
আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা অনেকেই জানার খুব আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ আসলেই বাংলাদেশী ফুটবল ভক্তদের উন্মাদনা কয়েক গুণ বৃদ্ধি পায়। বাংলাদেশ এখনো বিশ্বকাপ ফুটবল খেলতে পারেনি। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান তলানির দিকে কিন্তু বাংলাদেশের ফুটবল ভক্তের সংখ্যা কোটি কোটি। বাংলাদেশে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ফুটবল নিয়ে কখনো মাতামাতি করেনি। যে মানুষ ফুটবল নিয়ে মাতামাতি করেনি তাকে রোবট বলা যায় মানুষ না বলে।
বাংলাদেশে আর্জেন্টিনা সাপোর্টার কত
বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে না খেললেও বাংলাদেশিরা সব ধরনের ফুটবলের খোঁজখবর সব সময় রাখেন। বাংলাদেশের অনেক ফুটবল সমর্থক সারা বছর ক্লাব ফুটবলের ম্যাচগুলো দেখেন। প্রিয় ফুটবলারের সবগুলো ম্যাচ না দেখলে যেন কোন কাজেই মন বসে না। বিশ্বকাপ আসলে সব বয়সের মানুষ নিজের শত ব্যস্ততার মাঝেও নিজ দলের খেলার খোঁজ খবর রাখেন। রাতে খেলা থাকলে ঘুম নষ্ট করে প্রিয় দলের খেলা দেখেন সারারাত জেগে। ফুটবলের প্রতি এমন ভালোবাসা বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে খুব একটা দেখা যায় না। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে না খেললেও এদেশের প্রতিটি ফুটবল সমর্থক হাজার হাজার মাইল দূরের দেশকে সমর্থন করেন বিশ্বকাপে।
বিশ্বকাপ আসলেই বাংলাদেশের ওলিতে গলিতে হাজার হাজার পতাকা উড়তে দেখা যায়। শহরাঞ্চলে প্রতিটি বিল্ডিং এর ছাদে নিজ দলের পতাকা টানিয়ে রাখেন সমর্থকরা। অনেকে আবার পাগলামি করে কয়েক কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা তৈরি করেন। কেউ কেউ প্রিয় দলের পতাকার রঙে রাঙিয়ে তোলেন বাড়ির দেয়াল।
বিশ্বকাপ খেলে না এমন দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা লক্ষ্য করা যায় বাংলাদেশিদের মধ্যে। একটা সময় বাংলাদেশের ফুটবলের ভরা যৌবন ছিল। তখন মানুষ দলে দলে আবাহনী ও মোহামেডানের খেলা দেখতে যেত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবস্থা ও তখন অনেক শক্তিশালী ছিল। দক্ষিণ এশিয়ার বড় একটি ফুটবল পরাশক্তি ছিল তখন বাংলাদেশ। ফুটবলে বাংলাদেশের সেই যৌবন এখন আর নেই। এখন বেশিরভাগ সময়েই ফিফা র্যাংকিং এর তলানিতে অবস্থান করতে হয়।
আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে বাংলাদেশ কোন টিমের সাপোর্টার সবচেয়ে বেশি। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের মানুষ সাধারণত দুইটি টিমকে বেশি সমর্থন দেয় বিশ্বকাপ আসলেই। এই দুইটি টিম হল একটি ব্রাজিল ও অপরটি আর্জেন্টিনা। বাংলাদেশীদের দেখলে বোঝার উপায় নেই ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়া পৃথিবীতে অন্য কোন ফুটবল দল আছে কিনা। ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়াও বাংলাদেশ অন্যান্য দলের সমর্থক রয়েছে অল্প পরিমাণে। জার্মানি, স্পেন ও পর্তুগালের কিছু সমর্থক রয়েছে বাংলাদেশে। এছাড়াও এশিয়ার কিছু কিছু দলকে বাংলাদেশিরা সমর্থন করে থাকে।
বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোন টিমের সাপোর্টার সবচেয়ে বেশি তার উত্তর হয়তো খুব সহজে পাওয়া যাবেনা। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গেলে হয়তো এই সংখ্যাটা একই রকম থাকে না। অর্থাৎ আজ থেকে ২০ বছর আগে আর্জেন্টিনার সাপোর্টারদের সংখ্যা যেমনটা ছিল এখন হয়তো তেমনটা নেই। হয় বেড়েছে নয়তো কমেছে। আজ থেকে ২০ বছর পরেও হয়তো আর্জেন্টাইন সাপোর্টারদের সংখ্যা একই রকম থাকবে না। তাই নির্দিষ্ট করে বলা মুশকিল বাংলাদেশের ব্রাজিলের সাপোর্টার বেশি নাকি আর্জেন্টিনার সাপোর্টার বেশি।
১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ পেয়েছিল আর্জেন্টিনা। সে বছর ম্যারাডোনা দারুণ খেলেছিলেন। ম্যারাডোনার খেলা দেখে মুগ্ধ হয়ে বেশিরভাগ মানুষ আর্জেন্টিনার সাপোর্ট করতে শুরু করেছিল। বলা যায় শুধুমাত্র ম্যারাডোনাকে ভালোবেসেই সবাই আর্জেন্টিনাকে সমর্থন করত।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের শৈল্পিক ফুটবল দিয়ে পৃথিবীর ফুটবল ভক্তদের মাতিয়ে রেখেছে এক শতাব্দী ধরে। সারা পৃথিবীতে ব্রাজিলের সমর্থক অসংখ্য রয়েছে। বাংলাদেশের মানুষ ও ব্রাজিলের এত সুন্দর খেলা দেখে সমর্থন না করে থাকতে পারেনি । ব্রাজিল বা আর্জেন্টিনা কোন দলের সমর্থক বেশি এই নিয়ে তর্কে যাবার কোন প্রয়োজন নেই। আমরা সবাই নীরবে নিজ নিজ পছন্দের দলকে সমর্থন জুগিয়ে যাব। আমাদের বিশ্বাস বাংলাদেশ ও একদিন বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নেবে। সে সময় হয়তো আমরা নিজ দেশের পতাকা উড়ছে ধরবো বিশ্বকাপের মঞ্চে।
Leave a Reply