কি ছাড়া জীবন মূল্যহীন এই প্রশ্নের উত্তর একেক জনের কাছে একেক রকম। সাধারণত আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে সে জিনিস ছাড়া আপনার কাছে মনে হবে যে জীবন আপনার কাছে মূল্যহীন। যারা একটা সম্পর্কে আছেন তাদের কাছে মনে হবে এই সম্পর্কের মানুষটি ছাড়া আপনার জীবন মূল্যহীন এবং আপনার জীবনের কোন দাম নেই।
তবে এক একজনের উত্তরের উপর নির্ভুল না করে আমরা সর্বজনবৃত এই প্রশ্নের উত্তর যদি প্রদান করি তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। তাহলে আপনাদের কাছে মনে হবে জীবনে অবশ্যই এই জিনিসগুলো অর্জন করা প্রয়োজন এবং জীবনে অন্য কিছুর চাওয়া পাওয়া না থাকলেও এই জিনিসগুলো পূরণ করার মধ্য দিয়ে জীবনের প্রকৃত মূল্য খুঁজে পাবেন।
সাধারণত আপনি যখন কোন একটা কর্মের সঙ্গে জড়িত রয়েছেন তখন সেই কর্মে আপনার অবশ্যই লক্ষ্য থাকা উচিত। সাধারণত একজন নেশা করার কাছে যেমন নেশাদ্রব্য বস্তু ছাড়া সেগুলো ব্যতীত অন্য কিছু মূল্যহীন তেমনি একজন ব্যবসায়ের কাছে তার ব্যবসায়ের সফলতায় সকল কিছু। তেমনি ভাবে আমরা যেমন ছাত্র রয়েছি তাদের জীবনের উদ্দেশ্য থাকে ভালো ফলাফল করা এবং ভালো একটি চাকরি পাওয়া। যখন আপনি পড়াশোনা শেষ করে কোন কিছু করতে পারছেন না তখন আপনার কাছে জীবন মূল্যহীন বলে মনে হতে পারে এবং মনে হতে পারে জীবন শেষ করে দিলেই হয়তো বা এখান থেকে মুক্তি পাবেন। তাই আপনাদেরকে জীবনের মানে বুঝতে হবে এবং জীবনের মানে যে সব সময় সফলতা অর্জন করতে হবে তা নয়।
সফলতা এবং ব্যর্থতার যেমন মুদ্রার এপিঠ এবং ওপিঠ তেমনি ভাবে আপনারা ব্যর্থতা কেউ মেনে নিতে হবে এবং ব্যর্থতার মধ্য দিয়ে নিজেদের জীবনকে সুখী করে তুলতে হবে। কোন একটা বিষয় নিয়ে আপনার জীবনে যদি গভীর দুঃখ বোধ থেকে থাকে তাহলে মনে হবে আপনার জীবনের কোন দাম নেই এবং আপনার হয়তো কোন খান থেকে সম্মান পাওয়া হচ্ছে না। তাই যে অবস্থাতেই থাকুন না কেন দুঃখকে মেনে নিতে হবে এবং জীবনের প্রত্যেকটি পর্যায়ে দুঃখের মধ্য দিয়ে যে সুখ আছে সে বিষয়গুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জীবনের কাছে প্রকৃত অর্থ ফুটে উঠবে।
তবে যাই হোক আপনি যখন জীবনের নির্দিষ্ট কোন মাধ্যম ব্যবহার করার মাধ্যমে মূল্য ফুটিয়ে তুলতে চাইছেন তখন বলব যে আপনার ভেতরে যে মানবিকতা রয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা জিনিস। যেহেতু আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেহেতু সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে বেশ কিছু দায়িত্ব পালন করার উদ্দেশ্যে এবং এবাদত করার উদ্দেশ্যে পাঠিয়েছেন। তাই আপনার যখন কোন কিছু খারাপ লাগবে এবং কোন কিছু না পাওয়ার কারণে মনে হবে জীবন মূল্যহীন তখন অবশ্যই আপনাকে সৃষ্টিকর্তার কাছে সপে দিতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে আপনাদের দুঃখ জানাতে হবে। তাছাড়া আপনারা যদি নিজেদের জীবনের বর্তমান অবস্থা থেকে সৃষ্টি কর্তার প্রত্যেকটি কাজ করতে পারেন তাহলে আপনাদের জীবন আসলে মূল্যবান হয়ে উঠবে।
আর যদি সকল ধরনের নিয়ামত পাওয়ার পরও সৃষ্টিকর্তার প্রতি অনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশ না করে থাকেন তাহলে আপনার জীবন অবশ্যই মূল্যহীন। সকল ধরনের সুযোগ সুবিধা এবং সম্বন্ধে থাকার পরও আপনি যখন মানুষের সেবার উদ্দেশ্যে এগিয়ে নেয়া যাচ্ছেন অথবা মানুষকে ভালো না বাসেন তখন আপনার জীবনের মূল্যহীন। অর্থাৎ মানবিকতার দিক থেকে আপনি যখন মনুষত্ববোধ নিজের ভেতরে ধরে রাখতে না
পারবেন তখন দেখা যাবে যে আপনার জীবনের কোন দাম থাকবে না অথবা আপনার জন্মগ্রহণ করা বৃথা হবে। তেমনি ভাবে সৃষ্টিকর্তার সেবা করতে হবে এবং সৃষ্টিকর্তার জীবের প্রতি যদি আমরা সেবা করতে পারি তাহলে নিজেদের জীবন যেমন মূল্যবান হয়ে উঠবে তেমনিভাবে অন্যদের আশীর্বাদে আমরা এবং তারাও সুখী হতে পারবে। আপনারা যদি আরেকটি নির্ণায়কের মাধ্যমে এটার সঠিক উত্তর জানতে চান তাহলে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা একজন আদর্শ ব্যাক্তির গুণ।
Leave a Reply