বাংলা শব্দের অর্থ কি

বাংলা শব্দের অর্থ কি

বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এবং এই মাতৃভাষার কারণে আমরা বাংলা ভাষাকে অনেক ক্ষেত্রেই অবজ্ঞা করে থাকি। যদি কেউ বাংলা ভাষা নিয়ে পড়ে থাকে তাহলে অনেকেই অপেক্ষার সুরে বলে থাকে বাংলা এটা আবার পড়া লাগে নাকি। এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে যারা বাংলা ভাষাকে তেমন গুরুত্ব দিতে চায়না। কিন্তু বাংলা ভাষার মতো এত সুন্দর বা সৌন্দর্যপূর্ণ ভাষা পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। পৃথিবীর একমাত্র ভাষা যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন বাংলার আপামর জনসাধারণ।

পৃথিবীর সকল দেশের কাছেই বাংলা ভাষার অবশ্যই একটি গুরুত্ব রয়েছে। শুধুমাত্র আমাদের বাংলা ভাষাভাষী লোকের কাছে ছাড়া। তবে সকলের একই রকম মন্তব্য তা নয়। অনেকেই বাংলা ভাষা অবশ্যই অতি প্রিয় এবং শুদ্ধভাবে সবসময় বাংলা ভাষা বলার চেষ্টা করে থাকেন। সকলেই আপাতদৃষ্টিতে মনে করেন যে বাংলা ভাষা অনেক সহজ কিন্তু আসলে বাংলা ভাষার অনেক বিষয়গুলি রয়েছে যেগুলি অত্যন্ত সৌন্দর্য।

কিন্তু ভাষার এই সৌন্দর্য ঠিক থাকে যখন আমরা বাংলা বিভিন্ন শব্দের প্রকৃত অর্থ বুঝে থাকি বা এই বাংলা ভাষা প্রতিটি শব্দকে আমরা সঠিকভাবে উচ্চারণ করি। তখন এই ভাষা অবশ্যই স্বকীয়তা বজায় থাকে। এই কারণে বাংলা ভাষাকে আমরা সবাই আপাতদৃষ্টিতে সহজ বললেও আসলে ভাষা অর্থাৎ আমাদের বাংলা ভাষা তাচ্ছিল্য সহিত উচ্চারণ করাটা যায় কিন্তু সুন্দরভাবে উচ্চারণ করে বলতে পারে কয়জন।

আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে ব্যক্তি বাংলা ভাষাকে অত্যন্ত সুন্দরভাবে উচ্চারণ করে কথা বলে সেই লোকের পাশেই মানুষটির কথা শুনতে অবশ্যই সকলেরই ভালো লাগে। এজন্য বাংলা ভাষাকে আমরা কখনোই তাচ্ছিল্যের সহিত উচ্চারণ না করে যদি একটু মনের মাধুরী মিশিয়ে বা সঠিক উচ্চারণ করে ভাষাটি একে অপরের সঙ্গে বিনিময় করি তাহলে দেখবেন অবশ্যই এ ভাষার একটি মহান সৌন্দর্য আছে বলেই মনে করা হয়।

আজকে আমাদের এখানে যারা এসেছেন বাংলা শব্দের অর্থ জানার জন্য তারা অবশ্যই বাংলা শব্দের অর্থ জানে বা না জেনে আমাদের এখানে জানতে এসেছেন তারা অবশ্যই জানতে পারবেন। কারণ বাংলা ভাষার বিভিন্ন ছোট ছোট শব্দের অর্থ গুলি যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে অবশ্যই ভাষার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।

তাহলে আমরা ছোট ছোট দুর্বুদ্ধ এবং সহজ কিছু শব্দ রয়েছে যে সকল শব্দের অর্থ আমরা জানি না এখন আমরা এখান থেকে সেই শব্দ গুলির অর্থ জেনে নেওয়ার চেষ্টা করছি। যদি সকল শব্দের অর্থ জানি তাহলে আমাদের সকলের কাছে অবশ্যই এই প্রিয় মাতৃভাষা বা বাংলা ভাষার প্রতিটি সপ্তই ভালো লাগবে। তাহলে চলুন আমরা আস্তে আস্তে কিছু কিছু বাংলা ভাষার শব্দগুলি এখন দেখে নিতে পারি। তাহলে আসুন দেখা যাক কিছু বাংলা শব্দের অর্থ।

আওয়াজ, ধ্বনি 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোষ , কোষ বি. অভিধান, শব্দাভিধান। তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। ☐ বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃

বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃

হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*