শেখ রাসেলের জন্মদিনটি আমাদের সকলের কাছেই অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি বাংলাদেশে খুব ঘটা করে উদযাপন করা না হলেও অন্তত আমাদের উচিত শেখ রাসেলের জন্মদিন নিয়ে স্ট্যাটাস দেওয়া। আমরা যখন শেখ রাসেলকে নিয়ে লিখব তখন পরবর্তী প্রজন্মের সবাই শেখ রাসেলকে চেনার সুযোগ পাবে। এখন পর্যন্ত খুব বেশি মানুষ শেখ রাসেলকে ভালোভাবে চেনে না।
হয়তো আমাদের প্রজন্মের মানুষ শেখ রাসেলকে খুব ভালোভাবে চিনতে পেরেছে কিন্তু পরবর্তী প্রজন্মের মানুষদের কাছে শেখ রাসেল কিভাবে পরিচিত হবে তা দেখার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই। তাই অন্তত শেখ রাসেলের জন্মদিনটি এমনভাবে পালন করতে হবে জানো সকলে শেখ রাসেল সম্বন্ধে জানা সুযোগ পায়। শেখ রাসেলের জন্মদিনটি কিভাবে উদযাপন করা যায় সে বিষয় নিয়ে আপনার নিজেদের মতামত তুলে ধরতে পারেন। আমরাও আপনাদের কিছু পরামর্শ দিতে পারি শেখ রাসেলের জন্মদিনটি আসলেই আমরা কিভাবে উদযাপন করতে পারব সে ব্যাপারে।
শেখ রাসেলকে সবার কাছে পরিচিত করার জন্য হলেও আমরা শেখ রাসেলের জন্মদিনে লেখালেখি করার চেষ্টা করব। শেখ রাসেল সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আমরা যা জানি সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আমাদের লেখার মধ্যে। শেখ রাসেল সম্বন্ধে যদি আমাদের কোন তথ্য অজানা থাকে তবে সেগুলো খুব ভালোভাবে জেনে নেয়ার চেষ্টা করব। এর আগে লেখাগুলোতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে শেখ রাসেলের জীবন সম্বন্ধে জানা সম্ভব।
শেখ রাসেলকে নিয়ে লেখা অনেক বই বাজারে রয়েছে যেগুলো পড়ে শেখ রাসেল ও তার পরিবারের অনেক অজানা কথা জেনে নেওয়া যাবে। শেখ রাসেলের সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক স্মৃতি রয়েছে যেগুলো বঙ্গবন্ধু তার বিভিন্ন লেখায় তুলে ধরেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ও তার বিভিন্ন লেখায় শেখ রাসেলের অনেক কথা তুলে ধরেছেন। আমরা যদি এই লেখাগুলো সংগ্রহ করে পড়তে পারি তবে শেখ রাসেল সম্বন্ধে জানা আমাদের জন্য খুব কঠিন কিছু হবে না।
এখন আমরা আলোচনা করব শেখ রাসেলের জন্মদিনের কি কি করা যায় তা নিয়ে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো শেখ রাসেলের জন্মদিনে বিভিন্ন স্থানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার আয়োজনের উদ্দেশ্য হলো ছোট ছোট বাচ্চারা যেন শেখ রাসেল সম্বন্ধে জানার সুযোগ পায়, তাকে নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়। এর পাশাপাশি আরও কিছু প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে এই বিশেষ দিনটিতে। আমরা যারা শেখ রাসেলকে নিয়ে লিখব তারা নিশ্চয়ই শেখ রাসেলের একটি ছবি লেখার সাথে সংযুক্ত করে দিতে পারি। এখন আমরা আপনাদের জানিয়ে দেবো শেখ রাসেলের ছবি কিভাবে সংগ্রহ করা সম্ভব হবে।
একটা সময় ছিল যখন কোন ডকুমেন্ট সংগ্রহ করা আমাদের জন্য এতটাই কঠিন ছিল যে অনেক খোঁজাখুঁজির পরও সংগ্রহ করা সম্ভব হতো না। এখন আর সেই দিন নেই, খুব সহজেই আমরা যে কোন ডকুমেন্ট মুহূর্তের মধ্যে সংগ্রহ করে ফেলতে পারি। শেখ রাসেলের ছবি ও সংগ্রহ করতে আমাদের খুব বেশি সময় লাগার কথা নয়। আমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকেই শেখ রাসেলের ছবি সংগ্রহ করতে পারব।
শুধু শেখ রাসেলের ছবিই নয়, শেখ রাসেলের ছবি দিয়ে তৈরি করা জন্মদিনের শুভেচ্ছা বার্তা খুঁজে পাওয়া যাবে এই ওয়েবসাইটগুলোতে। একটু খোঁজাখুঁজি করলেই আপনাদের কাছে কাজটি খুব কঠিন হবে না। এর পাশাপাশি আমরা ফেসবুক থেকেও শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা ছবি সংগ্রহ করতে পারব। আশা করি এভাবেই শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা ছবি সংগ্রহ করে স্ট্যাটাসের সাথে সংযুক্ত করে দেবেন। ছবি যুক্ত করাই আপনার পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যেই।
Leave a Reply