ভাবসম্প্রসারণ: যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না Jaha Chai Taha Vul Kore Chai Jaha Pai Taha Chai Na

ভাবসম্প্রসারণ: যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না

প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ আজকে আমরা আরেকটি নতুন ভাব-সম্প্রসারণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন ভাব-সম্প্রসারণ বলতে আসলে কি বোঝায়। ভাব-সম্প্রসারণ বলতে বোঝায় সাধারণত কোন মূল বক্তব্য মর্মকথা কে বিস্তারিতভাবে আলোচনা করা। সে ভাব কে বড় করে আলোচনা করলেই তা ভাব-সম্প্রসারণ নামে খ্যাত হতে পারে। ভাব-সম্প্রসারণ কথাটি কে বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারি ভাব-সম্প্রসারণ অর্থাৎ মূলভাব কে প্রসারিত করা।

মূলভাবকে প্রসারিত করে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন ই হলো ভাব সম্প্রসারণ। আমরা আমাদের এই ওয়েবসাইটে সেইভাবেই প্রতিটা ভাব-সম্প্রসারণ কে তুলে ধরেছি। যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী সহজ ও সুন্দরভাবে প্রতিটা ভাব-সম্প্রসারণ বুঝতে পারে। আমরা আজকে যে ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সেটি হল:

যাহা চাই তাহা ভুল করে চাই/ যাহা পাই তাহা চাই না।

মূলভাব: মানুষের চাহিদা বা আকাঙ্ক্ষার কোন সীমা নেই। একটি চাহিদা শেষ হওয়ার পরেই আরেকটি নতুন চাহিদার সৃষ্টি হয়। মানবজীবনে অতৃপ্তি একটি চিরন্তন বেদনাও আছে। তাকে নিয়ে মানুষের জীবনের দিনগুলো অতিবাহিত হয়। কোন কোন ক্ষেত্রে মানুষের সব চাওয়া পাওয়া পূরণ হয় না। তাইতো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ।

সম্প্রসারিত ভাব: সংসার জীবনে মানুষ নিঃশেষে সব আশা মেটাতে পারছে এমন নয়। মানুষের চাওয়া পাওয়ার কোন শেষ নেই। অতৃপ্তির বেদনা সারাক্ষণ যেন তার মনের মধ্যে বিরাজ করে। তাই চাওয়ার যেমন তার শেষ নেই, তেমনি পাওয়ার কোন শেষ নেই। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখলে বোঝা যায় যে সব চাওয়াই মানুষের পূরণ হয়না। এমনও ঘটনা ঘটে যে মানুষ যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না আর যেটা চায় না সেটাই ভুলক্রমে পেয়ে যায়।

প্রকৃতপক্ষে, চাওয়া- পাওয়ার এ জীবনে মানুষ যা চায় তা পাওয়ার পর তার কাছে মনে হয়, সে যেন ভুল করেই চেয়েছিল এবং যা চাওয়া হয় তা পাওয়ার পরে তার একই রকম অনুভূতি জাগে। মূলত মানুষের অসীম চাহিদার কারণে তার সমস্ত চাওয়া-পাওয়াকে ভুল মনে হয়। কিন্তু তা ভুল নয়— এটা মানুষেরই সহজাত প্রবৃত্তি। এ বিষয়ে ক্যালভিন ওরেন বলেন,” মানবজীবন চিরদিনই সুখ-শান্তিতে কাটেনা । আকাশের দিকে হাত বাড়ালে শূন্যতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না , চাওয়া পাওয়ার গণ্ডি তাই মাটির কাছাকাছি হওয়া ভালো”।

দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের চাওয়ার বিরাম নেই। পাওয়ার পরও মানুষের আকাঙক্ষার তৃপ্তি নেই। প্রাপ্ত বস্তুকে তুচ্ছজ্ঞান করে সে আরও পাওয়ার জন্য ব্যাকুল হয়। মানুষের এ বৈশিষ্ট্য চিরন্তন। সীমাহীন পাওয়াকে বেশি করে চাইলেই যে পাওয়া যায় না, মানুষ বুঝেও তা বােঝে না। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের সব চাওয়া কিন্তু পূরণ হয়না। এটাই পৃথিবীর নিয়ম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে চাওয়ার আগেই সে সেটা পেয়ে যায় সেক্ষেত্রে বলা যায় তার ভাগ্য।

মন্তব্য: পরিশেষে আমরা বলতে পারি যে মানুষের চাওয়া পাওয়ার যেমন শেষ নেই, তেমনি এই চাওয়া পাওয়ায় মানুষকে অনেক সময় ভুল পথে, লোভের পথে , খারাপ পথে পরিচালিত করে। তাই মানব জীবনের চাওয়া পাওয়া সীমিত হওয়ায় সঙ্গত। বেশি যেতে গেলে বা পাইতে গেলে অনেক সময় খারাপ থেকে মানুষ পরিচালিত হয়। যা সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই চাওয়াই ভালো এর অতিরিক্ত কখনোই নয়।

আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এই ওয়েবসাইট পেজে বেশি বেশি ভিজিট করার জন্য। আমরা চেষ্টা করেছি প্রতিটি ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে সহজ-সরল পূর্ণাঙ্গ হয় সেই দিক গুলোর দিকে। তারপরও অজান্তে যদি কোন কিছু ভুল হয়ে থাকে। সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই ওয়েবসাইট পেজ। আপনি ইচ্ছা করলে এখানে আপনাদের মন্তব্য প্রকাশ করতে পারেন। যাতে করে আগামীতে সেই ভুলভ্রান্তি গুলো ঠিক করে আপনাদের সামনে শিক্ষা বিষয়ক বক্তব্য উপস্থাপন করতে পারি।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*