শবে বরাত ২০২৪ শবে বরাত কত তারিখে ২০২৪ আপডেট

শবে বরাত কত তারিখে 2022 | শবে বরাত কবে ২০২২

আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চান ২০২৪ সালের শবে বরাত কত তারিখে? এর জন্য অনেকে গুগলে সার্চ করে থাকেন শবে বরাত কবে ২০২৪, তাদের জন্য আজকের পোস্ট। আজকে আপনারা জানতে পারবেন ২০২৪ সালের শবে বরাত এর তারিখ। শবে বরাত কবে আগামী ৮ মার্চ শুক্রবার (১৫ শাবান ১৪৪৩, ২৩ ফাল্গুন ১৪২৯) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্যাপিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শবে বরাত কবে ২০২৪ কত তারিখে ও শবে বরাত শব্দের অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, শবে বরাত কবে; ফার্সী ভাষায় শব শব্দটির অর্থ রাত বা রজনী আর বরাত শব্দটির অর্থ ভাগ্য; তাই শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী; আরবীতে একে লাইলাতুল বারাআত বলা হয়; লাইলাতুল অর্থ রাত বা রজনী আর বারাআত শব্দটির অর্থ বিমুক্তি, সম্পর্কচ্ছিন্নতা, মুক্ত হওয়া, নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি; ফার্সী শবে বরাত বা ভাগ্য রজনী আরবী লাইলাতুল বারাআত বা বিমুক্তির রজনী বলতে আরবী বছরের ৮ম মাস অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনীকে বুঝানো হয়। কুরআন ও হাদীসে কোথাও লাইলাতুল বারাআত পরিভাষাটি ব্যবহার করা হয়নি; সাহাবী ও তাবিয়ীগণের যুগেও এ পরিভাষাটির

শবে বরাত কত তারিখে ২০২৪ | শবে বরাত কবে

শবে বরাতের রোজা কত তারিখে? শবে বরাতের রোজা কয়টি

শবে বরাতে বিশেষ ক্ষমা সংক্রান্ত হাদীস

মধ্য শাবানের রজনীর ফযীলতে বর্ণিত প্রথম প্রকারের হাদীসগুলিতে এ রাতের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ রাতের মর্যাদা বা ফযীলত অর্জনের জন্য বিশেষ কোনো কর্ম বা আমলের নির্দেশ দেয়া হয় নি। এ অর্থে বর্ণিত হাদীসগুলির সারমর্ম এই যে, আল্লাহ্ তায়ালা এ রাতে বান্দাদের খোঁজ খবর নেন, তাদের প্রতি দৃকপাত করেন এবং শির্ক এ লিপ্ত, বিদ্বেষে লিপ্ত, আত্মহননকারী ইত্যাদি কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকল মানুষের পাপ মার্জনা করে দেন। এ অর্থের হাদীস সমূহ বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যা সামগ্রিক বিচারে হাদীস বিশারদগণের দৃষ্টিতে বিশুদ্ধ বলে প্রমানিত হয়েছে।

শবে বরাতে ভাগ্য নির্ধারণ সংক্রান্ত হাদীস

মধ্য-শাবানের রাত্রি বা লাইলাতুল বারাআতের ফযীলতে বর্ণিত দ্বিতীয় প্রকার হাদীসগুলিতে এ রাত্রিতে হায়াত-মওত ও রিযক নির্ধারণের কথা উলেখ রয়েছে। এই অর্থে বর্ণিত হাদীসগুলির মধ্যে রয়েছে:
জন্ম-মৃত্যু লিখা, কর্ম উঠানো ও রিযিক প্রদান

আয়েশার (রা) সূত্রে কথিত যে, মধ্য শাবানের রাত্রিতে রাসূলুল্লাহ সঃ তাকে বলেন, তুমি কি জান আজকের রাত্রিটি কোন রাত্রি? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, এ রাত্রে কি আছে? তখন তিনি বলেন,
এ রাতে চলতি বছরে জন্মগ্রহণকারী আদম সন্তানদের নাম এবং চলতি বছরে মৃত্যুবরণকারী আদম সন্তানদের নাম লিপিবদ্ধ করা। হয়। এ রাতে আদম সন্তানদের আমল উঠিয়ে নেয়া হয় এবং তাদের রিযক অবতীর্ণ হয়।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*