পিল বলতে সাধারণত আমরা বুঝি জন্ম নিয়ন্ত্রণ ঔষধ। অর্থাৎ জন্মনিয়ন্ত্রণের জন্য আমরা যে ওষুধ ব্যবহার করে থাকি সেটি হল পিল নামে পরিচিত। আর বিশেষ করে বিবাহিত মেয়েরাই এই জন্মনিয়ন্ত্রণ পিল খেয়ে থাকে। তবে এখন মেয়েদের বিশেষ কিছু কিছু সমস্যা রয়েছে যার জন্য ডাক্তাররা একটি অবিবাহিত মেয়ে কেউ পিল খেতে বলে। কারণ পিল শুধু জন্মনিয়ন্ত্রণের জন্যই নয় পিল হল একটি মেয়ের নিয়মিত মাসিক হওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিয়ের আগে পিল খেলে কি হয় সে সম্পর্কে।
চলুন আমাদের আর্টিকেল এর মাধ্যমে আমরা জেনে নিব বিয়ের আগে পিল খেলে কি হতে পারে সে সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো।
জরুরী গর্ভ নিরোধক পিল কি?
অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে অনেক জরুরী গর্ভনিরোধক পিল খেয়ে থাকেন। তবে এই পিল প্রতিনিয়ত খেলে হতে পারে অনেক রকমের সমস্যা। এপ্রিল গুলো সাধারণত মর্নিং আফটার বিল নামেই পরিচিত। অনেকেই তাই অরক্ষিত সম্পর্কের পর দিন সকাল পর্যন্ত অপেক্ষা করেন পিল খাওয়ার জন্য।
এ পিল যেভাবে গর্ভধারণ প্রতিরোধ করে-
অরক্ষিত শারীরিক সম্পর্কের ৭২ থেকে ১২০ ঘন্টার মধ্যে এ পিল খেতে হয়। এই পিল খেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জড়ায়ে তা আসতে দেরি হয়। এ সময়ের মধ্যে জরায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। ফলে ডিম্বাণুর শুক্রানুর সঙ্গে নিষিদ্ধ হতে পারে না। ফলে গর্ভধারণও হয় না। তবে অনেক ক্ষেত্রে এই পিল খাওয়ার পরও অনেক নারী গর্ভধারণ করে থাকে।
পিল খাওয়ার কিছু অসুবিধা
এপিল খাওয়ার জন্য কিছু অসুবিধাও রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এপিল খাওয়ার পর অরক্ষিত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তা কার্যকর হয় না। চর্ম ও যৌন রোগের সমস্যাও হতে পারে এ পিল খাওয়ার মাধ্যমে। এপ্রিল খেলে বমি বমি ভাবও হতে পারে। তবে অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। স্তনের তীব্র ব্যথা অনুভব হতে পারে। এছাড়াও স্তন গোটা এবং শক্ত হয়ে যেতে পারে। পিল খাওয়ার কারণে মাথাব্যথা হতে পারে। এছাড়াও পরবর্তী মাসিক অনিয়মিত হতে পারে। তাই যতটা সম্ভব আমাদের পিল খাওয়া থেকে বিরত থাকা ভালো।
বিয়ের আগে পিল খেলে কি হয়
এখন অধিকাংশ মেয়ের অনিয়মিত মাসিকের সমস্যাটি বেশি দেখা যায়। এর প্রধান কারণ হলো পিসিওএস। পিসি ও এস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ন সিনড্রোম। যার কারনে অনেক মেয়েদের অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগতে হয়। আপনারা গাইনোকলজিস্ট হিসেবে টিন এজার যারা রয়েছে বা যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে পিলের মাধ্যমে অনেক ট্রিটমেন্ট করে থাকেন।
অনেক সময় কিন্তু রোগী বা রোগী আত্মীয়-স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এ বিষয়টাকে খুব একটা স্বাভাবিকভাবে নিতে পারেন না এর একটি কারণ হলো সেই মেয়েগুলো হয় অবিবাহিত। আমাদের মধ্যে অনেকেই এখনো জানেন না যে অবিবাহিত মেয়েদেরও পিল খাওয়া যায় এবং পিল খাওয়ার মাধ্যমে মাসিক জনিত অনেক সমস্যার সমাধানও হতে পারে।
সবার মধ্যে একটি ভুল ধারণা রয়েছে সেটি হল তারা মনে করেন তিনি শুধু বিবাহিত মেয়েরাই খেতে পারে এটি অবিবাহিত মেয়েদের জন্য নয়। তবে এটি সম্পূর্ণই ভুল ধারণা। এক্ষেত্রে ডক্টর খন্দকার সে অনিলা তাসনিম সুমি বলেন দর্শকের উদ্দেশ্যে বলছি, এই পিল কিন্তু ওই ধরনের পিল না, যেটা তার জন্মবিরতিকরণে বা পরবর্তীতে তার বেবি না নেওয়ার বা না হওয়ার পেছনে একটা কারণ বহন করবে।
এটি এমন ধরনের পিল, যে পিল গুলো তার প্রতি মাসে নিয়মিত মাসিক চক্রটাকে রেগুলার করে নিয়ে আসে তারপরে যেটা কাজ করে সেটা হচ্ছে তার অতিরিক্ত হরমোন লেভেলটাকে কমিয়ে দেয়। তবে হ্যাঁ এটি কিন্তু কোন রোগীকেই দীর্ঘ মেয়াদী দেওয়া হয় না এটি শুধু তিন থেকে ছয় মাসের জন্যই দেয়া হয়।
Leave a Reply