সাধারণত আমরা যখন ছবি আপলোড করে থাকি তখন সেই ছবির সঙ্গে বিভিন্ন ধরনের ক্যাপশন জুড়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ক্যাপশন অথবা রোমান্টিক ক্যাপশনগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি। তাই আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটের এই পোষ্টের মাধ্যমে রোমান্টিক ক্যাপশন গুলো প্রদান করলাম এবং এই ক্যাপশন গুলো রোমান্টিক কবিতা থেকে সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে প্রদান করলাম। আপনারা যারা কবিতা পড়তে পছন্দ করে না তবে কবিতার ক্যাপশন দিয়ে ছবি আপলোড করতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে এই রোমান্টিক কবিতার ক্যাপশন গুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করবে।
এই ছবি আপলোড করার ক্ষেত্রে আপনারা যেমন বড় বড় রোমান্টিক কথা লিখে তা আপলোড করতে পারবেন তেমনি ভাবে আপনাদের উদ্দেশ্যে আমরা রোমান্টিক কবিতাগুলো এই কারণে প্রদান করলাম যাতে করে খুব অল্প কথায় আপনারা মনের ভাব কবিতার মধ্য দিয়ে অন্যের কাছে প্রকাশ করতে পারেন। তাই রোমান্টিক কবিতার ক্যাপশন গুলো পাওয়ার জন্য আপনারা নিচের দিকের ক্যাপশন গুলো দেখে নিতে পারেন।
রোমান্টিক কবিতা
প্রিয়তমা
হাসির ঝঙ্কার তোর মুগ্ধতা ছড়াই
শতগুনে তোর করা সাজে বড়াই
কঙ্কন তোর যখন তোলে ঝঙ্কার-
হৃদয় আমার যেন তৃষ্ণিত কঙ্কার।
আমি তোর রূপে মজে থাকি
কল্পনাতে শুধু তোর ছবি আঁকি,
কন্ঠ যেন তোর তোলে কলতান
গিটারেতে তুলি সুর, বাধি কিছু গান।
দৃষ্টি যেন তোর বিধে হৃদয়ে
নিজেকে খুঁজে ফিরি যেন হারিয়ে,
তোর পদধ্বনি বারায় হৃদকম্পন
অনুভূতি লুকাতে মোর কত না যতন।
প্রিয়তমা, সত্যি বলছি শোন
তোকে চাই আমার আজীবন,
ফিরিয়ে দিসনা আমায় আজ
হৃদয়ে তোর আমি করতে চাই রাজ।
ভালোবাসি আমি তোকে প্রাণাধিক
সুখে রাখবো আমি তোকে ঠিক,
বাড়িয়ে দে প্রিয়া হাত,
তোর সামনে আমি কিস্তিমাত।
আমরা যারা একটু রোমান্টিক ধাঁচের মানুষ তাদের কাছে যেকোনো ধরনের কবিতার রোমান্টিক বলে মনে হয়ে থাকে এবং একজন কবি সর্বোচ্চ চেষ্টা করার মধ্য দিয়ে যে কোন বিষয়কে রোমান্টিক ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকেন। তাই কবির এই ধরনের কথাগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে প্রত্যেকটি শব্দের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা লুকিয়ে আছে। তাই একজন রোমান্টিক মানুষ হিসেবে আপনারা যখন বিভিন্ন ধরনের কবিতা পড়তে পছন্দ করেন অথবা ছবির সঙ্গে রোমান্টিক কবিতার ক্যাপশন গুলো প্রদান করতে পছন্দ করেন তখন নিঃসন্দেহে আপনি একজন রোমান্টিক মানুষ বলে প্রতিয়মান হবেন।
ভালোবাসার পূর্ণতা
ভালোবাসা কি বয়স মানে?
কিংবা প্রতিবন্ধকতা?
ভালোবাসা ভালোবাসতে জানে;
কিসের এতো জড়তা?
সময়ের সাথে বাড়লে বয়স,
কমবে প্রেম কে বলেছে?
