
যুক্তি – নচিকেতা
হয়তো আমি করছি চুরি,
তোমার কাজটা পাহারাদারি।
বিবেক তাতে দিচ্ছে সাঁই,
তোমার মত আমার মত।
ভাবছি আমি, আমি ঠিক
ভাবছো তুমি, আমি বেঠিক।
ভাবছি আমি, আমিই ঠিক
ভাবছো তুমি, আমি বেঠিক।
অজুহাতটাই হাত হয়ে যায় যখন তখন যখন তখন
সব মানুষের যুক্তি থাকে নিজের মতন।
ভাঙছে বেড়া ভাঙছে দেয়াল
সবকিছুই কি কালের খেয়াল?
তুমি আমি থাকছি তবে কোথায় তখন?
বলবে তুমি তিনিই করায়,
ভাববো আমি তিনিই সহায়।
দায়িত্ব নিতে ঠিক বেড়ে যায়
বুকের কাঁপন মুখের কাঁপন
সব মানুষের যুক্তি থাকে নিজের মতন।
নিজের যুক্তি নিজের কাছে
যত্নে স্নেহে বাড়ে বাঁচে
পুত্র-স্নেহে অন্ধ কোন রাজার মতন
কিন্তু আরো রাজা আছে,
সন্তান আছে তাদেরও কাছে
এসব কথা ভাববে তুমি
সময় কখন, সময় কখন?
সব মানুষের যুক্তি থাকে নিজের মতন।
——— নচিকেতা ❤️
Leave a Reply