আপনি কি শতকরার অংক করতে পারেন? যদি শতকরা অংক নিয়ে আপনার ভেতরে ঝামেলা থাকে অথবা শতকরা অংক যদি না বুঝতে পারেন তাহলে খুব দ্রুত শতকরা অংকের প্রশ্ন সমাধান করার নিয়ম আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিবেন। পঞ্চম শ্রেণীর শ্রেণী থেকে শুরু করে শিক্ষার্থীদের শতকরা নামক অধ্যায়টির অংক করতে হয়। শতকরার অংক প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এ বিষয়টি একজন শিক্ষার্থী যদি বুঝতে পারে তাহলে তাহলে বাস্তবিক জীবনে এই জ্ঞান কাজে লাগাতে পারবে।
আমাদের জীবনে যে সকল ঘটনা ঘটে থাকে অথবা যে ধরনের হিসাব করা হয় তাতে করে শতকরার হিসাবগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত। তাই শতকরার গণিতের সমস্যার সমাধান দেখলে এ বিষয়ে আমরা যদি সঠিকভাবে কাজ করতে চেষ্টা করি বাস্তবিক জীবনের জ্ঞানের আলোকে আমরা এই সমস্যার সমাধান গুলো করতে পারি এবং পরীক্ষায় পূর্ণ নাম্বার অর্জন করতে পারি।
আমাদের ভেতরে অনেকে আছেন যারা বিভিন্ন শতকরার গণিতের সমস্যা নিয়ে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় পড়ে যান। কিন্তু আপনার কাছে যখন শতকরার নিয়মগুলো সহজ হবে তখন আপনি এই ধরনের যেকোনো গণিতের সমস্যার সমাধান করতে পারবেন। বাস্তবিক জীবনে যখন কোন কিছুর হিসাব আমরা করতে যাই তখন সেটা শতকরার হিসাব অনুযায়ী ১০০ দিয়ে কাজগুলো করতে চাই। কোন কিছুর লাভ ক্ষতির হিসাব যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে সেই ১০০ দিয়েই কাজ করা লাগে।
কোন পণ্যের দাম ২০ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেল অথবা কমে গেল এমন সকল অংকে আমরা পরিমাপক হিসেবে একশকে ধরে কাজ করতে থাকি। অর্থাৎ শতকরা বিষয়টি আছে বলেই আমরা যে কোন অনির্দিষ্ট বিষয়ের পরিমাপক হিসেবে এটাকে নির্দিষ্ট ভাবে ধরে যে কোন গণিতের সমস্যার সমাধান করার চেষ্টা করতে থাকে।
বিভিন্ন ধরনের গণিতের সমস্যার সমাধানের ক্ষেত্রে শতকরা চ্যাপ্টার থেকে গণিতের সমস্যার সমাধান করতে দেয়া হবে। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার আপনারা যদি এড়িয়ে চলতে চান তাহলে দেখা যাবে যে পরীক্ষা সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করতে পারছেন না। আপনার উচিত হবে শতকরা অধ্যায়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বুঝে বুঝে করা। সাধারনত আপনি যখন শতকরার অধ্যায়টি বুঝে বুঝে করবেন তখন আপনার কাছে লাভ ক্ষতি অথবা সুদকষার অংক গুলো খুব একটা কঠিন বলে মনে হবে না।
যেকোনো একটা সংখ্যা দেওয়া থাকবে এবং সেই সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যার তুলনা করতে বলা হলে আপনাদেরকে সেই সংখ্যাগুলো উপর-নিচ করতে হবে এবং তাকে ১০০ দিয়ে গুণ করতে হবে। এভাবে অনেক শতকরার অংক গুলো সমাধান করা হয়ে থাকে। আপনারা যখন কোন শতকরার অংক বা গণিত সমস্যার সমাধান করতে চাইবেন তখন পাঠ্য বইয়ের শুরুতে যে ধরনের নিয়ম আলোচনা করা হয়ে থাকে সেগুলো ভালোমতো পড়বেন।
বিশেষ করে উদাহরণের গণিত গুলো দেখলে আপনারা ধারণা অর্জন করতে পারবেন যে কিভাবে শতকরার সূত্র ব্যবহার করে এগুলোর সমস্যার সমাধান করা হচ্ছে। এভাবে কয়েকটি অনুশীলন দেখলেই আপনাদের ভেতরে সম্মুখ ধারণা চলে আসবে এবং আপনারা যে কোন শতকরার সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। গণিত কোন মুখস্থের বিষয় নয় এবং এটি একটি যুক্তির বিষয়।
যেকোনো ধরনের গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথমে প্রত্যেকটি শব্দের অর্থ এবং প্রত্যেকটি যুক্তি যদি আপনারা আলাদা আলাদা ভাবে বুঝতে পারেন তাহলে সমাধান আপনাদের সামনেই উপস্থিত হয়ে যাবে। এছাড়া আপনারা যখন মনে করবেন সূত্র অথবা নিয়মসহ উদাহরণ পেলে সেখান থেকে অনুশীলন করা আপনাদের জন্য সুবিধা হবে তখন আমাদের ওয়েবসাইট থেকে এ ধরনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন।
শুধু আপনাদের জন্য শতকরা অধ্যায়ের ওপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটস এবং অনুশীলন সংক্রান্ত একটি পিডিএফ ফাইল প্রদান করা হলো। এই pdf ফাইল থেকে আপনারা যদি প্রত্যেকটি সমস্যার সমাধান দেখে নিতে পারেন তাহলে এখানের সমস্যাগুলোর সমাধান দেখে আপনাদের ভেতরে শতকরা অধ্যায় নিয়ে আর কোন ভীতি থাকবে না।
Leave a Reply