ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম তাই এতে বিশ্ব জগতে সৃষ্টি ধ্বংস ইহকালের সব প্রয়োজনীয় বিষয় মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন সবকিছুই সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে। এ কারণে মানব জীবনের এমন কোন কিছু দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি। আর এই কারণেই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয়ে থাকে। আর ইসলাম হলো আরবি শব্দ ইসলামের আভিধানিক অর্থ হলো আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইত্যাদি।
ব্যবহারিক অর্থে আল্লাহ তা’আলা ও রাসুল এর আনুগত্য করাকেই ইসলাম বলা হয়। শরীয়তের পরিভাষায় ও আল্লাহতালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বিনা বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর দেখানো পথ অনুসারে জীবন যাপন করাকেই ইসলাম বলা হয়ে থাকে।
তাই বলা যায় যে ইসলাম হলো আল্লাহতালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অর্থাৎ মানব জীবনের সকল বিষয় এবং সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এই ইসলাম ধর্মের মধ্যে দেওয়া হয়েছে। এ কারণে আল্লাহ তাআলা বলেন যে, “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের ওপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। (
“সূরা আল মায়িদা আয়াত ৩) অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মে যথাযথ দিকনির্দেশনা ইসলামে রয়েছে। সেটি ব্যক্তিগত হোক বা সার্বজনীন সকল বিষয়েই এখানে কথা বলা হয়েছে বা দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক সকল বিষয় ইসলামের যথাযথ ভাবে বর্ণনা করা হয়েছে।
এমনকি আমাদের মৃত্যুর পর পরবর্তী জীবনে কি হবে সে বিষয়েও ইসলামে আলোকপাত করা হয়েছে। সুতরাং সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলাম এর বিকল্প নেই। আর এই ইসলামের প্রথম বিষয়টি হলো আকাইদ। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন রূপে ব্যবহার করা হয়ে থাকে।
আকাইদ অর্থ হলো বিশ্বাস মালা। তাহলে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস কেই আসলে আকাশ বলা হয়। ইসলাম আল্লাহতালার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হিসেবে মানুষের কাছে এসেছে। এর দুটি দিক রয়েছে একটা হচ্ছে বিশ্বাস যতদিন আরেকটি আচরণগত বা প্রায়োবিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ।
অর্থাৎ ইসলামের যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। অর্থাৎ আল্লাহ তা’আলা নবী রাসূল ফেরেশতা আসমানী কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত আর এই সকল গুলি আপনাকে অবশ্যই কোন প্রশ্ন না রেখে বিশ্বাস করতে হবে। যাকে বলা হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করা। এ বিষয়গুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হয়েছে। এ কারণে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। মুসলিম হতে হলে সবাইকে এ বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে।
এর কোন বিকল্প নেই। এরপর রয়েছে নামাজ রোজা হজ্ব যাকাত ইত্যাদি প্রায়োগীক দিক তথা ইবাদত পালন করতে হয়। ইসলাম ধর্ম পালন করতে হলে অবশ্যই এই দিকগুলো আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে। আপনার এই বিষয়গুলো অবশ্যই প্রয়োগ করতে হবে। বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। আর এজন্যই ইসলাম সম্পর্কে আলোচনা শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করতে হয় এবং আকাইদের ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হয়।
আকাইদেন বিষয়গুলি না জানলে অবশ্য ইসলাম ধর্ম সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন না। আপনারা যারা আজকে আকাইদ শব্দের অর্থ দেখতে এসেছেন আমাদের এই পোস্টে অবশ্যই তা পেয়ে যাবেন। তবে ইসলাম ধর্ম সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। কারণ ইসলাম ধর্ম সম্পর্কিত সকল বিষয় আমরা আমাদের ওয়েবসাইটে অত্যন্ত সুন্দরভাবে সঠিকভাবে প্রকাশ করা হয়েছে।
Leave a Reply