
পরিবারের নতুন সদস্য জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম সে পরিবারের নিকট থেকে একটি সুন্দর নাম পায়। এই নাম দিয়ে সে সারা পৃথিবীতে পরিচিত হয়ে ওঠে। শিশুর নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পিতা মাতা মূলত একটি শিশুর নাম রাখেন তবে পরিবারের অন্যান্য সদস্যরা ওর নাম রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে।
পরিবারের আদরের সন্তান টির একটি সুন্দর নাম দেওয়ার জন্য পিতা-মাতা ও অন্যান্য সদস্যদের যেন চেষ্টার কমতি থাকে না। পছন্দের নাম খুঁজে পেতে অনেক বিচার-বিশ্লেষণ অনেক চিন্তাভাবনা করে তবেই নাম নির্ধারণ করে থাকে। একটি নাম একটি মানুষের জীবনের অনেক বড় একটি সম্পদ। একটি মানুষ যখন তার পরিচয় দিতে চায় সর্ব প্রথম নাম বলতে হয়।
নাম দিয়ে মানুষ পৃথিবীতে সকলের নিকট পরিচিত হয় এমনকি মৃত্যুর পরেও নামের মাধ্যমেই মানুষ স্মরণ করে থাকে। একটি সুন্দর নাম শুনতে যেমন শ্রুতিমধুর হয় তেমনি আত্মবিশ্বাস বৃদ্ধি করতে নামের ভূমিকা থাকে। নাম যদি শুনতে শ্রুতিমধুর না হয় তাহলে সেইনা ভাইয়ের জন্য অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় একটি মানুষকে। মানুষ যেহেতু পরিবারের কাছ থেকে নামতে থাকে তাই পরিবারই চেষ্টা করে একটি সুন্দর নাম দেওয়ার।
এমন কোন নাম রাখা উচিত নয় যেটা শুনতে ভালো না কিংবা অর্থ সুন্দর নয় এতে করে নামের কারণে মানুষের মনোবল নষ্ট হতে পারে। নাম রাখার ক্ষেত্রে বিভিন্ন ধর্মের বিভিন্ন রীতিনীতি থাকলেও প্রায় সব ধর্মেরই মানুষ মনে করে যে নামের অর্থ যদি ভালো না হয় তবে সেই খারাপ নামের অর্থটি মানুষের স্বভাব চরিত্রের মধ্যে প্রতিফলিত হতে পারে। আবার নামের অর্থ যদি সুন্দর হয় তবে সেটাও তার জীবনকে অনুপ্রাণিত করতে পারে। এমনকি কিছু ধর্মে সুন্দর অর্থপূর্ণ নাম রাখা কি বাধ্যতামূলক বলা হয়েছে। শুধু নাম রাখলেই হয় না বরং নামের এসব বিষয়গুলো বিবেচনা করে তবেই নাম রাখতে হয় তা না হলে অবশ্যই নাম নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হিন্দু ধর্মের মেয়েদের জন্য ঊ দিয়ে কিছু নামের তালিকা। যদিও এই উ অক্ষর দিয়ে খুব বেশি সংখ্যক নাম পাওয়া যায় না তবে যে অল্পসংখ্যক নাম পাওয়া যায় সেগুলো আমরা অর্থসহ আমাদের ওয়েবসাইটের সুন্দর করে সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। নামগুলো অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় সেইসাথে অর্থসহ আমরা সাজিয়েছি। যখনই আপনাদের প্রয়োজন হবে আপনার আমাদের ওয়েবসাইটে ভিজিট করে পছন্দ করে নিতে পারেন ঊ অক্ষর দিয়ে হিন্দু ধর্মের মেয়ে শিশুদের জন্য একটি সুন্দর নাম। আশা করি আমাদের ওয়েবসাইটে সংগৃহীত নাম গুলো আপনাদের অনেক পছন্দ হবে।
ঊষাকিরণ, উষা,ঊর্ষা,ঊর্জা,চলা, এবার,ঊর্বীনা,ঊষার্শী,ঊষা,ঊর্বা,ঊবাহ,ঊন্যা,ঊনী,ঊলা ইত্যাদি কয়েকটি সুন্দর নাম যেগুলো স্বরবর্ণ ঊ দিয়ে শুরু হয়েছে এবং এই নামগুলো হিন্দু ধর্মের মেয়ে শিশুদের নাম রাখার জন্য উপযুক্ত। তাছাড়া এই নাম গুলোর অর্থ অনেক সুন্দর যেগুলো আপনাদের সহজেই পছন্দ হয়ে যাবে। এছাড়া আরো বেশ কিছু নাম রয়েছে যেগুলো ঊ অক্ষর দিয়ে শুরু হয়েছে। একসাথে এতগুলো নামের তালিকা পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আর খুব সহজেই বেছে নিন আপনার পছন্দের নাম।
দুই ও তিন অক্ষরের নাম
অতিরিক্ত বড় নাম উচ্চারণে কঠিন ও লিখতে গেলেও অধিক সময় অপচয় হবে। তাছাড়া অতিরিক্ত বড়নাম শুনতে ভালো লাগেনা। তাই নাম রাখার ক্ষেত্রে সংক্ষিপ্ততা একটি জনপ্রিয় দিক। অধিকাংশ মানুষের নাম দুই অক্ষর কিংবা তিন অক্ষরের হয়ে থাকে। নাম রাখার ক্ষেত্রে সংক্ষিপ্ত ও শুনতে ভালো লাগে এমন নামের চাহিদা অনেক বেশি হয়ে থাকে। আমরা আপনাদের পছন্দের ঊ দিয়ে কিছু নাম অর্থসহ সংগ্রহ করেছি আমাদের ওয়েবসাইটে যেগুলো আপনারা যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারবেন।
এসব নামগুলো দুই অক্ষর ও তিন অক্ষরের। প্রভার্ব সংখ্যক চার অক্ষরের নাম রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম বেছে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে। তাই আপনাদের যদি অতি অল্প সময়ে ও সহজেই আপনাদের পছন্দের অক্ষর ঊ দিয়ে হিন্দু ধর্মের মেয়ে শিশুদের জন্য নাম নির্বাচনের প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন আর খুব সহজেই বেছে নিতে পারেন আপনার কাংখিত নামটি।
Leave a Reply