বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

আকাশ চিরে বৃষ্টি হচ্ছে এবং তার ভেতরে দুইজন মানুষ সেই বৃষ্টিকে উপভোগ করছে এই বিষয়টি ভাবতেই আমাদের কাছে যেমন রোমান্টিক লাগে তেমনি ভাবে বৃষ্টির আবহাওয়া অনেকের কাছে রোমান্টিক বলে মনে হয়। খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি আপনারা উপভোগ করছেন এমন সকল মুহূর্ত নিয়ে যদি বৃষ্টি উদ্দেশ্যে আপনারা রোমান্টিক স্ট্যাটাস প্রদান করতে চাই তাহলে নিজেদের উদ্দেশ্যে নিজেরাই লিখতে পারেন। তবে লিখতে গিয়ে যদি আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয় তাহলে আমাদের ওয়েবসাইটের প্রদান করা বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিতে পারেন। আমরা আপনাদেরকে এই ধরনের রোমান্টিক স্ট্যাটাস গুলো প্রদান করব এবং এই স্ট্যাটাস আপনারা খুব সুন্দর ভাবে সংগ্রহ করবেন এবং সেগুলো আপনারা টাইমলাইনে শেয়ার করবেন।

তাছাড়া ফেসবুকে এখন মানুষ বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে এবং আবহাওয়া অনুযায়ী বিভিন্ন ধরনের রোমান্টিক পোস্ট করছে। বর্তমানের আবহাওয়া কেমন সেটার উপর নির্ভর করে আপনি যখন খুব সুন্দর সুন্দর পোস্ট করতে চাইবেন অথবা স্ট্যাটাস দিতে চাইবেন তখন আপনাদের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে প্রদান করা যে ধরনের স্ট্যাটাস রয়েছে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন।

বৃষ্টি নিয়ে উক্তি

❤️ জীবনের কতগুলো মূল্যবান মুহূর্ত আমরা পার করি রংধনুর অপেক্ষায়, স্রষ্টাকে ধন্যবাদ জানানোর আগে।

❤️ বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে,  জীবনও এরকমই, খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয়।

❤️এক পশলা বৃষ্টির পরে সবসময় ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে।

❤️ আমি বৃষ্টি ভালোবাসি, কেননা এই বৃষ্টি মাঝে মাঝে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিন বিদ্যমান।

❤️ কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টি কে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।

❤️ জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।

❤️ বৃষ্টি এক অমূল্য আশীর্বাদ, এ যেনো মেঘের মাটির বুকে নেমে আসা। সেখানে আছে জীবন কেননা বৃষ্টি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকত না।

❤️ বৃষ্টি ছাড়া কোনো ফসল জন্মাতে পারে না, বৃষ্টি ছড়া কোন গাছ বড় হয় না।

❤️বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুই পাথরে গর্ত করে তোলে, কিন্তু তা তার ক্ষিপ্রতার জন্য নয়, বরণ অনবরত পতনের ফলে।

❤️ আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তখন কেউ আমার কান্না দেখতে পায়না।

❤️ বৃষ্টি নিয়ে রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস

 রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস 

বৃষ্টি হোক আনন্দময়

মন দিয়ে হোক ভালোবাসার জয়

তুমি আমার মনের কথা 

বৃষ্টি আমার মাতিয়ে তোলে ভালোবাসার প্রথা

❤️

বৃষ্টি তোমায় মনে পড়ে বারবার

বৃষ্টির ধারাই বসে থাকি আনমনে সবাই

বৃষ্টিতে একসাথে ভিজেছি

এ মনের ঘরে তোমায় আমি পেয়েছি

নীল আকাশ মেঘলা হলো 

এই বুঝি বৃষ্টির সময় হয়ে এলো

মনের কথা দিলাম খুলে

বৃষ্টির সকাল দুয়ারে। 

বৃষ্টি নিয়ে ক্যাপশন

 

❤️ আমি যেমনটি ভাবে খেয়াল করেছি , আপনি যদি রংধনু চান, তাহলে আপনাকে বৃষ্টির সহ্য করতে হবে।

❤️ বৃষ্টির পরেই সূর্য আবারো উদিত হবে, জীবনটা এরকমই, খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে উদিত হয়।

❤️ বৃষ্টি তোমাকে চুম্বন করুক তার রোপ্য তরল ফোঁটা দিয়ে। বৃষ্টিকে তোমার মাথার উপর দিয়ে যেতে চাও। বৃষ্টিকে তোমার জন্য একটি গান গাইতে দাও।

❤️ বৃষ্টির ওপর রাগ করো না, এটি কেবল কিভাবে উপরের দিকে পড়তে হয় তা জানেনা।

❤️  প্রিয়তম, তুমি আমাকে কখনো অভিযোগ করতে দেখবে না, আমি একাই বৃষ্টিতে কান্না করব।

❤️ সব সময় আমি বৃষ্টিকে একটি ব্যাধির নিরাময় মনে করি, যা একটি বিশ্বস্ত বন্ধুর ন্যায় আরেক বন্ধুকে আয়েশ যোগায়।

❤️ যদি বৃষ্টি আমাদের পিকনিক নষ্ট করে, কিন্তু একজন কৃষকের ফসল বাঁচায়, তাহলে আমরা বলার কে যাতে বৃষ্টি না হয়।

❤️ প্রতিবার বৃষ্টি হলে, মাটি প্রতি ফোঁটা  গণনা করে এবং প্রতিটি পৃথক বৃষ্টির ফোঁটার জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করে।

