গর্ভাবস্থা হচ্ছে প্রত্যেকটি নারীর জন্য একটি অন্যরকম শান্তির অনুভূতি। এসময়ে বেশিরভাগ নারীরাই অনেক রকমের দুর্বলতা এবং অসস্থিতে ভোগে কিন্তু এরপরেও মনে আলাদা রকমের একটি শান্তি অনুভব করে এটি ভেবে যে সে গর্ভবতী।
এই সময়টিতে নারীদের অনেক সচেতন হতে হয় এবং সাবধানে থাকতে হয়। গর্ভাবস্থায় কোনরকমের ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত নয়। প্রত্যেকটা ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এই সামান্য ঔষধ গুলোই ক্ষতি করে দিতে পারে একটি গর্ভবতী নারীর গর্ভের সন্তানকে। ঠিক তেমনি একটি ঔষধ হচ্ছে নরমেনস। আপনারা অনেকেই জানতে চেয়েছেন গর্ভাবস্থায় নরমেনস খেলে কি হয় সেই সম্পর্কে।
আমরা হয়তো অনেকেই জানি যে নর্মেন্স হল মাসিক রেগুলার হওয়ার একটি পিল। সাধারণত যে সব নারীদের অনিয়মিত মাসিক রয়েছে তাদের জন্য চিকিৎসকরা নরমেনস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরম্যান্স খেলে মাসিক অনিয়মিত থেকে নিয়মিত হতে পারে। চলুন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় গার্মেন্টস খেলে কি হতে পারে সে সম্পর্কে।
নরমেনস খাওয়ার নিয়ম
ডিসপাংশনাল ইউটেরিন ব্লিডিং: যাদের এই সমস্যাটি রয়েছে তাদের জন্য একটি ম্যানুয়াল ট্যাবলেট দিনে তিনবার করে ১০ দিন খেতে হবে। চিকিৎসা অবশ্যই দশ দিন পূর্ণ করতে হবে। আপনি যদি ২-৩ দিন খেয়ে আবার বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। তাই প্রত্যেকটি চিকিৎসায় ডাক্তারেরা যে ওষুধগুলো দিয়ে থাকেন এবং যে সময়টি দিয়ে থাকেন সে সময় অনুযায়ী সকলে ঔষধ গুলো সেবন করা অত্যন্ত প্রয়োজন।
মাসিকের সময় নির্ধারণ: মাসিকের সময় মেনোরাল এর মাধ্যমে নির্ধারণ করা যায়। একটি করে মিনারেল ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে। আপনার কাঙ্খিত মাসিক শুরু হওয়ার ঠিক তিন দিন আগে থেকে আপনাকে মিনারেল খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ ১০ থেকে ১৪ দিন পর্যন্ত এই ট্যাবলেট খেতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেকোনোভাবে ১০ থেকে ১৫ দিন এর বেশি এই ট্যাবলেট খাওয়া যাবে না। এই ট্যাবলেট খাওয়া বাদ দেওয়ার দুই থেকে তিন দিনের ভিতরে আপনার মাসিকের রক্তপাত শুরু হবে।
এন্ডোমেট্রাইসিস: স্বাভাবিক রক্তচক্রের প্রথম থেকে পঞ্চম দিনের ভেতর চিকিৎসা শুরু করতে হবে। মাসিকের শুরু প্রথমদিকে একটি ম্যানুয়াল ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে যা পরবর্তীতে দুইটি করে ট্যাবলেট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। এই চিকিৎসা চলাকালীন ৪ থেকে ৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালী সময়ে মাসিক এবং অভলেসন হবে না। তবে হ্যাঁ কোনোভাবেই মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না।
গর্ভাবস্থায় নরমেনস এর ব্যবহার
নরমেনস যেহেতু মাসিক নিয়মিত করার একটি ঔষধ তাই অবশ্যই গর্ভাবস্থায় নরমেনস এড়িয়ে চলায় উচিত। একটি গর্ভবতী মহিলার যদি নরমেনস খেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই গর্ভবতী মহিলার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। নরমেন্স ট্যাবলেট একটি গর্ভবতী মায়ের জন্য খুব ঝোঁকে পূর্ণ। এছাড়াও নরমেনস খাওয়ার কারণে সে গর্ভবতী মহিলার ব্লিডিং এর সাথে সাথে গর্ভের সন্তানের মৃত্যু ঝুঁকেও রয়েছে। তাই অবশ্যই আমরা গর্ব অবস্থায় নরমেনস এড়িয়ে চলব।
নরমেন্স ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া কোনভাবেই উচিত না। আপনি যদি চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে নরমেনস ঔষধ খেয়ে থাকেন আপনার মাসিক নিয়মিত করার জন্য তাহলেও কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ কোন ওষুধে প্রয়োজনের বেশি সেবন করা উচিত না। এছাড়াও নরমেনস ট্যাবলেট এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। গর্ভকালীন সময়ে, দুগ্ধ দানকালীন সময়ে, থ্রম্ব আম্বলিগ সময়ে, ডায়াবেটিক, এবং যকৃতের অকার্যকারিতা অথবা চাকরিতে পর্ববর্তী কোন রোগে নরমেলস ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকতে হবে।
আশা করি আপনারা যারা আমাদের আর্টিকেলটি সম্পন্ন করেছেন তারা জেনে নিতে পেরেছেন গর্ব অবস্থায় নরমেনস খেলে কি হয় সেই সম্পর্কে যাবতীয় সকল তথ্য।
Leave a Reply