মুসলিম পরিবারের বাচ্চাদের নাম সাধারণত আরবি শব্দ দিয়ে রাখা হয়েছে কারণ মুসলিমদের জন্য ইসলামিক নাম কত গুরুত্বপূর্ণ। সাধারণত ইসলামিক নাম ছাড়া তেমন একটা নাম রাখতে দেখা যায়না মুসলিম পরিবারের শিশুদের। যদিও কিছু বাচ্চাদের দু-একটা আধুনিক নাম কিংবা থেকে নেওয়া নাম রাখা হয়ে থাকে তারপরেও দেখা যায় যে দুটি নামের মধ্যে অন্তত একটি নাম আরবি শব্দ থেকে রাখা হয়েছে যা মুসলিমদের ধর্মীয় অনুভূতি সম্বলিত।
ইসলাম ধর্মে সুন্দরভাবে নির্দেশিত হয়েছে যে বাচ্চাদের নাম হবে সুন্দর অর্থ সম্বলিত অর্থাৎ গুণবাচক নামসমূহ থেকে। যে নামগুলোকে আরবিতে বলা হয়ে থাকে আসমাউল হুসনা বা সুন্দর সুন্দর নামসমূহ। আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ থেকে নাম রাখতে বলা হয়েছে এ কারণে যেন একটি শিশু বড় হয়ে তার নিজের মধ্যে সেই নামের সুন্দর গুণাবলী ধারণ করতে পারে।
স দিয়ে মুসলিম মেয়েদের আধুনিক নাম
সব ধরনের বিশ্বাস করা হয়ে থাকে যে শিশুর নামের অর্থ যদি ভালো না হয় তাহলে বড় হয়ে এসে এই নামের কুপ্রভাব একটি শিশুর উপর পড়তে পারে যা তার স্বপ্নপুর চরিত্রে যদি প্রতিফলিত হয় তাহলে সেটা মোটেও ভালো হবে না। এই বিষয়টি প্রায় সব ধর্মই বিশ্বাস করা হয়ে থাকে তেমনি ইসলাম ধর্মে বিশ্বাস করা হয়ে থাকে যে নামের ভালো প্রভাব এবং খারাপ প্রভাব একটি মানুষের আচার-আচরণ নিয়ে পড়তে পারে তাই অবশ্যই শিশুর নাম সুন্দর সমৃদ্ধ ও আরবি শব্দ দিয়ে রাখতে চায় মুসলিম পরিবারের পিতা মাতা। আরবি শব্দ হতে বেঁচে না হয় পরিবারের নতুন সদস্য টির নাম। তবে নামের গুণগত ও অর্থগত দিক দিয়ে আরবি শব্দের নাম গুলো অত্যন্ত সুন্দর ও মাধুর্যময় তাছাড়া এই নামের অর্থ গুলো সত্তি মানুষকে বিমোহিত করতে পারে।
যেহেতু ইসলামিক নাম গুলো বেশিরভাগ আরবি শব্দ থেকে আনা হচ্ছে সে কারণে শুধুমাত্র নাম শুনলে বলে দেওয়া যায় যে একটি মানুষ কোন ধর্ম থেকে এসেছে কিংবা কোন ধর্মের অনুসারী। সেকারণে ইসলাম ধর্মে নামের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিধিবিধান অনুযায়ী মুসলিমরা আকিকার মাধ্যমে তাদের শিশুদের সুন্দর নাম দিয়ে থাকে যা মুসলিমদের একটি আনন্দময় উৎসব বলা যায়। তবে শিশুর নাম যেন সুন্দর হয় সেদিকে বাবা-মা বিশেষ সতর্ক দৃষ্টি অবলম্বন করে থাকে।
আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মুসলিম পরিবারের কন্যা সন্তানের জন্য একগুচ্ছ আরবি নামের তালিকা। যেহেতু আরবি শব্দের অর্থ সবগুলো আমরা ঠিকমতো জানিনা আর সে কারণে অনেক সময় আমরা নাম বাছাই করতে পারলেও সঠিক অর্থ টা খুজে পাইনা। এ কারণে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছি আরবি নামের পাশাপাশি সেগুলোর বাংলা অর্থ যেন আপনারা খুব সহজেই নাম এবং অর্থ একত্রে পেয়ে যান ও তাড়াতাড়ি শিশুর জন্য নাম বেছে নিতে পারেন। মুসলিম কন্যা শিশুদের নাম গুলো সাধারণত মুসলিম মনীষীদের নাম অনুসারে রাখা হয়ে থাকে যারা ইসলামের পুণ্যবতী নারী হিসেবে পরিচিত।
অভিভাবকেরা চায় তাদের কন্যা সন্তান যেন সেইসব মহীয়সী নারীদের মতো পুণ্যবতী হতে পারে এবং তাদের নামের সুন্দর অর্থ গুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারে। আজকে আমরা বাংলা বর্ণমালা অক্ষর দিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি মুসলিম মেয়েদের কিছু নামের তালিকা। বাংলা বর্ণমালা হিসেবে এটি একটি অত্যন্ত আনকমন শব্দটি দিয়ে তেমন একটি নাম খুঁজে পাওয়া যায় না তারপরও আমরা চেষ্টা করেছি কিছু নাম সংগ্রহ করার কারণ কিছু মানুষ আনকমন নাম রাখতে পছন্দ করে থাকে।
দুই ও তিন অক্ষরের নাম
আমরা বাংলা বর্ণমালা অক্ষর দিয়ে মুসলিম পরিবারে কন্যা সন্তানদের জন্য নাম সংগ্রহ করেছি আমাদের ওয়েবসাইটে। ঋ অক্ষর দিয়ে কয়েকটি নাম হলঃ ঋদ্ধি, ঋজু,ঋষভা,ঋষিকা,ঋমা, ঋতু,ঋষা, ঋত্বিকা ঋত্বিকা,ঋচা ইত্যাদি। এই নাম গুলোর গুণবাচক অর্থ রয়েছে এবং মুসলিম ধর্মের মেয়ে শিশুর নাম রাখার জন্য উপযোগী।
তাছাড়া নামগুলো দুই অক্ষর ও তিন অক্ষরের হওয়ার কারণে সংক্ষিপ্ত শ্রুতি মধুর। আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে মুসলিম পরিবারের কন্যা শিশুদের জন্য কিছু নাম খুঁজে পেতে চান বাংলা বর্ণমালা ঋ অক্ষর দিয়ে তাহলে আপনার আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যখন করি তখন আর বেছে নিন আপনাদের পরিবারের কন্যা সন্তানের জন্য একটি সুন্দর নাম। আশা করা যায় যে আপনাদের আমাদের এই নামগুলো পছন্দ হবে।
Leave a Reply