ইতিহাস থেকেই এদেশের অধিবাসীদের উৎসবপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের একটি অপূর্ব সংমিশ্রণ রয়েছে বাংলাদেশে। তাদের ভিন্ন ভিন্ন ধর্মীয় উৎসবগুলোর মধ্যে মুসলিমদের ঈদ উৎসব, হিন্দুদের পূজা উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ-পূর্ণিমা ও খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন বিশেষভাবে উল্লেখযোগ্য।

ধর্মীয় উৎসবগুলো এখন অনেকটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে কেননা বর্তমানে যেকোনো ধর্মীয় উৎসব সার্বজনীন ভাবে পালিত হয় বাংলাদেশে। বাংলাদেশ ও বাঙালি জাতির সংগ্রামী চেতনা থেকে জন্ম লাভ করেছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মতো জাতীয় উৎসব। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের রূপ প্রকাশ পায় বৈশাখী উৎসব, নবান্ন, পৌষ-পার্বণ ও পিঠা উৎসবের মাধ্যমে। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উৎসবের মধ্যে বৈসাবি উৎসব সবচেয়ে জাঁকজমক ও তাৎপর্যপূর্ণ। তাছাড়াও রয়েছে নানা উপলক্ষে নানা ধরণের পারিবারিক উৎসব।

ধর্মীয় উৎসব: বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। তাই ধর্মীয় উৎসবের কথা বলতে গেলে প্রথমেই আসে মুসলমানদের ধর্মীয় উৎসবের কথা। মুসলমানদের বছরে দুইটি ঈদ। একটি ঈদুল ফিতর ও অন্যটি ঈদুল আযহা। ঈদুল ফিতরের মুসলমানরা ভেদাভেদ ভুলে ধনী গরিব সবাই একত্রে এ আনন্দের শরিক হয় ঈদুল আযহা মুসলমানদের আত্মত্যাগ করতে শেখায় অর্থাৎ মুসলমানদের কাছে আনন্দের আরেক প্রতিশব্দ ঈদ। এছাড়াও আছে শবে কদর শবে বরাত শবে মেরাজ আখেরি যাহার সম্বা মহরম ঈদে মিলাদুন্নবী আশুরা ইত্যাদি।

মুসলমানদের পরেই আসে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের কথা। হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকেন। তাদের ধর্ম উৎসব এর মধ্যে দুর্গাপূজায় সর্বশ্রেষ্ঠ। এছাড়া রয়েছে লক্ষ্মীপূজা, কালীপূজা, সরস্বতী পূজা, জগত ধাত্রী পূজা, ছাড়াও বিভিন্ন পূজা তারা পালন করে থাকেন। অন্য ধর্মাবলম্বীদের উৎসবের মাঝে আসে বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূজা, মাঘী পূর্ণিমা ইত্যাদি। এছাড়া খ্রিস্টানদের আছে বড়দিন, স্টার সানডে, গুড ফ্রাইডে, হ্যালো ইন ইত্যাদি উৎসব।

বৈশাখী উৎসবঃ বাংলাদেশ ও বাঙালি জাতির সাংস্কৃতির ঐতিহ্য বহনকারী সবচেয়ে বড় সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা। প্রতি বছর ১লা বৈশাখে মহা ধুমধাম ও আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় বৈশাখী উৎসব। পুরো বছরের দুঃখ-বেদনা পিছনে ফেলে নতুনের বার্তা নিয়ে আসে ১লা বৈশাখ। এ উৎসব বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্য। দিনটি উদযাপনের মাধ্যমে বাঙালি তার প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রবাহকে ধরে রাখার প্রয়াস পায়। ‘হালখাতা’ অনুষ্ঠানের মাধ্যমে এদিন নতুন বছরের হিসাব চালু করা হয়। সার্বজনীন উৎসব হিসেবে বৈশাখী উৎসব সর্বশ্রেষ্ঠ।

জাতীয় উৎসব: বাঙালি জীবনের অন্যতম প্রধান অংশ হিসেবে গণ্য জাতীয় উৎসব সমূহ। ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের জাতীয় উৎসবের পর্যায়ে পড়ে। আনন্দ বেদনার এক অভূতপূর্ব সংমিশ্রণে ধর্ম- বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি এ দিনগুলোকে জাতীয় উৎসব হিসেবে উদযাপন করে। এর সর্বজনীনতা অন্যান্য উৎসবের তুলনায় বেশি। জাতীয় চেতনা গঠন, দেশ প্রেমের উৎসরণ প্রভৃতি আমেজে বাঙালিরা এ উৎসবগুলো উদযাপন করে। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা আমরা একুশে ফেব্রুয়ারি প্রতিবছর পালন করে থাকি।

উপরে উল্লেখিত সামাজিক উৎসবগুলো ছাড়াও আমাদের দেশে বৈশাখী উৎসব, নবান্ন ও পিঠা উৎসব ও পালন করা হয়।

উপসংহার: যেকোনো উৎসবই মানুষ মানুষের মিলনের যোগসূত্র হিসেবে কাজ করে। বাংলাদেশের উৎসব গুলোর সর্বজনীনতা এক্ষেত্রে বিস্ময় কর। ঈদ- পূজা কিংবা পহেলা বৈশাখ যেকোনো উৎসবে এই সর্বজনীনতা দেখা যায়। মিলিত তথা যৌথভাবে এসব পর্বের স্বাদ ভাগাভাগি আবহমানকাল থেকে চলে আসছে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*