মুসলিম ধর্মের অনুসারীদের কাছে শবে বরাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত। তাই আপনারা যদি শবেবরাতের মানে কি তা জানতে চান তাহলে অবশ্যই সেটার মানে জানিয়ে দেওয়ার পাশাপাশি এটা কেন পালন করা হয় অথবা এটা পালন করলে কি ধরনের ফজিলত পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করব। ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকেই সঠিক নিয়ম অনুসরণ করতে পারি অথবা বিশেষ ফজিলতপূর্ণ ইবাদত গুলো করতে পারি তাহলে সেটা আমাদের বাস্তবিক জীবনে এবং আখেরাতের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তাই একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আপনারা যখন এ বিষয়গুলো জানতে চাইবেন অথবা এ বিষয়গুলো সম্পর্কে অবগত হতে চাইবেন তখন অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে চাই। তাই আপনাদের জন্য নিচের দিকে শবে বরাতের মানে কি সে প্রসঙ্গে আলোচনা করা হলো।শবে বরাত পালন করার জন্য শাবান মাসের ১৪ অথবা ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে নির্বাচন করা হয়ে থাকে।
শবে বরাত শব্দটি ফার্সি শব্দ এবং আরবিতে এটার ব্যবহার নেই বললেই চলে। তাই যারা ধর্ম প্রাণ মুসলিম রয়েছেন তারা এই শবে বরাত পালন করার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান মাসের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। যারা মহান আল্লাহপাকের দেখানোর দিক নির্দেশিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ পাক বেশ কয়েকটি রাতকে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মর্যাদা দিয়ে আমাদের জন্য এবাদত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন।
তাই শবে বরাতের রাত হল তেমনি একটা বিশেষ রাত এবং এই বিশেষ রাতে যদি আমরা মহান আল্লাহ পাকের কাছে নফল ইবাদত করার মধ্য দিয়ে হাত তুলে নিজেদের মনের হালাল বাসনা গুলো পূর্ণ করার ইচ্ছা পোষণ করে থাকি তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়ার উপর নির্ভর করে সেগুলো প্রদান করবেন। দুনিয়ার জীবনে আমরা বিভিন্ন পাপের মধ্যে নিমজ্জিত অথবা চলতে ফিরতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পাপ হয়ে থাকলেও আমরা কখনো আল্লাহ পাকের কাছে
তওবা করিনা অথবা তাঁর কাছ থেকে আমরা ক্ষমা চাই না। তাই শবে বরাতের পরে যেহেতু মাহে রমজান মাস আসবে সেহেতু মাহে রমজানের সঠিকভাবে পালন করার জন্য আমাদেরকে আগে থেকে শারীরিক মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে মাহে রমজান মাসের প্রত্যেকটি তোমরা সুষ্ঠুভাবে মনোযোগ সহকারে করতে পারি।যেহেতু আপনারা শবে বরাত এর মানে জানতে এসেছেন সেহেতু বলবো যে সবে মনে হলো রাত এবং বরাত মানে হলো ভাগ্য। তাই শবে বরাত শব্দটির মানে হল সৌভাগ্যবান রাত।
অর্থাৎ শবে বরাতের মাধ্যমে আপনারা যদি নফল ইবাদত করতে পারেন তাহলে সেই ইবাদত আল্লাহপাকের কাছে অত্যন্ত পছন্দনীয় ইবাদত হিসেবে গণ্য হবে। যেহেতু গভীর রাতে মহান আল্লাহ পাক সপ্তম আসমানের নিচে নেমে আসেন এবং আমরা কি চাই সে বিষয়গুলো তিনি দেখে সেই বিষয়গুলো পূরণ করার চেষ্টা করেন সেহেতু আমরা যদি নফল ইবাদত এবং তাহাজ্জুদ ইবাদত করার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে কান্না করে আমাদের মনোবাসন গুলো পূরণ করার চেষ্টা করি তাহলে অবশ্যই তিনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আশা করি উপরের আলোচনার ভিত্তিতে আপনারা এ বিষয়টি বুঝতে পেরেছেন।
Leave a Reply