
আজকে আমাদের ওয়েবসাইটে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছে তাদের জন্য রসায়ন বইয়ের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে আপনাদের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করব। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইতোমধ্যে আমাদের ওয়েবসাইট থেকে নিয়মিতভাবে সকল অধ্যায়ের অনুশীলনির প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে তাদের পড়ালেখা তারা গতিশীল করতে পারছে। তাই যারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর এবং বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পেতে চেয়েছিল, তারা আমাদের ওয়েবসাইটের নিচের দিকে গেলে সেই উত্তর পেয়ে যাবে।
রসায়ন বইয়ের নবম অধ্যায়ের নাম হল এসিড ক্ষারক সমতা। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের দ্রব্য ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ধরনের দ্রব্য ব্যবহার করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাসিড আমাদের শরীরের জন্য অনেকাংশে বিভিন্ন উপকারী বস্তু হিসেবে কাজ করে। সাধারণত বলা যায় যে, দৈনন্দিন জীবনে আমরা যে লবণ খেয়ে থাকি বা লবণাক্ত জিনিস ব্যবহার করে থাকি তা আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত এবং তার কতটুকু আমাদের শরীরে সহনীয়তা জানতে হলে নবম অধ্যায়ের এসিড-ক্ষার সমতা অধ্যায়টি পাঠ করতে হবে। আমরা অনেক সময় না বুঝে এমন এসিড ব্যবহার করে থাকি যাতে ক্ষারের পরিমাণ বেশি থাকে এবং সেটি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। তাই বাস্তবিক জীবনে এসিড এবং ক্ষারকের সমতা আমাদের বুঝতে হবে এবং এর মাধ্যমে আমরা বাস্তবিক জীবনে আমাদের পাঠ্যবইয়ের জ্ঞানকে প্রতিফলিত করতে পারব।
এসিড ক্ষার সমতা অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্ন টিতে একটি চিত্র সম্বলিত উদ্দীপকের সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে। নিচে আপনাদের জন্য অর্থাৎ যারা নবম অধ্যায় পাঠ করেছেন তাদের জন্য সৃজনশীল 1 নম্বর প্রশ্নের উত্তর প্রদান করা হলো।
( ক ) NO , গ্যাসের বর্ণ কী ?
( খ ) চুনের পানির pH- এর মান 7 থেকে বেশি না কম হবে ? ব্যাখ্যা করো ।
( গ ) ‘ x ‘ গ্যাসটির জলীয় দ্রবণের একটি রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো ।
( ঘ ) HCl গ্যাসের মধ্যে ‘ X ‘ গ্যাস চালনা করলে কী ঘটবে ? সমীকরণসহ লেখো ।
এসিড ক্ষার ও অধ্যায়ের দু’নম্বর সৃজনশীল প্রশ্ন একটি লিখিত উদ্দীপক রয়েছে এবং লিখিত উদ্দীপক পাঠ করার পরে আপনাদের পাঠ্যবইয়ের জ্ঞানের আলোকে প্রশ্ন সমাধান করার চেষ্টা করবেন। অনেকে শুধু অনুশীলনের প্রশ্ন এবং তার উত্তর পেতে চাই বলে আমাদের ওয়েবসাইটে সেই সুবিধা দিয়ে প্রশ্নের উত্তর প্রদান করা হলো।
2. টেক্সটাইল মিল ও ডায়িং শিল্প , রং ও সালফিউরিক এসিডযুক্ত বর্জ্য সরাসরি নিকটস্থ জলাশয়ে ফেলছে । ফলে ঐ সকল জলাশয় জলজ প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে ।
( ক ) তেঁতুলে কোন এসিড থাকে ?
( খ ) উদ্দীপকের জলাশয়ে pH মান সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো ।
( গ ) টেক্সটাইল মিল ও ডায়িং শিল্পের দূষণ নিয়ন্ত্রণ প্লান্টে এসিড দূষণ নিয়ন্ত্রণে যৌক্তিক পরামর্শ দাও ।
( ঘ ) টেক্সাটাইল মিল ও ডায়িং শিল্পের আশপাশে এসিড বৃষ্টির সম্ভাবনা বিক্রিয়াসহ বিশ্লেষণ করো ।
আপনারা যারা নবম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সমাধান করার ক্ষেত্রে কিছু কিছু অংশে আটকে গেছেন বা সমাধান করতে পারছেন না তারা আমাদের ওয়েবসাইট থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নিন এবং তা থেকে আপনার পাঠ্যবইয়ের পড়ার সঙ্গে উত্তর মিলিয়ে নিন।
Leave a Reply