আকিদা একটি ইসলামিক পরিভাষা। আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কারণ একজন মানুষের জীবন চলার পথে যে সকল জিনিস প্রয়োজন সকল কিছুই ইসলাম ধর্মের মধ্যে রয়েছে। অর্থাৎ ইহকালের সব প্রয়োজনীয় বিষয় যেমন মৃত্যু মৃত্যুর পর পরবর্তী জীবন সবকিছুই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ইসলাম ধর্মের মধ্যে। এই কারণে বলা হয় যে মানব জীবনের এমন কোন দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি তাই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলেই বলা হয়ে থাকে। আমরা জানি যে আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন রূপে ব্যবহৃত হয়ে থাকে। আকাইদ অর্থ বিশ্বাস মালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস কে আকাইদ বলা হয়।
এই কারণে ইসলাম আল্লাহতালার মনোনীত দিন বা জীবন ব্যবস্থারূপে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। ইসলামের জীবন ব্যবস্থায় দুইটি দিক রয়েছে। দুইটি দিকের মধ্যে একটি দিক হলো বিশ্বাসগত দিক এবং আচরণগত বা প্রারক দিক। আল্লাহতালা নবী-রাসূল ফেরেশতাগণ আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদ এর অন্তর্ভুক্ত রয়েছে। এই বিষয়গুলো অবশ্যই কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে। তাই একজন ব্যক্তিকে মুসলিম হতে হলে অবশ্যই এ বিশ্বাসগুলোর প্রতি বা এই বিষয়গুলোর প্রতি অবশ্যই তাকে বিশ্বাস স্থাপন করতে হয়। তারপরেই তাকে প্রকৃত মুসলিম বলে গণ্য করা হতে পারে। এজন্য বলা হয়েছে যে আকাইদ ইসলাম ধর্মের অবশ্যই বাহ্যিক বিষয় এবং অন্তরের বিষয় দুটি একসঙ্গেই দেখতে হয়।
এরপর নামাজ রোজা হজ্ব যাকাত ইত্যাদি প্রায়োগে বিষয়গুলোর দিকেও খেয়াল করতে হয়। অর্থাৎ এই সকল প্রাইভেট দিকগুলো জীবনের ভিত্তি গড়ে তুলে বলে মুসলিমরা মনে করে থাকেন। তাই এইসব প্রাইভেট দিক তথা ইবাদত পালন করতে হয় সব সময়। বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। তাই খুব ভালো করে বললে বলতে হয় যে ইসলাম ধর্ম যদি পালন করতে হয় বা ইসলামে যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই আকাইদের এই বিষয়গুলোর ওপর তাকে পূর্ণ বিশ্বাস রাখতেই হবে। এজন্য বলা হয় যে ইসলাম সম্পর্কে আলোচনা শুরুতেই অবশ্যই আকাইদের বিষয়গুলি আলোকপাত করতে হয়। কারণ এই সকল আঁকাইদের বিষয়গুলিকে প্রশ্ন ব্যাধি রেখেই বিশ্বাস করতে হবে প্রত্যেক মুসলিমকে।
তবেই তাকে মুমিন বান্দা হিসেবে ইসলাম ধর্মে গ্রহণ করা হবে। আর এ কারণেই বলা যায় যে আকাইদ অবশ্যই ইসলামের দৃষ্টিতে বড় একটি বিষয়। আকাশ যদি ঠিক মত পালন না করা হয় তাহলে কিসের মুসলিম। এই কারণে সবচাইতে প্রথমে বা সর্বপ্রথমে আকাইদ সম্পর্কেই আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। ইসলাম ধর্মের আরো একটি বিষয় রয়েছে যে ব্যবহারিক বিষয়। অর্থাৎ ব্যবহারিক অর্থে আল্লাহ তা’আলা ও রাসূলের আনুগত্য করার কেই ইসলাম বলা হয়ে থাকে। এইজন্য সব সময় ইসলাম ধর্মের আনুগত্যের যে লোকজন রয়েছেন সব সময় ধর্ম পালন করতে হবে এবং বাহ্যিকভাবেও সেই বিষয়গুলিকে তুলে ধরবেন সকলের জন্য এবং নিজের জন্য।
শরীয়তের পরিভাষায় আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বিনা বিষ দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান এবং হযরত মুহাম্মদ এর দেখানো পথ অনুসারে জীবন যাপন করতে হয়। তাই আজকে আপনারা যারা আকাই শব্দের অর্থ আমাদের এখানে দেখতে এসেছিলেন তারা নিশ্চয়ই এতক্ষণে আকাইদ বিষয়টা কি তা সম্পর্কে অবশ্যই ধারণা পেলেন।কিন্তু তারপরেও আমাদেরকে অবশ্যই আকাইদ শব্দের অর্থ কি সে সম্পর্কেও জানতেই হবে।
তাহলে চলুন আমরা দেখে নেই বা দেখে নিতে পারি আকিদা শব্দের অর্থ কি। তাহলে চলুন দেখে নেই আকিদা শব্দের অর্থ। আকিদা (আরবি: عقيدة, বহুবচন: আরবি: عقائد, আকা’ইদ, কখনো কখনো উচ্চারণ করা হয় আকীইদাহ, আক্বিদাহ), যাকে ইসলামি ধর্মতত্ত্বও বলা হয়, এটি একটি ইসলামি পরিভাষা যার অর্থ ‘কিছু মূল ভিত্তির উপর বিশ্বাস’। বিশ্বাস বা ধর্মবিশ্বাস বুঝাতে মুসলিম সমাজে সাধারণত দুটি শব্দ ব্যবহৃত হয়: ঈমান ও আকিদা।
Leave a Reply