বৃদ্ধ বেলায়- কথা সরস;
আদিখ্যেতা! কে জেনেছে?
তাছাড়া আপনারা যখন বিভিন্ন ধরনের ক্যাপশন প্রদান করেন তখন সেটা কমবেশি রোমান্টিক ধরনের হয়ে যায় বলে আপনার চাইলে সুন্দর সুন্দর রোমান্টিক কবিতার ক্যাপশন গুলো ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ে অনেকে আছে যারা কবিতা খুব একটা পড়ে না এবং এই ক্ষেত্রে আপনি যদি খুব সাধারণ ধরনের একটা কবিতা ক্যাপ্টেন ব্যবহার করতে পারেন তাহলে অনেকেই ভাববে যে আপনি এই কবিতার ক্যাপশন নিজের থেকে লিখেছেন। তাই কবিতার ক্যাপশন গুলো সংগ্রহ করে নিতে পারলে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং আপনারা যখন কবিতার ক্যাপশন ব্যবহার করে ছবি আপলোড করবেন অথবা বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবেন তখন সেটা সকলের কাছে যুক্তিসঙ্গত এবং রোমান্টিক বলে মনে হবে।
প্রেমের মায়াজাল
বাতাসে ভেসে বেড়ায় প্রেম প্রেম গন্ধ,
ভাবনাতে শিহরিত – আছে যত রন্ধ্র।
নয়নে আঁকা তোর প্রেমময় ছবিটা,
শব্দের মালা গেঁথে লিখি আমি কবিতা।
ছন্দে ছন্দে আমি তোকে বলে যাই,
জুড়ি আমাদের যেন- কৃষ্ণ আর রাই।
সাতজন্ম তোর রাখবো খেয়াল,
তোর প্রেম আমার কাছে যেন মায়াজাল।
অভিমানে ভারি যদি হয় তোর মুখটা,
হাসি ঠিকই আনবো; পেড়িয়ে ঝড়-ঝাপটা।
অভিযোগ খুজতে হাঁপাবে তোর জান,
সুযোগতো দেবোনা থাকতে এ প্রান।
পূরন করবো তোর ইচ্ছে যত,
সুখের ভুবনে প্রেম বাড়বে শত।
দূঃখের স্পর্শ থেকে রাখবো দূরে,
আনন্দতে তোকে আমি রাখবো মুড়ে।
খুটিনাটি খুনসুটি- দিনের শুরু,
স্পর্শে তোর- বুক করে দুরুদুরু।
অগোচরে কেটে যাবে দিন-প্রতিদিন,
এভাবে বাসবো ভালো আমি তোকে চিরদিন।
বিশেষ করে যে সকল কবি সব সময় রোমান্টিক কবিতা লিখেছেন এবং প্রিয় তোমাকে বন্দনা করার পাশাপাশি প্রকৃতিকে খুব সুন্দরভাবে রোমান্টিকভাবে উপস্থাপন করেছেন তাদের কবিতাগুলো আমরা এখানে প্রদান করলাম। সুন্দর কোন প্রাকৃতিক পরিবেশে আপনারা ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো আপলোড করার ক্ষেত্রে ক্যাপশন পেতে চাইছেন তখন কবিদের লেখা বিভিন্ন ধরনের রোমান্টিক ক্যাপশন গুলো ব্যবহার করবেন। তাছাড়া কোন একটা ছবি যদি রোমান্টিক ধরনের হয়ে থাকে তাহলে সেই রোমান্টিক ছবির সঙ্গে যদি রোমান্টিক ক্যাপশন জুড়ে দিতে পারেন তাহলে সহজেই তা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে এবং লাইক কমেন্ট এর ক্ষেত্রে কোন কমতি হবে না। তাছাড়া গ্রুপ ছবিতে আপনারা যদি রোমান্টিক ক্যাপশন গুলো ব্যবহার করতে চান তাহলে তা করতে পারেন এবং সকলের কাছেই তা ভালো লাগবে।
Leave a Reply