বউকে নিয়ে রোমান্টিক কবিতা

বউকে নিয়ে রোমান্টিক কবিতা

বউ হলো এমন একজন মানুষের নাম যিনি একজন পুরুষের জীবনে এসে খুব সুন্দর ভাবে যেমন তার জীবনকে সাজাতে পারেন আবার ঠিক একই ভাবে তার জীবনকে তছনছ করে দিতে পারেন। তবে যাই হয়ে থাকুক না কেন আপনার বউ যদি আপনার কাছে পরম সৌভাগ্যের একজন মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা তাকে নিয়ে খুব সুন্দর সুন্দর রোমান্টিক মুহূর্ত গুলো কাটাতে পারেন। বিয়ের পরে যদি বুঝতে পারেন অথবা বিয়ের আগে থেকে যদি বুঝতে পারেন আপনার বউ একজন রোমান্টিক ধরনের মানুষ এবং কবিতা পড়তে পছন্দ করে তাহলে আপনারা অবশ্যই আপনার বউয়ের জন্য রোমান্টিক সকল কবিতা গুলো আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে রাখতে পারেন। আমরা এই কবিতাগুলো বিবাহিত ব্যক্তিদের জন্য প্রদান করছি যাতে করে আপনারা এখান থেকে এই কবিতা গুলো সংগ্রহ করে আপনার বউয়ের মন ভালো করে দিতে পারেন।

বউকে নিয়ে রোমান্টিক কবিতা

 বউ

কে কবে বলেছে হবে না? হবে,বউ থেকে হবে ।
একদিন আমিও বলেছিঃ ‘ওসবে হবে না ।’
বাজে কথা। আজ বলি, হবে, বউ থেকে হবে ।
বউ থেকে হয় মানুষের পুনর্জন্ম, মাটি,লোহা,
সোনার কবিতা, —কী সে নয়?

গোলাপ, শেফালি, যুঁই, ভোরের আকাশে প্রজাপতি,
ভালোবাসা, ভাগ্য, ভাড়াবাড়ি ইতিপূর্বে এভাবে মিশেনি ।
ছড়িয়ে ছিটিয়ে ছিল, দুইজন্ম এবার মিশেছে, দেখা যাক ।

 

হতচ্ছাড়া ব্যর্থ প্রেম, গাঁজা, মদ, নৈঃসঙ্গ আমার
ভালোবেসে হে তরুণ, তোমাকে দিলাম, তুমি নাও ।
যদি কোনদিন বড় কবি হও, আমার সাফল্য
কতদূর একদিন তুমি তা বুঝিবে ।

আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে,
কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে ।
আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে ।

 

তার শয্যাপাশে আমার হয়েছে স্থান, মুখোমুখি,
অনায়াসে আমি তা বলি না, বলে যারা জানে দূর থেকে ।
আমি কাছে থেকে জানি, বিনিময়ে আমাকে হয়েছে দিতে
জীবনের নানা মূল্যে কেনা বিশ্বখানি, তার হাতে তুলে ।
অনায়াসে আমিও পারিনি । ক্রমে ক্রমে, বিভিন্ন কিস্তিতে
আমি তা দিয়েছি, ফুলে ফুলে ভালোবেসে যেভাবে প্রেমিক ।

প্রথমে আত্মার দ্যুতি, তারপর তাকে ঘিরে মুগ্ধ আনাগোনা ।
স্বর্গের সাজানো বাগানে পদস্পর্শে জ্বলে গেছি দূরে, তারপর
পেয়েছি বিশ্রাম । আজ রাত সম্পর্কের ভিতরে এসেছি ।

 

সবাই মিলবে এসে মৌন-মিহি শিল্পে অতঃপর,
তোমার প্রদত্ত দানে পূর্ণ হবে পৃথিবী আমার ।

বউ নিয়ে মজার উক্তি

-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন ‘কেয়ারটেকার’ পেয়েছি! 
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার ‘দারোয়ান’ পেয়েছি!
 
-ছোট একটা ‘এলার্মক্লক’ পেয়েছি!
 

বউ নিয়ে ছন্দ

বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
–  একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!
 
-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)
 
-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
✌️🙊
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!
 

সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে যখন একটি মেয়ের সাথে আপনার বিয়ে হবে তখন সেই ব্যক্তি অবশ্যই আপনার সাথে থাকবে এবং তার মন মানসিকতা বোঝার দায়িত্ব একান্তই আপনার। আপনি যদি বুঝতে পারেন সেই ব্যক্তি অনেক রোমান্টিক ধরনের তাহলে তার মন খুশি করার জন্য বিভিন্ন ধরনের রোমান্টিক উপাদান সংগ্রহ করে তার উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন অথবা রোমান্টিক কার্যকলাপ করার মধ্য দিয়ে থাকে সবসময় খুশি রাখতে পারেন। বিশেষ করে আপনার বউ সামাজিক এবং ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে একজন হালাল ব্যক্তি হয়ে থাকার কারণে আপনি তার সঙ্গে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করতে পারেন এবং রোমান্টিক মুহূর্তগুলো একান্তই ব্যক্তিগতভাবে কাটাতে পারেন।

তাছাড়া কবিতা হলো এমন এক সাহিত্যের উপাদান যেটা আদিকাল থেকে চলে আসছে এবং কবিতার ভাষা যারা বুঝতে পারে তাদের উদ্দেশ্যে যদি আপনারা খুব সুন্দর সুন্দর কবিতা গুলো ব্যবহার করতে পারেন তাহলে কবিতার যথার্থতা ফুটে উঠবে। তাই আপনি যখন বিভিন্ন ধরনের কবিতা আপনার প্রিয় মানুষকে অথবা কাউকে জানাবেন তখন দেখা যাবে যে সেই ব্যক্তি কবিতার অর্থ বুঝতে না পারলেও প্রত্যেকটি শব্দ মন দিয়ে শুনছে এবং আপনার সেই কবিতাকে উপলব্ধি করার চেষ্টা করছেন। কবিতা পড়ার মানসিকতা না থাকলেও আপনার যখন কাউকে কবিতা পড়ে শোনাবেন অথবা ছন্দের ব্যবহার করার মাধ্যমে মজার মজার জিনিস শোনাবেন তখন সেই ব্যক্তি খুব সহজেই আপনার প্রতি গলে যাবে এবং আপনাকে ভালবাসতে শুরু করবে।

যেহেতু আপনি আপনার বউয়ের উদ্দেশ্য করে কবিতা আবৃতি করবেন সেহেতু আপনি তার থেকে অবহেলার পরিবর্তে ভালোবাসা পাবেন। আর রোমান্টিক হয়ে থাকার কারণে আপনারা অবশ্যই চাঁদনী রাতে চাঁদ যে মন উপভোগ করবেন তেমনি বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ করার সময় সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ধরনের কবিতা ব্যবহার করতে পারেন। তাছাড়া মন খারাপের সময় আপনারা মজার মজার কবিতা বলে অথবা প্রেম নিবেদন সম্পর্কিত বিভিন্ন ধরনের কবিতা বলে আপনার বউয়ের মনের রাগ ভাঙ্গাতে পারেন। অর্থাৎ কবিতা হলো এমন এক ধরনের হাতিয়ারে যার মাধ্যমে আপনি বোঝে এমন নারীকে যেমন আয়ত্তে আনতে পারবেন তেমনি ভাবে যিনি বোঝেন না অথবা যার কবিতা বোঝার সক্ষমতা নেই তিনিও আপনার কবিতার অর্থ বোঝার চেষ্টা করবেন।

 

বিভিন্ন ধরনের রোমান্টিক কবিতা গুলো আমরা সংগ্রহ করেছি একমাত্র আপনাদের কারণে এবং এগুলো আপনাদের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে প্রদান করা হলো। বউ হলো ভালোবাসার মানুষ এবং এই ভালোবাসার মানুষকে আপনারা যদি খুশি রাখতে চান তাহলে যেমন বস্তুগত জিনিসের চাহিদা রয়েছে তেমনিভাবে অবস্তুগত জিনিসের উপরেও মেয়েদের চাহিদা রয়েছে বলে আপনাকে প্রত্যেকটি বিষয়ে মাথায় রাখতে হবে। দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর পাশাপাশি আপনারা যখন মানসিকভাবে তাকে তৃপ্তি দিতে চাইবেন অথবা আপনি যখন তার মনের আনন্দের খোরাক যোগাতে চাইবেন তখন অবশ্যই রোমান্টিক কবিতাগুলো তাদের সামনে উপস্থাপন করলেই তারা অনেক খুশি হবে এবং মনে করবে পৃথিবীর বুকে আপনি একমাত্র হাসবেন্ড যিনি তাকে খুশি রাখতে পেরেছেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*