
যেসকল শিক্ষার্থীরা নবম দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে তাদের জন্য আমাদের ওয়েবসাইটে অধ্যায়ভিত্তিক প্রশ্নের সমাধান প্রদান করা হচ্ছে। কমবেশি প্রত্যেকটি শিক্ষার্থী তাদের বইয়ের প্রত্যেকটি অধ্যায় মনোযোগ দিয়ে পড়ে এবং অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর প্র্যাকটিস করে। তাই কোন ধরনের ঝামেলা ছাড়া তারা যাতে এই সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস করতে পারে তার জন্য আমাদের ওয়েবসাইটে এই পোষ্টের মাধ্যমে জীববিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের অর্থাৎ গ্যাসীয় বিনিময় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান প্রদান করা হলো। আপনারা আমাদের ওয়েবসাইটের নিচে গেলে যে বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এই অধ্যায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
জীব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের নাম হল গ্যাসীয় বিনিময়। প্রত্যেকটি জীব দেহের বিভিন্ন ধরনের গ্যাসীয় আদান-প্রদান ঘটে। সাধারনত আমরা জানি যে প্রত্যেকটি জীবের দেহের অভ্যন্তরের শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে এবং এর মধ্যে গ্যাসীয় আদান-প্রদান একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে এই গ্যাসীয় বিনিময় উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে সম্পূর্ণ 19 এবং এক্ষেত্রে বিশেষ পার্থক্য রয়েছে। আপনারা যারা গ্যাসীয় বিনিময় অধ্যায়টি পাঠ করেছেন তারা ইতোমধ্যে বুঝতে পেরেছেন উদ্ভিদ ও মানব দেহের মধ্যে যে গ্যাসীয় বিক্রিয়া হয়ে থাকে সেটার মধ্যে দুস্তর পার্থক্য রয়েছে।
তাই এই গ্যাসীয় বিনিময় জানতে এবং ফুসফুসের গঠন ও কাজ বর্ণনা করার উদ্দেশ্যে আপনারা এই অধ্যায়টি পাঠ করবেন। তাছাড়া এই অধ্যায়টি পাঠ করলে আপনারা নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসটির প্রকৃতি নির্ণয় করার পাশাপাশি শ্বসনতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে পারবেন এবং নিজেরা এটি মেনে চলতে পারবেন। তাছাড়া এই অধ্যায়টি পাঠ করলে আপনারা শ্বসনতন্ত্রের বিভিন্ন ধরনের রোগ হলে তার লক্ষণ জানতে পারবেন এবং কারণ ও প্রতিরোধ করার নিয়ম জানতে পারবেন। তাই একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পাঠ করা জরুরি।
জীব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের গ্যাসীয় বিনিময় এর প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে প্রদান করা হলো এবং সেইসাথে আপনারা প্রশ্ন ও প্রশ্ন উত্তর একইসঙ্গে পেয়ে যাবেন। আপনাদের জন্য সৃজনশীল 1 নম্বর প্রশ্নে একটি চিত্রের মাধ্যমে উদ্বোধন হয়েছে এবং এই উদ্যোগের মাধ্যমে আপনারা আপনাদের পাঠ্যবইয়ের প্রত্যেকটি টপিক আলোচ্য বিষয় অনুসারে প্রশ্নের উত্তর প্রদান করবেন।
ক . রক্তের কোন কণিকা অক্সিজেন বহন করে ?
খ . ট্রাকিয়া বলতে কী বোঝায় ?
গ . চিত্রে P- এর সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর ।
ঘ . চিত্রে গ্যাস বিনিময়ের ক্ষেত্রে P ও একে অপরের উপর নির্ভরশীলতার বিষয়টি তোমার যুক্তির আলোকে বিশ্লেষণ কর ।
আপনারা যদি গ্যাসীয় বিনিময় অধ্যায়ের দু’নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর খুঁজে থাকেন তাহলে নিচে উদ্দীপক সহ উত্তর প্রদান করা হলো। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হলো:- রাশেদ ও জামিল জাহাজ ভাঙা শিল্পে কাজ করেন । কাশি ও বুকে ব্যথাসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভোগায় উভয়ে ডাক্তারের শরণাপন্ন হন । ডাক্তার বিভিন্ন পরীক্ষা – নিরীক্ষার পর নিশ্চিত হন যে রাশেদের শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে । অন্যদিকে জামিলের রোগটি শ্বসন অঙ্গ ছাড়াও অব্ব ও হাড়ে বিস্তার লাভ করেছে ।
ক . মধ্যচ্ছদা কী ?
খ . বহিঃশ্বসন বলতে কী বোঝায় ?
গ . রাশেদের দেহে রোগটি কীভাবে ছড়ায় ? ব্যাখ্যা কর ।
ঘ . রাশেদ ও জামিলের রোগ দুটির মধ্যে কোনটির নিরাময় তুলনামূলকভাবে সহজতর– কারণ বিশ্লেষণ কর ।
Leave a Reply