হাজবেন্ডের জন্মদিনের শুভেচ্ছা

Rate this post

নিজের স্বামীকে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন তা নিয়েই লিখছি আজ। চলুন দেখে নেওয়া যাক স্বামীকে কিভাবে জন্মদিনে শুভেচ্ছা জানানো যায়। আপনারা যদি স্বামীকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস লিখতে চান তবে কিভাবে লিখবেন তা তা জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

১. আমি অনেক সৌভাগ্যবতী যে জীবনে তোমার মত একজন মানুষ পেয়েছি। আজ তোমার জন্মদিন। স্ত্রী হিসেবে তোমাকে হয়তো দামি কিছু দেবার মত সামর্থ্য আমার নেই কিন্তু একটি জিনিস আমি দিতেই পারি আর তা হল বিশ্বস্ততা। হ্যাঁ, এই পৃথিবীতে আমি যতদিন থাকবো ততদিনই তোমার দাসী হয়ে থাকবো।

আমার জীবনে তোমার গুরুত্ব কতটা তা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বিয়ের পর থেকে প্রতিটি কাজে তুমি যেভাবে সাপোর্ট করে আসছো অন্য কোন মানুষ হলে হয়তো কখনোই এভাবে পাশে থাকতো না। এভাবেই চিরদিন আমায় আগলে রেখো। শুভ জন্মদিন প্রিয় মানুষ। এই দিনটি বারবার ফিরে আসুক আমাদের দুজনের জীবনে, আর প্রতিবারই যেন আমি তোমার পাশে থাকতে পারি।

২. শুভ জন্মদিন লাইফ পার্টনার। প্রতিদিনই তুমি আমার যন্ত্রণাগুলো যেভাবে সহ্য করছো মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তোমার জায়গা আমি হলে হয়তো এতদিন সহ্য করতে পারতাম না। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা তোমাকে এই কোনটি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই পৃথিবীতে যদি কেউ আমাকে অসম্ভব ভালবেসে থাকে সে হচ্ছো তুমি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে আমি পাশে চাই।

৩. কোন এক বসন্তে আমার জীবনে তুমি এসেছিলে। দেখতে দেখতে বেশ কয়েকটি বসন্ত চলে গেল। আমার প্রতিটি বসন্ত রঙিন হয় শুধু তুমি আছো বলেই। তুমি না থাকলে আমি কখনোই বুঝতে পারতাম না এই পৃথিবীটা এত সুন্দর। কখনো কখনো মনে হয়, এই যে আমি পৃথিবীতে এসেছি শুধু তুমি পৃথিবীতে আছো বলেই। তাই আজকের দিনটি আমার জন্য অনেক অনেক বিশেষ কারণ এই দিনেই তুমি পৃথিবীতে এসেছিলে। আমি সব সময় প্রার্থনা করব যদি পরের জন্ম বলে কিছু থাকে তবে সে জন্মগুলোতেও তুমি যেন আমার স্বামী হয়ে ফিরে আসো বারবার। শুভ জন্মদিন, আমার ভালোবাসা।

৪. ছোটবেলা থেকেই শুনতাম স্বামীর বাম পাজরের হাট থেকে নাকি স্ত্রীকে তৈরি করা হয়েছে। তখন এই বিষয়গুলো নিয়ে অতটা ভাবতাম না, ভাবতে শুরু করলাম যখন সত্যি সত্যিই আমার জীবনে স্বামী নামক ব্যক্তিটি আসলো। যে আমি বিয়ে করতে এতটা ভয় পেতাম সে আমি এখন বুঝতে পারি জীবনে সব সময় পাশে থাকার জন্য একটি মানুষকে কতটা প্রয়োজন।। তুমি আমার জীবনে এসে সম্পূর্ণ ধারণা বদলে দিয়েছো। আমি হাজার বছর তোমাকে ভালোবাসতে চাই। তুমি শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবে তো? আর এই প্রশ্ন করছিই বা কেন? তুমি না থাকলেও আমি জোর করে তোমাকে রেখে দেবো। এই দিনটি ফিরে আসুক অসংখ্য বার তোমার আমার জীবনে।

স্বামীর জন্মদিনে যে শুধু রোমান্টিক কথাবার্তা বলেই শুভেচ্ছা জানাবেন এমনটা নয়। স্বামীর জন্মদিনের ফানি শুভেচ্ছা জানাতে চাইলে স্ট্যাটাসের মধ্যে কিছু কৌতুক জুড়ে দিতে পারেন। আবার এমন কিছু মজার কথা লাগিয়ে দিতে পারেন যা পড়তে গেলে আপনার স্বামী মনের অজান্তেই হেসে উঠবে। এমন একটা উদাহরণ দেখা যাক।

১. দেখতে দেখতে আমার স্বামীটা বুড়ো হয়ে গেল কবে বুঝতেই পারিনি। সেইটার লম্বা লম্বা চুলগুলোতে পাক ধরেছে, দিনে দিনে চামড়াও ঝুলে পরছে। একসাথে যে এতগুলো বসন্ত পার করলাম অথচ মনে হচ্ছে এই তো সেদিন তার সাথে আমার দেখা হলো। সত্যিই, বয়স তোমার যতই বাড়ুক না কেন আমার কাছে তুমি সেই হ্যান্ডসাম যুবকটিই থেকে যাবে। শুভ জন্মদিন প্রিয় স্বামী, ভেবোনা বয়স বেড়ে যাচ্ছে তাই ভালোবাসা কমে যাবে। আমাদের ভালবাসা শেষ পর্যন্ত একই রকম থাকবে। ইতি, তোমার বউ।
10:41

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button