❤️ যখন মুষলধারে বৃষ্টি হয় তখন আমি এটা পছন্দ করি। এটা সব জায়গায় মৃদু গুঞ্জন এর মতো  শোনাতে থাকে, যা নীরবতার প্রতীক, একাকীত্বের নয়।

❤️বৃষ্টি হলো অনুগ্রহ, বৃষ্টি হলো পৃথিবীতে নেমে আসা আকাশ, বৃষ্টি ছাড়া মানুষের জীবন কখনোই বাস্তো না।

বৃষ্টি নিয়ে কবিতা

কবিতা 

রফিকুল রাফি

তবুও বৃষ্টি দেখে

বৃষ্টির জল হাতে মেখে,

অভাব পুষি  বুকে।

আশা রাখি ভিজবো একদিন

খুনসুটি আর সুখে।

বৃষ্টি দেখেছি

স্বপ্ন এঁকেছি-

স্বপ্ন ভিজেছে জলে।

আজ মেঘলা মন

উদাসীন ক্ষণ,

তবুও ভিজিনি আমি জলে।

কাব্যেরা উঁকি মারে,

মন জুড়ে গান বাজে,

কারো যে ভাবছে মন

ডাকছে উদাসী ভঙ্গিমায় পাশে।

রাজ্যের সব গান

বিরহের সুর ভাসে,

অভাবেরা বড্ড উশৃংখলে

মন কারে ভাবছে পাশে।

এখনকার দিনে মানুষ অনেক রোমান্টিক হয়ে উঠেছে এবং বিভিন্ন মুহূর্তকে স্মৃতিতে সংরক্ষণ করে রাখার জন্য বিভিন্ন সময়ে পোস্ট করছে। তাছাড়া বিভিন্ন তথ্য অথবা বিভিন্ন মুহূর্ত সংরক্ষণ করে রাখার জন্য ক্যামেরা ব্যবহার করা হচ্ছে অথবা এই পোস্টগুলো সকলের মাঝে শেয়ার করে আপনাদের মনের অবস্থান গুলো জানান দেওয়া সম্ভব হচ্ছে। তাই আপনি যদি চিনতাম আপনার দিক থেকে এমন এক ধরনের মানুষ হয়ে থাকেন যে মানুষটি প্রকৃতিকে অনুভব করতে পারেন অথবা প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ পেতে পছন্দ করেন তখন অবশ্যই আপনি একজন রোমান্টিক মনের মানুষ এবং রোমান্টিকতা আপনার পছন্দের বিষয়। তাই বিভিন্ন মুহূর্তকে খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই পোষ্টের মাধ্যমে বৃষ্টি নিয়ে বিভিন্ন ধরনের রোমান্টিক স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিন।

১) রিমঝিম রিমঝিম এই বৃষ্টির দিনে তুমি ছাড়া যে আমার কিছুতেই মন বসে না এবং কোন কিছু করতেই ভালো লাগেনা। ঝিরিঝিরি হাওয়ার সাথে চঞ্চল মেঘের যে ছুটে চলা তার সাথে মনে হয় তোমাকেও সেই সাথে আমি নতুন করে জেনে নেই এবং তোমাকে নতুন করে ভালোবাসি।

২) হে বৃষ্টি তুমি যদি চাও তুমি পারো, তাহলে অবশ্যই তুমি ছুয়ে দাও তারে। প্রতিটি নিঃশ্বাসে এবং প্রতিটি মুহূর্তে আমি অনুভব করে যারে। আমার মনের এই অপূর্ণ সাধ তুমি পূরণ করে পূর্ণতা এনে দাও এবং ভালবাসতে সুযোগ দাও।

৩) মেঘের ওপরে মেঘ জমে গিয়েছে এবং মুখ ঢেকেছে অন্ধকারে, আর বৃষ্টি তখন ফন্দি আটে যাতে চোখের নজর ঝাপসা করে তোমার দিকে তাকিয়ে থাকি। যদিও সেই বৃষ্টি আমি ভালবাসি তারপরেও সেখানে প্রতিটি ফোঁটাই খুজে পাই তোমার রিলিজ স্পন্দন এবং তোমাকে অনুভব করি।

৪) আজকে নীল আকাশ মেঘলা হয়েছে, হয়তো আকাশ চিরে নামবে বৃষ্টি, যদি আমার কথা কখনো মনে পড়ে তাহলে কৃপণতা না করে জানালায় রেখো তোমার অপলক দৃষ্টি।

৫) মেঘ রে আজকে তোর সঙ্গে যাবো এবং হাওয়ায় ভেসে তোর সঙ্গে সিল কুড়াবো, মনের ভেতরের যে আগুন জ্বলছে তাতে করে তোর সঙ্গে মিশে গিয়ে ঠান্ডা হাওয়ায় আমি আমার প্রাণ জুড়াবো।

৬) ঝমঝমিয়ে বৃষ্টি আসছে এবং দাঁড়িয়ে আছি আমি তোমার পাশে, মনে মনে আজ তোমার সাথে ভিজছি বেশ এ যেন আমার মনের ভেতরে এক রোমান্টিকতার নতুন আবেশ।

এরকম ধরনের সুন্দর সুন্দর বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস যদি আপনারা পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা আপনাদেরকে সে বিষয়ে আরো তথ্য প্রদান করতে পারব। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা এগুলো জেনে নিতে পারবেন এবং পরবর্তীতে আরও অন্যান্য তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*