আমাদের চারপাশে আমরা অনেক শব্দ শুনে থাকি বা অনেক শব্দই আমরা ব্যবহার করি। কিন্তু সে শব্দগুলোর আসলে মানে কি বা এই শব্দগুলোর দ্বারা কি বুঝানো হয় এগুলো অনেকেই জানেনা। কিন্তু আমাদের এ সকল শব্দের অর্থ গুলো জানাটা উচিত বা দরকারি। আর এ ধরনের একটি শব্দ হচ্ছে মারফত। সচরাচর খেয়াল করলে দেখা যায় যে অনেকেই মারফত শব্দটির ব্যবহার করেন। কেউ কেউ হয়তো মারফত শব্দটির সাথে পরিচিত।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মারফত শব্দের অর্থ কি বা মারফত বলতে কি বুঝায় এই বিষয়গুলো বেশিরভাগ মানুষ জানে না। তাই সে সকল মানুষ মারফত শব্দটির অর্থ জানার জন্য খোঁজ করে বা অনলাইনে সার্চ করতে থাকে। মূলত তারা যেন খুব সহজে মারফত শব্দটির অর্থ জানতে পারে এজন্য আমাদের আজকের আর্টিকেলটি লেখা হয়েছে।
মারফত শব্দের অনেক বেশি গভীর মানে রয়েছে। সাধারণত মারফত শব্দের বাংলা অর্থ হলো মরমী সাধনা। আল্লাহকে সম্মকভাবে জানার জন্য সাধনা। যে সকল ব্যক্তি মরমী-সাধনার মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করে বা মরমি সাধনার দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায়। মূলত তারাই মারফত শব্দটির সাথে বেশি জড়িত এবং মারফত শব্দটিকে বেশি জানে। কিন্তু সাধারণ মানুষ মারফত শব্দটির সাথে খুব বেশি পরিচিত নয়। কারণ তারা এই মারফত শব্দটির মাধ্যমে মরমী সাধনায় লিপ্ত থাকে না।
এছাড়াও মারফত শব্দের অনেক বেশি অর্থ রয়েছে। সে অর্থগুলোর মধ্যে একটি অন্যতম অর্থ হলো আলো। নবী করীম (সাঃ) উনার পাক জবানে বলেছেন, শরীয়ত আমার বাক্য, তকদির আমার কর্ম হাকিকত, আমার উচ্ছ্বাস মারিফত, আমার নিগুরুর রহস্য। আল্লাহকে চেনা জানা তার পরিচয় লাভ করার নামই হল মারিফত।
আর এজন্য দেখা যায় যে যেসকল ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা সৃষ্টির রহস্য জানার জন্য নিজেকে গভীরভাবে আল্লাহর ইবাদতে মগ্ন রাখে বা সৃষ্টির সেবায় নিজের জীবন অতিবাহিত করে তারাই মূলত মারফতের সাথে জড়িত। সাধারণ ব্যক্তিরা মারফতের সাথে জড়িত থাকে না।
আর এজন্য সবাই মারফত কথাটির অর্থ জানে না। তবে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অর্থে মারফত শব্দটিকে ব্যবহার করে থাকে। তবে বেশিরভাগ ব্যক্তিই মারফত বলতে মরমি সাধনা কে বোঝায় এবং সৃষ্টিকর্তার ইবাদতের জন্য নিজেকে মগ্ন রাখাকে বুঝায়।
Leave a Reply