
বর্তমান সময়ে মানুষ টিনের বাড়ির পরিবর্তে ইটের তৈরি পাকা বাড়ি করার প্রতি তাদের আগ্রহ প্রকাশ করছে। কারণ এই ধরনের ঘরগুলোতে আপনি যদি একবার খরচ করেন তাহলে পরবর্তীতে খুব একটা বেশি পরিমান খরচ করার দরকার পড়ে না। কিন্তু গ্রাম পর্যায়ের ঘরগুলোতে দেখা যায় যে মানুষ কম খরচের কারণে টিন দিয়ে ঘর তৈরি করেন। যদিও বাড়ির দেওয়ালের দিয়ে গেছে থাকেন তারপরও বাড়ীর চাল হিসেবে ছাদ না দিয়ে টিনের চালা ব্যবহার করে থাকেন।
আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু এলাকার মানুষ সম্পূর্ণ টিন দিয়ে তাদের বাড়ীর চাল এবং বাড়ির দেয়াল সৃষ্টি করার পাশাপাশি বাড়ির যে সীমানা রয়েছে তাও টিন দিয়ে ঘিরে রাখছেন। কিন্তু টিন তৈরীর যে উপাদান এই উপাদান সূর্যের তাপ বিকিরণ খুব সহজেই ধরে রাখে এবং এর মাধ্যমে আপনার বসতবাড়ি কে গরম ভাবে তৈরি করে রাখতে পারে। তাই আপনি যদি টিনের বাড়িতে বসবাস করেন এবং এই টিনের বাড়িতে বসবাস করার ফলে গরমের দিনে গরমে অতিষ্ঠ হয়ে যান তাহলে বলব যে আজকের এই পোস্টের মাধ্যমে বিশেষ কিছু নিয়ম জেনে নেওয়ার মাধ্যমে টিনের ঘর ঠান্ডা রাখার উপায় জেনে নিন।
এতে করে টিনের ঘরে আপনারা যখন বাড়িতে প্রবেশ করবেন তখন সেখানে মিলবে প্রশান্তির ছায়া এবং ঠাণ্ডা আবেশ। তাই যাদের এলাকার মানুষজন টিনের সবকিছু তৈরি করে থাকেন তারা এই পোস্ট অবশ্য একটু বার পড়ে দেখবেন এবং এর মাধ্যমে টিনের ঘর কিভাবে ঠান্ডা রাখতে হয় তার উপায় জেনে নিলে সেই পদ্ধতি প্রয়োগ করে বাড়ি ঠান্ডা করে রাখতে পারবেন। আমরা যখন আমাদের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বই পড়েছে তখন দেখেছে যে টিনের যে উপাদান গুলো রয়েছে সেগুলো সূর্যের তাপ ধরে রাখে এবং বাড়িকে রাতের বেলায় গরম করে রাখে।
শীতের ভেতরে টিনের ঘরের থাকা আরামদায়ক হলেও গরমের মধ্যে খুব কষ্টকর হয়ে যায়। সেই সময় বাচ্চারা এবং বিভিন্ন বয়সী ব্যক্তিরা টিনের গরমে অতিষ্ঠ হয়ে যায় এবং তারা একটু খুঁজে ফেরে তাদের প্রশান্তির ছায়া। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যদি টিনের তৈরি চারাবারি করেন তাহলে সেই ক্ষেত্রে আশেপাশে এমন ভাবে বৃক্ষরোপণ করুন যাতে সেই বৃক্ষের ছায়া পড়তে পারে রাতের বেলায়। এতে করে সেই বসতবাড়ি ঠান্ডা থাকবে। অনেকে দেখা যায় টিনের ঘর তৈরি করার কারণে আলাদা ভাবে জানালা তৈরি করেন না এবং এর মাধ্যমে দেখা যায় যে ঘর সবসময় গুমোট ভাবে থাকে।
এই ক্ষেত্রে আপনারা টিনের তৈরি ঘর তৈরি করলে আগে থেকেই জানালা কাটার ব্যবস্থা করবেন। পর্যাপ্ত পরিমাণে ঘরের জানালার ব্যবস্থা রাখলে দেখা যাবে যে সেই ঘরে আলো-বাতাস চলাচল করবে এবং সেই বাতাসের মাধ্যমে ঘর ঠান্ডা রাখা সম্ভব হবে। যদি রাতের বেলায় ঘরের জানালা খুলে রাখা নিরাপদ হয় তাহলে খুব সুন্দর ভাবে হাওয়া-বাতাস এখান থেকে খেলবে এবং আপনারা সেখান থেকে আরাম পাবেন। তাছাড়া ঘরে যে ফ্যান ব্যবহার করে থাকেন সেই ফ্যান এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে ঘরের পরিবেশ ঠান্ডা থাকে। সিলিং ফ্যান এর পরিবর্তে টিনের ঘরে আপনারা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন এবং টেবিল ফ্যানের ব্যবস্থা এমন ভাবে করবেন যাতে সেখান থেকে ঠান্ডা হাওয়া পাওয়া যায়।
Leave a Reply