বন্ধুকে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে তা অনেকেই হয়তো জানেন না। আমাদের আজকের পোস্টে আমরা বেশ কিছু স্ট্যাটাস সংযুক্ত করব যেগুলো পড়ার পর আপনারা ধারণা পাবেন কেমন ভাবে শুভেচ্ছা জানালে তা অনেক হাস্যকর হবে। আমরা বেশ কিছু স্ট্যাটাস নিচে সংযুক্ত করছি আশা করি আপনার সম্পূর্ণ পোস্টটি পড়বেন এবং এ বিষয়ে সম্পূর্ণ ধারণা নিয়ে নিজেও চেষ্টা করে দেখবেন। চলুন দেখে আসা যাক এমন কিছু স্ট্যাটাস।
১. আজ তোর পয়দা দিবসে কিভাবে শুভেচ্ছা জানাবো তা বুঝে উঠতে পারছিনা। তোর জন্মদিনে যে তোকে কোন উপহার দিব তেমন সামর্থ্য আমার নেই। এই যে এখন তোকে শুভেচ্ছা জানাতে যে স্ট্যাটাসটি লিখছি তাও ফাটা স্ক্রিনের মোবাইল ফোন দিয়ে। তোর হাতের সাথে ধাক্কা লেগেই আমার ফোনের স্ক্রিনটা ফেটেছে তাই তোকে আমি কখনোই ক্ষমা করব না।
তুই হয়তো ভেবেছিস জন্মদিনে তোকে হয়তো শুভকামনা জানাবো কিন্তু তা আমি করবো না বরং আমি বেশ কিছুদিন ধরে প্রার্থনা করছি যেন তোর ফোনটি হাত থেকে পড়ে ভেঙে যায়। কেন ভাই কেন? তোর কি খুব দরকার ছিল আমার হাতে বাড়ি মেরে ফোনটি নিচে ফেলে দেওয়ার। আশা করি বিকেলবেলা এসে নিজ দায়িত্বে ট্রিট দিয়ে যাবি। আর আমার মত বন্ধু যতদিন তোর পাশে আছে চিন্তার কোন কারণ নেই সব সময় জ্বালাতে থাকবো।
২. আমি জানি আজকের দিন টা তোকে সারাদিন খুঁজে পাবো না, খুঁজে পাবই বা কিভাবে? তুই তো সারাদিন গার্লফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত থাকবি। বন্ধুদের সময় দেওয়ার মতো সুযোগ নিশ্চয়ই তোর হবে না। তাই তোর সামনাসামনি যাওয়ার সুযোগের আশায় না থেকে এখানেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে চলে এলাম। প্রথমত ফ্রেন্ড সার্কেলের সবাই সিঙ্গেল থাকা সত্ত্বেও তুই কাউকে না জানি একের পর এক প্রেম করছিস এই অপরাধের ক্ষমা কখনোই হবে না আর দ্বিতীয়ত এই যে জন্মদিনের দিন আমাদের থেকে লুকিয়ে বেড়াচ্ছিস এর জন্য তোকে করা মূল্য চুকাতে হবে। আজকের দিনে আমরা প্রার্থনা করছি, তুই যেন দশটা বিয়ে করিস এবং তোর বউরা যেন সারাদিন তোকে জ্বালাতে থাকে। এটাই হবে তোর অসম্ভব প্রেম করার শাস্তি।
৩. এই যে আজকের দিনে তুই পৃথিবীতে এসেছিলি, তুই যদি সেদিন না আসতি তবে অনেকেই হয়তো হাফ ছেড়ে বাঁচতো। তুই সারাদিন আশেপাশের মানুষগুলোকে এতটা জ্বালাতন করিস যে মাঝে মাঝে মনে হয় তোকে ট্যাংকের পানিতে ডুবিয়ে রেখে দেই। কিন্তু কি করব, তোর মত বানরকে তো কোনভাবেই শাস্তি দেওয়া সম্ভব হয় না।
আবার যতই শাস্তি দেওয়া হোক না কেন পরের বার ঠিকই ঘাড়ে চেপে বসিস। তবে আনন্দের খবর এই যে তুই ছোটবেলার মতো দুষ্টু এখন আর নেই। আমার স্পষ্ট মনে আছে সেই যে ছোটবেলায় এক ভদ্রলোককে তুই ধাক্কা মেরে পুকুরের পানিতে ফেলে দিয়েছিলি, বেচারা তো আরেকটু হলেই ডুবে মরতে বসেছিলো। যাই হোক, খুব শীঘ্রই শুভ কাজটা সেরে ফেল। অন্তত তোর জ্বালাতন থেকে একটু হলেও বাঁচা যাবে। শুভ জন্মদিন দোস্ত, বউ আর দশ-বারোটা বাচ্চা নিয়ে সুখে থাকিস সারা জীবন।
উপরে আমরা বেশ কিছু নমুনা স্ট্যাটাস তুলে ধরেছি। এই স্ট্যাটাস গুলি সম্পূর্ণ কাল্পনিক। এগুলো আমরা এই পোস্টে যুক্ত করেছি এজন্যই যেন আপনারা এভাবেই নিজের বন্ধুদের শুভেচ্ছা জানাতে স্ট্যাটাস লিখতে পারেন। আমি যে ঘটনাগুলো উল্লেখ করেছি সেগুলো কাল্পনিক হলেও আপনারা যখন লিখবেন তখন বাস্তব ঘটনাগুলোই তুলে ধরবেন যেগুলো আপনার বন্ধুর সাথে ঘটেছে। হয়তো এমনও হতে পারে আপনার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আরো বেশি হাস্যকর ছিল। চেষ্টা করবেন এমন কিছু কথা জুড়ে দিতে যেগুলো পড়ার পর যে কেউ হাসি চেপে রাখতে পারবে না ।
Leave a Reply