নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল ও MCQ (বহুনির্বাচনী) প্রশ্নের উত্তর

নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল ও MCQ (বহুনির্বাচনী) প্রশ্নের উত্তর

আমাদের শরীরের অভ্যন্তরে বিভিন্ন ধরনের জটিল স্নায়তন্ত্র রয়েছে যা অন্য অংশের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে চলতে পারে এবং এর জন্য আমরা সুন্দরভাবে বেঁচে আছি। একটা কারখানা পরিচালনা করার জন্য তার অভ্যন্তরীণ যে মেশিন রয়েছে তাতে সুন্দরভাবে যদি কোন ধরনের যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে সেটি সুন্দর ভাবে চলতে পারে এবং তা থেকে উৎপাদন খুব সুন্দর ভাবে হয়ে যায়। তেমনি মানব দেহের অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ঘটনা একটি অঙ্গের সঙ্গে অন্য একটি অঙ্গের সম্পর্ক স্থাপন করার মাধ্যমে মানবদেহে সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে আজকে জীববিজ্ঞান বিষয়ের সমন্বয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আপনারা যারা এই অধ্যায়টি পড়েছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটের নিচের দিকে এগিয়ে আপনাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিবেন।

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান দশম অধ্যায়ের নাম হল সমন্বয়। সাধারণত আমরা সমন্বয় বলতে বুঝি কোনো একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয় মিলিয়ে চলা কে। আমরা যখন কোন কিছু সময়ের সঙ্গে করে তখন সেই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়। মানবদেহের বিভিন্ন জটিল জটিল অঙ্গ একটি অঙ্গের সঙ্গে আরেকটি অঙ্গের সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন ধরনের ক্রিয়া অংশগ্রহণ করে বলে মানব জীবন সুস্থভাবে এবং সুন্দর ভাবে চলতে পারে। আমাদের দেহের অভ্যন্তরের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যদি সময়ের সঙ্গে না চলতো তাহলে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা যেত। আর এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলছে বলেই আমরা শরীরের অভ্যন্তরে বিভিন্ন বিষয় বা অস্বাভাবিকতা অত বুঝতে পারি না। তাই আপনারা সমন্বয় অধ্যায়টি পড়লেই বুঝতে পারবেন জীব দেহের কোন অঙ্গের সঙ্গে কোন অঙ্গ সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।

সমন্বয় অধ্যায়ের এক নম্বর সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়ার পাশাপাশি প্রশ্নের সঙ্গে উত্তর প্রদান করা হলো। আমাদের শরীরের ভেতরে যে বায়োলজিক্যাল ক্লক রয়েছে সেটি সম্পর্কে আপনারা সমন্বয় অধ্যায় জেনেছেন এবং এই উত্তরটি প্রদান করার পাশাপাশি আপনারা উদ্দীপক পড়লেই প্রয়োগমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন।
সৃজনশীল প্রশ্ন 1. অহনা বাবার সাথে কৃষি খামারে ঘুরতে যেয়ে বিভিন্ন ধরনের গাছ পর্যবেক্ষণ করে । সে দেখল , একটি করে আলো জ্বালিয়ে ছোট ছোট চারা গাছ রাখা আছে এবং ঘরটি বেশ ঠাণ্ডা । সে আরও দেখল , কিছু ফলদ গাছের ফুল ফুটছে না , কিছু গাছে ছোট অবস্থায় ফলগুলো ঝরে পড়ছে ।

ক . বায়োলজিক্যাল ক্লক কী ?
খ . ভার্নালাইজেশন বলতে কী বোঝায় ?
গ . উদ্দীপকে ফলদ গাছগুলোতে এরূপ সমস্যার কারণ ব্যাখ্যা কর ।
ঘ . অহনার দেখা গাছগুলো উক্ত পরিবেশে রাখার কারণ বিশ্লেষণ কর ।

সমন্বয় অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে একটি চিত্রের মাধ্যমে উদ্দীপক প্রদান করা আছে এবং এই উদ্দীপক দেখে আপনাদের বুঝতে হবে এবং প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। মানবদেহের উদ্দীপনা সৃষ্টিতে যে অঙ্গগুলো কাজ করে সেগুলো যদি আপনারা পড়ে নিতে পারেন তাহলেই এই প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন অনায়াসে। তাই আমাদের দেহের অভ্যন্তরের স্নায়তন্ত্র বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখে তা জানার জন্য এবং শরীরকে কার্যক্রম রাখার জন্য অবশ্যই আমরা সামান্য প্রতিবাদ করব।

ক . প্রতিবর্তী ক্রিয়া কী ?
খ . প্রাণরস কাকে বলে বুঝিয়ে লেখ ।
গ . মানবদেহে উদ্দীপনা তৈরিতে চিত্রে ‘ A ‘ চিহ্নিত অংশটির ভূমিকা ব্যাখ্যা কর ।
ঘ . চিত্রের কোষটির গঠনপ্রকৃতি একটি সাধারণ কোষ অপেক্ষা ভিন্নতর– যুক্তিসহ বিশ্লেষণ কর ।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*