অনিশ্চয়তা নীতির জনক কে

অনিশ্চয়তা নীতির জনক কে

আমরা সবাই নিউটনের ভরবেগের সূত্র জানি। আবার আইনস্টাইনের সূত্র জানি। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির নামও শুনে থাকবো নিশ্চয়ই। এই পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গ ১৯২৭ সালে উল্লেখ করেন যে কোন কণার অবস্থান এবং ভরবেগ একইসাথে নির্ভুল এটি নির্ণয় করা সম্ভব নয়।কারণ এটিকে যতটা নিখুঁতভাবে করা হবে কোনাটি ততটাই অনিশ্চয়তার দিকে যাবে। এই কণাগুলো আমাদের কাছে অত্যন্ত সহজ মনে হলেও আপাত দৃষ্টিতে এটি বুঝাতে অনেক জটিলতা বোধ হয়। অথবা কেন এমনটা হয়, সেটা জানা থাকেনা । কোন উদাহরণ না টেনে প্রকৃত বিষয়টি তুলে ধরা যায় এভাবে পদার্থের কোন একটি কণা যে কোন মুহূর্তে যে কোথায় আছে তা জানার জন্য আমাদের কনাটির ওপর আলো ফেলতে হবে।

কিন্তু আলো ফেললে কণার গতিবেগ বেড়ে যায়। ফলে কি পরিমান আলো ফেলতে হবে সেটা আমাদের অবশ্যই নির্দিষ্ট ভাবে জানতে হবে। ইচ্ছেমতো আলো ফেললে অবশ্যই এই কণার ভরবেগ নির্ণয় করা যাবে না। হঠাৎ আমরা এটা বলতে পারি যে কোন শপিংমলে ইচ্ছেমতো আটা চিনি ময়দা কিনা হয় না অর্থাৎ এখানে যে পরিমাণ ওজনের প্যাকেট থাকে সেই পরিমাণের আমাদেরকে কিনতে হবে হয় এক কেজি নইলে আধা কেজি যেমনভাবে প্যাকেট থাকে ঠিক সেই ওজনের কিনতে হবে। তাই এই কণার ওপর ইচ্ছেমতো আলো ফেললেই হবে না অন্ততপক্ষে এক কোয়ান্টাম আলো ফেলতে হবে কণার ভর বেগ নির্ণয় করার জন্য। কোয়ান্টাম পরিমাণ আলো ফেললে কণাটি ঠিকভাবে পরিমাপ করা যাবে।

আবার বস্তুর উপর আলো না ফেললে সে বস্তুটির গতিপথ পাল্টে যায় না তাই তার ভরবে গ সুষ্ঠুভাবে পরিমাপ করা যায় কিন্তু তাতে আবার কণাটি কোথায় সেটা দেখা যাবে না। এতে করে আমরা কণাটির ভরবেগের পরিমাপ ঠিকমতো করতে পারবো না।ল্যাপ্লাসের লক্ষ ছিল, যেকোন একটি তাতক্ষনিক সময়ে মহাবিশ্বের কণাদের অবস্থান এবং ভরবেগ জানা । কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে তার এই ইচ্ছের পতন ঘটেছিল । তাহলে আমাদের দেখাতে হবে এই অনিশ্চয়তা নীতির জনক কে অনিশ্চয়তা নীতির জনক জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ। কারণ তিনি এই মৌলিক নীতিটির আবিষ্কারক। তাহলে আমরা অনিচ্ছা নীতির কি অনিশ্চয়তার নীতির জনক কে দেখা হল।

আমরা আমাদের ওয়েবসাইটে আপনার বা আপনাদের দৈনন্দিন জীবনে পথ চলায় যে ধরনের সমস্যার সম্মুখীন হন অথবা যে ধরনের তথ্য প্রয়োজন হয় এ ধরনের সকল তথ্যই আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি।

তাই আপনার প্রয়োজনীয় তথ্যটি খোঁজ করতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি বারবার ভিজিট করবেন। তাই আপনারা যারা আমাদের ওয়েবসাইটটি এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। কারণ আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য সকল প্রশ্নের উত্তর দেওয়া থাকে। আপনারা যে ধরনের প্রশ্নের উত্তর খোঁজেন না কেন আমাদের ওয়েবসাইটে এসে অবশ্যই পেয়ে যাবেন, আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি। তাই আপনার মনে যে কোন প্রশ্নের উদয় হলে আমাদের ওয়েবসাইট থেকে এসে অবশ্যই পাবেন আপনার প্রশ্নের উত্তরটি।

আবার যেহেতু শিক্ষা বিষয়ক সকল প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে তাই সকল শিক্ষার্থীরাই তাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর অন্য কোথাও অর্থাৎ নোট গাইড পাঠ্যপুস্তক বইয়ে যদি না পেয়ে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে এসে খুঁজলে তারা অবশ্যই সেই প্রশ্নের উত্তরটি পেতে পারে। তাই সকল শিক্ষার্থীকে বলা, অবশ্যই তারা যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে তাহলে তাদের শ্রেণী অনুযায়ী সকল প্রশ্নের উত্তরই তারা আমাদের এখান থেকে পেতে পারে। তাদের যদি কোন প্রশ্নের উত্তর ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন হয় তাহলেও তারা তা নিতে পারবে।

কারণ আমাদের ওয়েবসাইটে থেকে প্রশ্নের উত্তর ডাউনলোড করে নিতে কোন ধরনের এক্সট্রা চার্জের প্রয়োজন হয় না।তাই তাদের প্রশ্নের উত্তরগুলি অত্যন্ত সহজেই বিনা বাধায় সংগ্রহ করে নিতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*