শেখ রাসেলের নাম শোনেননি এমন ব্যক্তি হয়তো বাংলাদেশে নেই। বর্তমান সময়ের শিশু বাচ্চারাও শেখ রাসেলের পরিচয় জানে। তাই শেখ রাসেলের পরিচয় সম্বন্ধে নতুনভাবে বলার কিছু নেই। শেখ রাসেলের জন্মদিন কবে তাও আপনাদের অনেকেরই জানা রয়েছে। আজকের আর্টিকেলটি শেখ রাসেলকে নিয়েই।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কিভাবে শুভেচ্ছা স্ট্যাটাস লিখতে পারেন এবং শেখ রাসেলের জন্মদিনে কবিতার লেখা যায় কিভাবে সে বিষয়গুলো তুলে ধরব আমাদের আজকের লেখার মধ্যে। আপনি যদি শেখ রাসেলকে নিয়ে কোন স্ট্যাটাস লিখতে চান তবে নিশ্চয়ই আমাদের লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলবেন কারণ এই লেখাটি পড়ার পর শেখ রাসেলকে নিয়ে কোন স্ট্যাটাস অথবা কবিতা লেখা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে।
আপনারা নিশ্চয়ই জানেন শেখ রাসেল হলেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাথে শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। শেখ রাসেলের বয়স তখন খুব বেশি ছিল না। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন শেখ রাসেলকে যখন হত্যা করা হয় তখন তার বয়স সাত বছরের মত। এমন একটা শিশুকে হত্যা করতে একবারও হাত কাঁপেনি ঘাতকদের। যাইহোক, শেখ রাসেল ছিল একজন নিষ্পাপ শিশু
তাই প্রতিবছর তার জন্মদিনে আমরা সকলেই শুভেচ্ছা জানিয়ে থাকি। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনেকেই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আবার কেউ কেউ অনলাইন থেকে কবিতা সংগ্রহ করার চেষ্টা করে শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। এই লেখার মধ্যে আমরা আলোচনা করব কিভাবে আপনি শেখ রাসেলকে নিয়ে একটি কবিতা লিখতে পারবেন এবং তার সাথে সাথে আলোচনা করব শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা কিভাবে সংগ্রহ করা যাবে। নিচে একটি কবিতা আপনাদের জন্য লিখে দেখানো হলো। আমার বিশ্বাস আপনারা চেষ্টা করলে ঠিক এভাবেই শেখ রাসেলকে নিয়ে কবিতা লিখতে পারবেন।
তোমরা কী জানো?
শেখ রাসেলের নাম।
সদ্য ফোঁটা ফুল যাকে
আঘাত করেছে ঘাতকেরা অবিরাম।
রক্তের দাগ লেগে আছে
ধানমন্ডির ৩২ নম্বরে নয়
রক্তের দাগ লেগে আছে
এদেশের প্রতিটি ঘাসে, লতায়, পাতায়।
রক্তের দাগ লেগে আছে
শেখ রাসেলের শরীরে নয়
তাদের পুরো শরীর জুড়ে
যারা নিজেকে বাংলাদেশী বলে দেয় পরিচয়।
যারা অনেক চেষ্টা করেও শেখ রাসেলকে নিয়ে কবিতা লিখতে পারছেন না তাদের জন্য রয়েছে অন্য উপায়। আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে শেখ রাসেলকে নিয়ে বিভিন্ন কবিতা প্রকাশ করা হবে যেগুলো সংগ্রহ করে নিজেদের স্ট্যাটাসে যুক্ত করে দিতে পারবেন। যেহেতু শেখ রাসেলকে নিয়ে স্ট্যাটাস লিখতে চলেছেন তাই লেখাটি হওয়া দরকার একদম নির্ভুল ও কাব্যিক। এমন ভাবে লিখতে হবে যেন গুণীজনরা প্রশংসা করেন। তাই দেরি না করে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন কিভাবে স্ট্যাটাস সাজাবেন।
শেখ রাসেলকে নিয়ে স্ট্যাটাস লিখার আগে তার সম্বন্ধে আমাদের অনেক কিছু জানতে হবে। বর্তমান সময়ে উইকিপিডিয়া সাহায্য নিয়ে আমরা শেখ রাসেলের সম্বন্ধে অনেক অজানা তথ্য জেনে নিতে পারবো এছাড়াও আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইগুলো থেকেও শেখ রাসেল সম্বন্ধে অনেক অজানা তথ্য জানা সম্ভব। যারা বই পড়তে ভালোবাসেন তারা শেখ রাসেলকে নিয়ে লেখা বইগুলো পড়ে দেখতে পারেন।
বিভিন্ন ম্যাগাজিন অথবা পত্রিকা শেখ রাসেলকে নিয়ে অনেক আর্টিকেল লেখা হয় যেগুলো অনলাইনের মাধ্যমেও সংগ্রহ করা সম্ভব। শেখ রাসেলের সম্বন্ধে এই অজানা তথ্যগুলো সংগ্রহ করার পর তাকে নিয়ে লেখা অথবা তার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস লেখা যে কারো জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এমন কার্যকর ও যুগ উপযোগী আর্টিকেল পড়ার জন্য আমাদের সাথে থাকুন সবসময়।
Leave a Reply