রচনা: ইন্টারনেট অথবা আধুনিক শিক্ষায় ইন্টারনেট অথবা বিশ্ব যোগাযোগে ইন্টারনেট

রচনা: ইন্টারনেট অথবা আধুনিক শিক্ষায় ইন্টারনেট অথবা বিশ্ব যোগাযোগে ইন্টারনেট

প্রবন্ধ সংকেত: ভূমিকা-ইন্টারনেটের পরিচয়-ইন্টারনেট এর বিস্তৃতি- ইন্টারনেট ব্যবহারের উপকরণ- বাংলাদেশে ইন্টারনেট- ইন্টারনেট ব্যবহার-ইন্টারনেটের বাণিজ্যিকীকরণ- ইন্টারনেটের অপকারিতা- উপসংহার।

ভূমিকা: আমরা বর্তমানে বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে বসবাস করছি। আর বিজ্ঞানের উৎকর্ষ জনিত আশীর্বাদ এর অন্যতম সুবিধা হলো ইন্টারনেট(Internet) ব্যবস্থা। ইন্টারনেট তথ্য যোগাযোগের একটি আধুনিকতম বিশ্বায়ন ব্যবস্থা। সত্যিকার অর্থেই ইন্টারনেট একটি বিস্ময়কর ও বিপ্লবাত্মক উদ্ভাবন।

ইন্টারনেট এর পরিচয়: ইন্টারনেট একটি সর্বাধুনিক কম্পিউটার কেন্দ্রিক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা। এটি একটি বৃহৎ ও জটিল পদ্ধতি। মূলত ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। বিভিন্ন নেটওয়ার্ককে সমন্বিত করে সারা বিশ্বে একটি অভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি ছাড়া ইন্টারনেট আর কিছুই নয়।

ইন্টারনেটের বিস্তৃতি: বেসামরিক জনগণের জন্য নেস্কোনেট ব্যবস্থা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। গড়ে ওঠে ছোট-বড় অসংখ্য নেটওয়ার্ক। ফলে তথ্য যোগাযোগের ক্ষেত্রে কিছুটা অরাজক অবস্থা সৃষ্টি হয়। এই অরাজক অবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে বিশ্বের সকল নেটওয়ার্কে একটি সমন্বিত কেন্দ্রীয় নেটওয়ার্কের আওতায় আনা হয়। এভাবেই গড়ে ওঠে “ইন্টারনেট” বা নেটওয়ার্ক সমূহের নেটওয়ার্ক।

ইন্টারনেট ব্যবহারের উপকরণ: ইন্টারনেট ব্যবহারের জন্য সর্বপ্রথম প্রয়োজন হল একটি কম্পিউটার। কম্পিউটারকে সংযুক্ত করতে হয় টেলিফোন লাইনের সাথে। কম্পিউটারে বিশেষ ধরনের নেটওয়ার্কিং সফটওয়্যার স্থাপন আবশ্যক। আরেকটি অত্যাবশ্যক জিনিস হল মডেম। এটি তথ্যাবলী কে একক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে প্রেরণের জন্য রূপান্তর কাজ সম্পন্ন করে সেই সাথে প্রয়োজনী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হলো বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা ইন্টারনেট ব্যবহারকারীদের নির্দিষ্ট চার্জের বিনিময়ে বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার সুবিধা প্রদান করে।

বাংলাদেশে ইন্টারনেট: বিশ্বব্যাপী ইন্টারনেট জয়জয়কার তার থেকে বাংলাদেশে বিচ্ছিন্ন নয়। ১৯৯৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার চালু হয়। এরপর দ্রুত এটি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বাংলাদেশ সরকার ইতোমধ্যে দেশের প্রত্যেকটি জেলাকে ইন্টারনেট ব্যবস্থায় সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে প্রায় সবগুলো জেলাতেই এমনকি উপজেলাগুলোতেও ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে।

ইন্টারনেটের ব্যবহার: ইন্টারনেটের শিক্ষা বা ব্যবহার বহুমুখী। এর মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান প্রদান করা হয়। ই-মেইল এর মাধ্যমে যেকোন প্রান্তে কাঙ্খিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে পত্র যোগাযোগ করা হয়। ইন্টারনেটে সংবাদ আদান-প্রদান ছাড়াও সংবাদপত্রের অনলাইন সংস্করণ প্রকাশিত হয়। ঘরে বসে কম্পিউটার মাধ্যমে বিনোদনের জগৎ, প্রাণীজগৎ, ইতিহাস-ঐতিহ্য স্বাস্থ্যসহ, ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে সম্ভব। মোটকথা এমন কোন কাজ নেই যেটা ইন্টারনেট মাধ্যমে সম্ভব নয়।

ইন্টারনেটের অপকারিতা: ইন্টারনেট যত উপকারীই হোক এর কিছু নেতিবাচক দিকও অস্বীকার করা যায় না। ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল যৌনতার প্রসার ঘটেছে। এতে সাইবার ক্যাফেগুলোতে উঠতি তরুণ শ্রেণী ভিরমি খেয়ে পড়ছে। তরুণ সমাজ নৈতিক অবক্ষয়ের মধ্যে নিপতিত হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে প্রায় সময়ই ক্ষতিকর ভাইরাস ছড়ানো হয় যার ফলে লাখ লাখ কম্পিউটারের তথ্য ধ্বংস হয়ে যায়। ইন্টারনেটের মাধ্যমে মিথ্যা ও ভিতী ছড়ানো বার্তা প্রচার করা হয়। বর্তমানে তরুণ সমাজ এবং ছাত্র ছাত্রীরা ইন্টারনেটে বেশি আসক্ত হওয়ার কারণে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। কিছু অনলাইন গেম অনেকের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে।

উপসংহার: প্রতিটা জিনিসের একটা খারাপ দিক থাকে। কিন্তু তাই বলে বিশ্বের কোন কিছুই থেমে নেই। ইন্টারনেট এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয়। ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বেশি আমাদের সারা বিশ্বের সব কিছুই জানতে পারছি। এটি বিশ্ব যোগাযোগের একটি আধুনিকতম মাধ্যম।

উপরের আলোচনার প্রেক্ষিতে পরিশেষে আমরা বলতে পারি যে আজকে যে রচনাটি নিয়ে আমরা আলোচনা করলাম সেটি আপনাদের বিভিন্ন পরীক্ষায় অবশ্যই উপকারে আসবে। আমরা পারতপক্ষে এইখানে চেষ্টা করেছি মূল বিষয়গুলো উপস্থাপন করার। আপনারা আমাদের এই ওয়েবসাইটের সহযোগিতা ছাড়া অবশ্যই পাঠ্যপুস্তকে সহযোগিতা নিবেন তাহলে প্রত্যেকটির রচনা আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আজ এই পর্যন্তই আগামীতে অন্য একটি রচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*