আমাদের অতি পরিচিত একটি গাছ লজ্জাবতী আবার কেউ কেউ একে বলেন লাজুক লতা। এটি একটি বর্ষজীবী গুল্ম আগাছা বা ওষুধি গাছ। এ গাছের পাতাগুলো দেখতে অনেকটাই তেতুল পাতার মতো হয়ে থাকে। হাত ও পায়ের স্পর্শে লজ্জাবতীর পাতা বুঝে এসে বন্ধ হয়ে যায়। ঠিক সেই জন্যই আমরা অনেকেই সেই লজ্জাবতী গাছ দেখলেই সবার আগে ছুঁতে চলে যায়। এই গাছের পাতাগুলো সরু ও লম্বাটে হয়ে থাকে এবং সংখ্যায় দু থেকে বিশ জোড়া হয়ে থাকে।
লজ্জাবতীর ফুল গুলো বেগুনি ,গোলাপি এবং সাদা রঙের হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করতে এসেছি সাদা লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে। সাদা লজ্জাবতী গাছের ফুলগুলো সাদা হয়ে থাকে। আমরা হয়তো অনেকেই জানিনা সাদা লজ্জাবতী গাছের উপকারিতা অনেক বেশি। সাদা লজ্জাবতীর গাছটা সচার আচার খুব কম দেখা যায়। আপনারা যারা সাদা লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জানতে আগ্রহী রয়েছেন তারা আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
স্ত্রী যৌনাঙ্গের ক্ষত সারাতে সাদা লজ্জাবতী গাছের উপকারিতা
আপনারা যেহেতু সাদা লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি পড়ছেন সেহেতু আপনারা এখান থেকে জেনে নিন সাদা লজ্জা বতি গাছ স্ত্রী যৌনাঙ্গের ক্ষত সারাতে অনেক ভালো কাজ করে থাকে। যে কোন কারনে যোনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোজই অল্পস্রাব চলতে থাকে। একটা আষ্টে গন্ধ, কখনো বা একটু লালচে চাপ হয়ে থাকে, এসব ক্ষেত্রে চিকিৎসক সমাধান করে থাকেন এটির পরিনামে ক্যান্সার হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুধ জলের সিদ্ধ করা লজ্জাবতীর নির্যাস দিনে দুইবার খেলে এ রোগ উপশম হয়। একই সাথে লজ্জাবতীর নির্যাস দিয়ে ডুশ দিলে বা জনিপথ ধুয়ে নিলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায়।
আমাশয় রোগে সাদা লজ্জাবতীর উপকারিতা
আপনাদের যাদের আমাশয় রোগের সমস্যা আছে তারা খুব সহজে সাদা লজ্জাবতীর মাধ্যমে আপনাদের সমস্যা দূর করতে পারবেন। অনেকের আছে পুরনো আমাশয়। মলত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারেনা। তৎক্ষণাৎ ভাবে দৌড়াতে হয় টয়লেটে। এটা শুনতে হাস্যকর হলেও কষ্টও বটে। আবার অনেকের শক্ত মলের গাঁয়ে সাদা সাদা আম জড়ানো থাকে। এক্ষেত্রে ১০ গ্রাম সাদা লজ্জাবতীর ডাটা ও পাতা চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে নিতে হবে। এ নির্যাস খেলে তারা অবশ্যই উপকার পাবেন।
ঘামের দুর্গন্ধ দূর করতে সাদা লজ্জাবতীর উপকারিতা
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের গা থেকে ঘামের দুর্গন্ধ একটু বেশি বের হয়ে থাকে। আমরা কমবেশি গরমের মধ্যে সবাই ঘেমে থাকে কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যাদের কাছে যাওয়া যায়না ঘামের দুর্গন্ধের কারণে। অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামা বা গেঞ্জিতে হলদে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাটা ও পাতার নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছতে হবে বা লাগাতে হবে তাহলে এ দুর্গন্ধ দূর হবে।
কোষ্ঠকাঠিন্য তে সাদা লজ্জাবতীর উপকারিতা
আপনারা যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য আমাদের আর্টিকেলের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। কুষ্ঠ কাঠিন্যর ক্ষেত্রে সাদা লজ্জাবতীর মূল ৭ থেকে ৮ গ্রাম থেঁতো করে সিদ্ধ করতে হবে এবং থেকে নিতে হবে ছেকে নেওয়া ওই পানিটা খেতে হবে তাহলে উপকার হবে। সাদা ফুলের লজ্জাবতীর পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খেলে পাইলস ও ফিস্টুলাইট আরাম পাওয়া যায়।
এছাড়াও টিউগরি নস এবং মূলে ট্যাটিন থাকে সাদা লজ্জাবতীর। যা পুরুষাঙ্গের শিথিলতা দূর করা সহ আরো নানাবিধ রোগ সারাতে ব্যবহার করা হয়ে থাকে। লজ্জাবতী লতার সমগ্র উদ্ভিদ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর ঔষধি গুনাগুনী ধারাবাহিকভাবে তা আলোচনা করা হলো। উপরের অংশে আমরা সবই আলোচনা করেছি আশা করি আমাদের আর্টিকেলটি আপনারা যারা আজকে পড়েছেন তারা অবশ্যই জেনে গেছেন সাদা লজ্জাবতী গাছের উপকারিতা সম্পর্কে।
Leave a Reply