গুগল এর জনক কে

গুগল এর জনক কে

গুগল একটি সার্চ ইঞ্জিন। এ ধরনের আরো অনেক র্সাচ ইঞ্জিন রয়েছে সেগুলোর নাম হিসেবে বলা যেতে পারে পিপীলিকা,Yhoo, bing. তবে বিভিন্ন র্সাচ ইঞ্জিন থাকলেও এই গুগলের ধারে কাছেও সেইসব সার্চ ইঞ্জিন গুলি নেই। কারণ আমরা সাধারণ মানুষ বা জনগণ সার্চ ইঞ্জিন হিসেবে google কেই বুঝে থাকি। google আমাদের মাঝে এতটাই জনপ্রিয় হয়েছে যে গুগলের নাম শুনে নাই বা গুগল সম্পর্কে জানা নাই এমন কোন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাহলে প্রথমে আমরা দেখি এই গুগল কিভাবে কাজ করে। কোন কিছু জানতে চাইলেই যদি কেউ অন্য কারোর কাছে জিজ্ঞাসা করার পরিবর্তে এখন গুগলকেই বেশি জিজ্ঞাসা করে।

গুগল অনুসন্ধান করে দেয় তার উত্তরটি। গুগল অন্তর্জাল ব্যবহার করে সঠিক উত্তরটি খুঁজে বের করে দেয় আমাদেরকে। এই বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলি কিভাবে কাজ করে সেটি আমাদের এখন দেখে নিতে পারি। এই সার্চ ইঞ্জিন গুলি একটি সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যার সিস্টেমটি World Wide Web (WWW)-এর যেকোনো তথ্য খুঁজে বের করে দেয় আমাদেরকে। যদি google এ যেয়ে আমরা কোন ঠিকানা লিখে দেই google সেটা খুঁজে বের করে দেয়।

তবে কখনো কখনো যদি আমরা এই ঠিকানা লিখতে ভুল করলেও গুগল তা ঠিকঠাক লিখে তার কাছাকাছি যে উত্তরগুলি হতে পারে সেই ধরনের তথ্য গুলি আমাদের সামনে উপস্থাপন করে অর্থাৎ দেখা যায় যে google আমাদের মনের কথা বুঝে নিয়ে উত্তরগুলি বের করে দেয়। এক কথায় বলতে গেলে গুগল আমাদের মনের কথা বুঝতে পারে। গুগল আমাদের দেওয়া প্রশ্নটি নিয়ে খুব অল্প সময়ের মধ্যেই উত্তরগুলি খুঁজে বের করে দেয়। গুগলের নেওয়ার সময় কি এক মিনিটের ও কম হতে পারে অথবা ১,২ সেকেন্ডের মধ্যেই গুগল সার্চ করে বা অনুসন্ধান করে প্রয়োজনীয় উত্তরটি আমাদের সামনে হাজির করে। গুগল সহ প্রত্যেকটি সার্চ মেশিনের বিশাল বিশাল হার্ডডিস্ক রয়েছে। এই হার্ডডিস্কের সমন্বয়ে তৈরি করা সার্ভার রয়েছে তাদের।

এই সার্ভারের মধ্যে হার্ডডিক্সে তাদের তৈরি করা সকল তথ্য গুলি মজুত রয়েছে। এই মজুদকৃত তথ্য গুলির মধ্যে থেকে google আমার চাহিদা মত বা আপনাদের চাহিদা মত সেই তথ্যগুলি খুঁজে বের করে দেয় আমাদের সামনে। আমরা যদি গুগোলে কোন তথ্য সার্চ করি তাহলে গুগল আমাকে বা আমাদেরকে ফলাফল দেখায় কিন্তু সেজন্য google কে নিজে আগে ফলাফল বের করতে হয়। আর এই কাজটি করার জন্য গুগল সহ সকল সার্চ ইঞ্জিনের নিজস্ব রোবট আছে।

এই রোবট গুলোই তাদের তথ্যগুলি খুঁজে বের করে দেয়।আপনারা যারা আমাদের ওয়েবসাইটটি এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে বর্তমান সময়-সাময়িক বিষয় সহ শিক্ষা, চিকিৎসা, দর্শনশাস্ত্র ,জীববিজ্ঞান, পদার্থ, ব্যবস্থাপনা, মার্কেটিং ইত্যাদি সকল বিষয়ের যে কোন তথ্য সকল তথ্য আমরা প্রকাশ করে থাকি।

তাই আপনার প্রয়োজনীয় যে কোন তথ্য আমাদের এই ওয়েবসাইট থেকে পেতে পারবেন বলে আমরা আশা রাখি। আমাদের ওয়েবসাইটের প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নেওয়া যায়। প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা কোন টাকা পয়সার খরচ হবে না। সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে অত্যন্ত সাশ্রয়ী ভাবেই আপনারা আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন। তাই আপনারা আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করুন এবং আপনার প্রয়োজনীয় যে কোন প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেন।

যদি কোন প্রশ্নের উত্তর আপনাদের ডাউনলোড করে নিতে হয় তাহলে আমাদের ওয়েবসাইটে এসে ডাউনলোড অপশনে গিয়ে সেখানে দেখানো প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনে প্রশ্নের উত্তরটি অথবা তথ্য টি ডাউনলোড করে নিতে পারবেন অন্যান্য কোন ঝামেলা ছাড়াই। তাহলে চলুন দেখি গুগলের জনক কে
গুগলের জনক সার্জেই বিন।
সার্জেই বিন কে গুগলের জনক হিসেবে ধরা হয়।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*