
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় সহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় এর ইংরেজি অনুবাদ করতে বলা হয় অথবা ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করতে বলা হয়। সেই জন্য আজকে আমাদের ওয়েবসাইটের সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় এর ইংরেজি অনুবাদ নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে আপনারা ইংরেজি অনুবাদ দেখে নেওয়ার পাশাপাশি আরও ইংরেজি অনুবাদ এবং প্রবাদ-প্রবচনের ট্রানসলেশন পেয়ে যাবেন। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় এটি খুবই কমন একটি প্রবাদ এবং পরীক্ষায় সবচাইতে বেশি আসে।
তাই আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে এটির ইংরেজি অনুবাদ জেনে নিবেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে একটা কাজ আপনি যখন করবেন তখন সেটা আপনার জন্য পারফেক্ট সময়। আপনি যে শ্রেণীতে পড়াশোনা করেন অথবা যেটার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন সেটা যদি যথাযথভাবে না করেন এবং পরে করবেন বলে ফেলে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে সেই কাজ ঠিকভাবে আপনি করতে পারছেন না। সময়ের কাজ সময়ে করলে সেটা সবচাইতে ভালো হয় এবং অসময়ে করলে সেটা আপনার কাছে যেমন বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে তেমনি ভাবে সেটা আপনার প্রতি বোঝার মতো মনে হবে।
তাই সময়ের কাজ সময়ে করতে হবে এবং সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে। আমরা সকলেই জানি যে সময় কারো জন্য অপেক্ষা করে না এবং আপনি যদি প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন না করতে পারেন তাহলে দেখবেন যে একটা সময় সেই কাজ আপনার কাছে বোঝা হয়ে যাবে। তখন সেই বোঝা আপনি একদিনে সম্পন্ন করতে পারবেন না এবং আপনার অনেক সময় লাগবে। তাই একজন সচেতন মানুষ হিসেবে আপনারা সময়ের কাজ সময়ে করবেন এবং সময়ের কাজ সময়ে করতে পারলে দেখবেন যে সফলতা আপনার কাছে ঠিকই ধরা দেবে।
প্রত্যেকটি কাজের নির্দিষ্ট একটি সময়ে রয়েছে এবং নির্দিষ্ট কাজ আপনি যদি যথাসময়ে করতে পারেন তাহলে দেখবেন যে মানসিকভাবে আপনি প্রশান্তি অনুভব করছেন এবং সফলতা অর্জনের মাধ্যমে আপনার মনে আনন্দের ঢেউ বয়ে চলেছে। তাই অসময়ের দশ বার চেষ্টা না করে সময়ের কাজ সময়ে চেষ্টা করে তা থেকে সফলতা অর্জন করুন।
= A stitch in time save nine.
ওপরে আপনাদের জন্য সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় এর ইংরেজি অনুবাদ দিয়ে দেওয়া হল এবং আপনারা যদি আরো প্রবাদ এর অনুবাদ পেতে চান তাহলে সূচিপত্র থেকে সংগ্রহ করে নিতে পারেন। প্রবাদ এবং প্রবচন এর ইংরেজি অনুবাদ সংগ্রহ করতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
Leave a Reply