বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি

Rate this post

জীবনে চলার পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হতে থাকি। যে মানুষগুলোর সাথে আমরা পরিচিত হই তাদের মধ্যে কেউ কেউ আমাদের সাথে সারা জীবন থেকে যায় আবার কেউ কেউ মাঝ পথেই আমাদের ছেড়ে চলে যায়। যে মানুষগুলো সারা জীবন আমাদের সাথে থাকে তাদেরকে আমরা ভালো ও খারাপ সময়ে সব সময় সাপোর্ট দিয়ে থাকি। হয়তো কাউকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে আবার কাউকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে হয়। এর বাইরে ও বিশেষ দিনগুলোতে আমরা সেই মানুষগুলোকে শুভেচ্ছা জানিয়ে থাকি।

আমাদের সকলের জীবনেই এমন অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা সব সময় আমাদের মঙ্গল কামনা করে থাকে এবং মাঝেমধ্যেই আমাদের খোঁজখবর নিয়ে থাকে। এরপরও বিশেষ দিনগুলোতে একটু বিশেষভাবে শুভেচ্ছা না জানালেই নয়। আপনার জীবনেও যদি এমন মানুষ থেকে থাকে তবে নিশ্চয়ই তাকে বিশেষ দিনগুলোতে শুভেচ্ছা জানাতে চাইবেন। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনার প্রিয় বান্ধবীকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন তা নিয়ে। দীর্ঘদিন বান্ধবীর সাথে যোগাযোগ না থাকলেও জন্মদিনের দিন শুভেচ্ছা জানাতে গেলে কেমন ভাবে চিঠি লেখা যাবে সে বিষয়টি তুলে ধরব তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে ফেলুন আর গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জেনে নিন।

আজ থেকে অনেক বছর আগে যখন আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না তখন কারো সাথে যোগাযোগ করার মত মাধ্যম বলতে ছিল চিঠি। দূর দূরান্তে চিঠির মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করে পাঠাতাম। যদিও একটি চিঠি হাতে পেতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে যেত কিন্তু মনের সব কথা আমরা একটি চিঠিতে লিখে ফেলতে পারতাম। আবার অনেক সময় একটি চিঠিতে সব কথা লেখা যেত না।

কিছু কিছু কথা আছে যেগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত সে বিষয়ে কথা বাড়ানো যায় না। এখন যুগ বদলেছে, চাইলেই আমরা মুহূর্তের মধ্যে সবার সাথে যোগাযোগ করতে পারছি। যেকোনো সময় ফোন দিয়ে যে কারো খোঁজ-খবর নিতে পারছি। বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে থাকা বন্ধুদের সাথে যেকোনো সময়ে ভিডিও কলে কথা বলে খবরাখবর জানা সম্ভব হচ্ছে প্রযুক্তির কল্যাণে। আমরা চাইলে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি শুধুমাত্র একটি মেসেজ সেন্ড করি। একটি ক্লিক এর মাধ্যমেই যেকোনো তথ্য আদান প্রদান করা যাচ্ছে।

যেহেতু এখন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমরা সব বান্ধবীদের সাথে কথা বলতে পারছি তাই জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময়ও আমরা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপেই সবকিছু জানাতে পারব। এখন আর কয়েক পাতা চিঠি লেখার প্রয়োজন পড়বে না। আবার অনেক বড় মেসেজ লিখলেও মুহূর্তের মধ্যেই পাঠিয়ে ফেলতে পারব। আপনারা হয়তো ভাবতে পারেন কোন উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো সবচেয়ে সহজ হতে পারে।

আপনি যদি জন্মদিনের শুভেচ্ছা বার্তাটি শুধুমাত্র আপনার বান্ধবীকে দেখাতে চান তবে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার এর মত মাধ্যম গুলো সবচেয়ে উপযুক্ত হতে পারে। অপরদিকে আপনি জন্মদিনের শুভেচ্ছা বার্তাটি যদি সব বন্ধু-বান্ধবকে দেখাতে চান তবে ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস লিখে ফেলতে পারেন। এ কাজটি করতে খুব বেশি সময় ব্যয় করতে হবে না কিংবা খুব বেশি কিছু খরচ করতে হবে না।

একটা সময় ছিল যখন আমরা কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বার্থডে কার্ড ব্যবহার করতাম। জন্মদিনের উপহারের পাশাপাশি বার্থডে কার্ড দিতাম যেখানে অনেক অনেক উইশেজ থাকতো। যার জন্মদিন তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম সে যেন সামনের দিনগুলোতে সফলতার দেখা পায়। এখনকার সময়ে বার্থডে কার্ডের প্রচলন প্রায় নেই বললেই চলে। প্রযুক্তিকে ব্যবহার করে আমরা যে কোন অ্যাপস এর মাধ্যমে কার্ড তৈরি করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। আপনারা চাইলে সুন্দর একটি কার্ড তৈরি করে বান্ধবীর কাছে পাঠিয়ে দিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button