ভগবান শব্দের অর্থ কি

ভগবান শব্দের অর্থ কি

ভগবান শব্দটি সনাতন ধর্মের লোকেরা বা সনাতন ধর্মালম্বী ব্যক্তি বর্গ তাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে ভগবান নামে ডেকে থাকেন। এজন্য বলা হয় ভগবান হলো ঈশ্বরের সমার্থক শব্দ বা সৃষ্টিকর্তার সমর্থক শব্দ। তবে আজকে আমরা এই ভগবান শব্দের অর্থ কি সেটি জানার চেষ্টা করব। আপনারা যারা আজকে আমাদের এই পোস্টটিতে এসেছেন ভগবান শব্দের অর্থ জানার জন্য তারা অবশ্যই ঠিক কাজটি করেছেন।

আজকে আমরা আপনাদেরকে অবশ্যই এই ভগবান শব্দের অর্থ জানানোর চেষ্টা করব। এছাড়াও আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্য উপন্যাস কবিতায় ভগবান শব্দটি বহুবার ব্যবহৃত হয়েছে। তাই ভগবান শব্দটির অর্থ কি হতে পারে সে সম্পর্কে আমাদের অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। এবং আপনারা যারা আমাদের এখানে অর্থাৎ এই পোস্টটিতে ভগবান শব্দটির অর্থ জানার জন্য এসেছেন আমরা আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব আজকে এই ভগবান শব্দের অর্থ জানানোর জন্য।

তবে আপনাদের আরো যদি কোন শব্দের অর্থ জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। কারন আমরা আমাদের ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের শব্দের অর্থ প্রকাশ করে থাকি। কারন আমরা জানি যে জীবনে চলার পথে বা বিভিন্ন ভাষা বোঝার জন্য বিভিন্ন শব্দ আমাদের লিখতে হয় বলতে হয়।

আমাদের লেখাপড়া এই শব্দগুলি প্রত্যেকটি সম্পর্কে আমরা হয়তো অবগত নেই। তারপরেও আমরা সেই ধরনের শব্দ সবসময় বলে থাকি। কিন্তু যে শব্দের অর্থ আমরা সব সময় বলে থাকি কিন্তু শব্দের অর্থ আমরা বুঝি না এটি আমাদের জন্য অবশ্যই কাম্য নয়।

কারণ সকল শব্দের অর্থই আমাদের জানার প্রয়োজন রয়েছে। আর বিভিন্ন শব্দের অর্থ জানার জন্য আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয় অথবা জানার চেষ্টা করতে হয়। মানুষ যদি কোন জিনিস বা কোন শব্দ বা কোন কিছু জানার চেষ্টা করে থাকে তাহলে অবশ্যই তিনি তা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। কিন্তু জানার চেষ্টা না করলে কখনোই তিনি তা সেটা জানতে পারবেন না।

তাই আমাদের বিভিন্ন সমাজে চলাফেরা করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওঠাবসা করতে হয়। এই কারণে আমাদের সকল শব্দের অর্থ বা যেগুলি সম্ভব সেই শব্দগুলির অর্থ আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি বিষয় বলেই মনে করা হয়। তারই প্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই পোস্ট থেকে ভগবান শব্দের অর্থ আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

তাহলে চলুন দেখি ভগবান শব্দের অর্থ শুধু ঈশ্বরের সমার্থক হিসেবেই ব্যবহার করা হয় না অন্য কোন কারনেও ভগবান শব্দটি ব্যবহৃত হয় সকল বিষয় সম্পর্কে আমরা এখন অবগত হওয়ার চেষ্টা করি। সাধারণত আমরা জানি সৃষ্টিকর্তার সমার্থক শব্দ বা হিন্দু ধর্মালম্বী মানুষদের ঈশ্বরকে ডাকা একটি নাম হল ভগবান। ভক্ত তার ঈশ্বরকে ভগবান নামে ডেকে থাকেন। এবং ভগবান হলো শাঁখার উপাসকদের সৃষ্টিকর্তা।

নিরাকাররা ঈশ্বরকে ব্রহ্ম নামে জেনে থাকেন। আমরা দেখেছি যে, ভগবান, ভগবত বিশেষণের একবচন, আক্ষরিক অর্থ”ভাগ্যবান, ধন্য”এবং বিশেষ্য ভগ, যার অর্থ “ভাগ্য, সম্পদ, ধনী”। অতএব ভগবান শব্দের অর্থ প্রসিদ্ধ, ঐশ্বরিক, পূজনীয়, পবিত্র ইত্যাদি। কিন্তু বিষ্ণু পুরাণ ভগবানকে নিম্নরূপে সংজ্ঞায়িত করেছে,
उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् |

ভক্তি দর্শন সাহিত্যে ভগবান শব্দটি সাধারণত যেকোনো আরাধ্য দেবতার জন্য ব্যবহৃত হয়। নির্দিষ্ট দেবতা প্রায়শী ভক্তের এক ও একমাত্র ভগবান। তবে হিন্দু ধর্মালম্বীদের কাছে ভগবান শব্দটি ঈশ্বরের বিমুর্ত লিঙ্গহীন ধারণা। এছাড়া বৌদ্ধ ধর্মের মালিক ও সংস্কৃতি শাস্ত্রে শব্দটি গৌতম বুদ্ধকে বোঝাতেও ব্যবহার করা হয়।

ভগবান (সংস্কৃত: भगवान्) ভারতীয় ধর্মের মধ্যে উপাধি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য কে ভগ বলে। ঈশ্বরকে যখন এই ছয়টি গুনের অধীশ্বর রূপে আরাধনা করা হয় তখন তাকে ভগবান বলা হয়। হিন্দুধর্মে এটি দেবতা বা অবতারকে বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে বৈষ্ণবধর্মে কৃষ্ণের (বিষ্ণুর অবতার) জন্য এবং শৈবধর্মে শিবের জন্য। তাই আমরা দেখতে পাই বিভিন্ন ধর্মেই ভগবানকে ঈশ্বর রূপে আরাধনা করা হয় অর্থাৎ ঈশ্বরের সমার্থক শব্দরূপে ভগবান শব্দটি ব্যবহার হয়ে আসে।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*