যেহেতু রমজান মাস খুব নিকটে তাই আমাদের অবশ্যই একটু চিন্তাভাবনা করতে হবে রমজান মাসকে নিয়ে। আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে এটা অবগত হতে পেরেছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের প্রস্তুতি হিসেবে তার আগের মাসকে প্রচুর পরিমাণে ইবাদতে কাজে লাগাতেন। আমাদের তার উম্মত হিসেবে সব সময় থাকে ফলো করতে হবে এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের এই মাসটিকে বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে কাটাতে হবে।
তবে রমজান মাস এর পরিকল্পনা হিসেবে আপনাকে আগে থেকে জানতে হবে রমজান মাসের সঠিক সেহরি এবং ইফতারের সময়। বিশেষ করে আপনি যখন দেশের বাইরে অবস্থান করছেন এবং জীবিকা নির্বাহের জন্য সেখানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তখন অবশ্যই পূর্ব পরিকল্পনা না থাকলে আপনি রমজান মাসে সঠিকভাবে ইবাদতের জন্য কাজে লাগাতে পারবেন না।
আর সৌদি আরব অবস্থান করার অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার তার কারণ হচ্ছে সৌদি আরব এমন একটি দেশ যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এই দেশকে বিশেষ গুরুত্ব দিয়েছে তাই তো এই দেশের মাটির নিচ থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে খনিজ তেল উৎপাদন হয় যেটা গোটা বিশ্বের মানুষের কাজে লাগে এবং যেটা বিক্রি করে এই দেশ স্বাবলম্বী হয়ে উঠেছে।
সৌদি আরবের রিয়াদের সেহরির সময়সূচী ২০২৪
সৌদি আরবের রিয়াদের সময়সূচি সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে বলব একেবারে সঠিক জায়গাতে এসেছেন। এখন আমরা আপনাদের সংক্ষেপে সেহেরির সময়সূচি সম্পর্কে ধারনা দেব আশা করছি আপনারা এখান থেকে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম রমজানে সৌদি আরবের রিয়াদ শহরের সেহরি করার শেষ সময় ভোর ৪ঃ৩৫ মিনিট। দ্বিতীয় রমজানে সৌদি আরবের রিয়াদ শহরের সেহরি করার শেষ সময় হচ্ছে ভোর ৪. ৩৪ মিনিট। এইভাবে প্রতিদিন এক মিনিট করে কমতে থাকবে এবং ১০ রমজান রিয়াদ শহরের সেহরি করার সময় শেষ হবে ভোর 4.25 মিনিট।
আপনারা যারা রিয়াদ ছাড়া অবস্থান করছেন তাদের জন্য ১১ ই রমজান এর সেহরি করার শেষ সময় হবে ভোর ৪.২৪ মিনিট। এইভাবে সময়সূচী প্রতিদিন এক মিনিট করে কমবে ১৭ রমজানে সেহরি করার শেষ সময় হবে ভোর 4.18 মিনিট। ১৮ রমজানের সেহরি করার সময়সূচী হবে ভোর 4.16 মিনিট। ১৯ রমজানে সেহরি করা শেষ সময় হবে ভোর 4.15 মিনিট। এইভাবে প্রতিদিন এক মিনিট করে কমতে থাকবে এবং ৩০ রমজানে রিয়াদ শহরের সেহরি করার শেষ সময় হবে ভোর ৪.৩ মিনিট।
রিয়াদ শহরের ইফতারের সময়সূচি ২০২৩
২০২৩ সালের রিয়াদ শহরের প্রথম রমজান এর ইফতার করার সময় পাবে সন্ধ্যা ৬.৬ মিনিট। ২ রমজান সন্ধ্যা ৬.৭ মিনিট থেকে শুরু হবে ইফতার করার সময়সূচি যেটা ৪ রমজান পর্যন্ত অপরিবর্তিত থাকবে। পাঁচ রমজান সৌদি আরবের রিয়াদ শহরের ইফতার করার সময়সূচি সন্ধ্যা 6.8 মিনিট ।
এ সময় অপরিবর্তিত থাকবে ৬ রমজান পর্যন্ত। ৭ রমজান সৌদি আরবের রিয়াজ শহরে ইফতার করার সময়সূচি শুরু হবে সন্ধ্যা 6.9 মিনিট থেকে এবং আট রমজান পর্যন্ত একই সময়সূচী থাকবে। নয় রমজান থেকে ১১ রমজান পর্যন্ত সৌদি আরবের রিয়াদ শহরে ইফতার করার সময়সূচি শুরু হবে সন্ধ্যা ৬.১০ মিনিট থেকে। ১২ রমজান এবং ১৩ই রমজান সন্ধ্যা 6.11 মিনিটে আপনারা ইফতারি করতে পারবেন। ১৪ই রমজান থেকে ১৬ রমজান পর্যন্ত সন্ধ্যা ৬.১২ মিনিট থেকে আপনারা ইফতার করতে পারবেন।
১৭ রমজান এবং 18 রমজান সন্ধ্যা 6.13 মিনিট থেকে ইফতার করতে পারবেন। সন্ধ্যা 6.14 মিনিট থেকে ইফতার করতে পারবেন 19 রমজান এবং ২০ রমজানে। ২১ রমজান থেকে ২৩ রমজান পর্যন্ত ইফতারি করার সময় সন্ধ্যা 6.15 মিনিট। ২৪ রমজান এবং ২৫ রমজানে সন্ধ্যা 6.16 মিনিট থেকে ইফতার করতে পারবেন। ২৬ এবং ২৭ রমজানের সন্ধ্যা ৬.১৭ মিনিট থেকে শুরু হবে ইফতার করার সময়। ২৮ রমজান এবং ২৯ রমজান সন্ধ্যা 6.18 মিনিট থেকে ইফতার করার সময় শুরু হবে এবং ৩০ রমজানে সন্ধ্যা ৬.১৯ মিনিটে ইফতার করতে পারবেন।
Leave a Reply