নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে রসায়ন বইয়ের এখন খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে যা এখান থেকে শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে। আপনি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে রসায়ন বইয়ের একাদশ অধ্যায়টির আপনাকে অবশ্যই পাঠ করতে হবে এবং এই অধ্যায়টি পাঠ করার মাধ্যমে আপনি জীবাশ্ম এবং অন্যান্য খনিজ সম্পদ সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। রসায়নের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জানানোর পাশাপাশি আপনারা যখন কোন রাসায়নিক সম্পদ অর্থাৎ জীবাশ্ম সম্পর্কে ধারণা অর্জন করতে চাইবেন তখন আপনাদেরকে অবশ্যই পাঠ্যবইয়ের একাদশ অধ্যায় পাঠ করতে হবে। তাই আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটের নিচের দিকে সকল সৃজনশীল প্রশ্নের উত্তর ক্রমানুসারে প্রশ্ন ও উত্তর প্রদান করা হলো।
একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম নামক অধ্যায় খনিজ সম্পদের ভূমিকা এবং এর মাধ্যমে আমাদের আশেপাশের পরিবেশের পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের জীবনে পেট্রোলিয়াম এর ব্যবহার সম্পর্কে জানতে এবং পেট্রোলিয়ামকে জৈব যৌগের উপাদান হিসেবে বিস্তারিত তথ্য জানার জন্য একাদশ অধ্যায় আমরা অনেক তথ্য পেয়ে যাব এবং একটি পাঠ করার পরে আমাদের উচিত হবে পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করার উদ্দেশ্যে সৃজনশীল প্রশ্নের সমাধান নিজের থেকে সমাধান করা। আর যদি কোন অংশে আপনার সমাধান করতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা তখনই আমাদের ওয়েবসাইট থেকে সৃজনশীল প্রশ্নের সকল উত্তর দেখে নিবেন এবং সেই অনুযায়ী বাড়িতে অনুশীলন করবেন। তাছাড়া কেউ যদি চান তাহলে এখান থেকে আপনারা গাইড বই ডাউনলোড করে নিয়ে অতিরিক্ত সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর প্র্যাকটিস করতে পারবেন।
একাদশ অধ্যায়ের প্রথম যে সৃজনশীল প্রশ্ন টি রয়েছে সেটি নিচে উদ্দীপক সহ উত্তর দেওয়া হল। সেই সাথে আপনারা প্রশ্নের নিচে গিয়ে উত্তর সংগ্রহ করে নিতে পারবেন এবং এখানকার উত্তর প্রদান করতে হলে আপনারা যদি বই পাঠ করে থাকেন তাহলে দেখতে পারবেন যে খুব সহজেই আপনার তা করতে পারছেন। কারণ প্রথম সৃজনশীল প্রশ্ন টি খুবই সহজ এবং নিচের উদ্দীপকটি প্রশ্ন দেওয়া হল। মাৰ্চ – জুন মাসে বাংলাদেশে সংরক্ষণের অভাবে প্রচুর পরিমাণে আলু নষ্ট হয় । আলু থেকে নিচের বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করা যায় । স্টার্চ 3 . এনজাইম ( ডায়াসটেজ ও ম্যাল্টেজ ) পানি X গ্লুকোেজ
( ক ) পেট্রোলিয়ামের প্রধান উপাদান কী ?
( খ ) অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন ? ব্যাখ্যা করো ।
( গ ) উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আলু থেকে মিথেন প্রস্তুতির বর্ণনা দাও ।
( ঘ ) অতিরিক্ত আলুকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা বিশ্লেষণ করো ।
দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া হল এবং এখানকার উদ্দীপক করে নেওয়ার পাশাপাশি আপনারা আগে সৃজনশীল প্রশ্ন পড়ে দেখবেন। তারপরে উত্তর প্রদান করার ক্ষেত্রে আপনারা আপনাদের পাঠ্যবই অথবা আমাদের এখানকার উত্তরের সহায়তা গ্রহণ করতে পারেন। পর্যায়ক্রমে একটি গ্যাসকে থেকে iii বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদার্থে পরিণত করা হয় । ( 1 ) 2CH₂ → HCECH + H2 ( ii ) HCCHHCI CH = CHCl ( iii ) – ( CH₂ – CHCI ) -n + NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এনজাইম ( জাইমেজ ) ইথানল পলিমারকরণ V nCH2 = CHC1
( ক ) হাইড্রোকার্বন কাকে বলে ?
( খ ) বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন ?
( গ ) || নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ? ব্যাখ্যা করো ।
( ঘ ) উদ্দীপকের প্রথম বিক্রিয়ক গ্যাসটির ব্যবহার বহুমুখীকরণের সম্ভাবনা বিশ্লেষণ করো ।
একাদশ অধ্যায় 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরে উত্তর প্রদান করার ক্ষেত্রে আপনাদের সোডিয়াম ইথানয়েট এর সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আপনারা সকল প্রশ্নের উত্তর নিজের থেকে সমাধান করতে পারবেন।
CH₂COONa সোডিয়াম ইথানয়েট
( ক ) অ্যারোমেটিক হাইড্রোকার্বন কী ?
( খ ) ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে ইথাইন তৈরি করা যায় ? বিক্রিয়াসহ লিখ ।
( গ ) উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করো ।
( ঘ ) x যৌগটি এসিড হবে কি ? বিশ্লেষণ করো ।
Leave a Reply