
মাথার ব্যথা হচ্ছে একটি জটিল রোগ সবথেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে বিরক্তিকর একটি অভিজ্ঞতা। যদিও এই অভিজ্ঞতায় এখন পর্যন্ত আমি পড়ি নাই তবে যারা পড়েছেন তাদের মত অনুযায়ী বলতে গেলে স্বাভাবিকভাবে মাথার ব্যথার কারণে গোটা দুনিয়া অচল হয়ে যায়। মনে হয় কে যেন মাথার মধ্যে বসে থেকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। হ্যাঁ অবশ্যই যখন মাথার ব্যথা তীব্র হয় অনেকেই এই মতামত পোষণ করেন।
তবে পরিবেশ ভেদে এবং মানুষ ভেদে মাথার ব্যথার ধরন অনেক ধরন রয়েছে। যে ধরণগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না তবে তাদের মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে মাথার একপাশে ব্যথা। আজকে আমরা বিজ্ঞানের আলোকে জানার চেষ্টা করব মাথার এক পাশে ব্যথা হওয়ার কারণ এবং মাথার একপাশে ব্যাথা হলে আপনি কি করবেন সে সম্পর্কে। অবশ্যই আপনাকে জানতে হবে মাথার আয়ের পাশে ব্যথা হওয়ার কারণ এবং সেই ব্যথা গুলোর প্রতিকার।
মাথার পিছনে বাম পাশে ব্যথা হওয়ার কারণ
সাধারণত মাথার পিছনে বাম সাইডে নিয়মিত ব্যাথা হয় এমন রোগীদের মতামত হচ্ছে তারা অস্বাভাবিক কষ্ট অনুভব করেন। তবে একটু পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই মাথার ব্যথার কারণ নিয়মিত কিছু লক্ষণ বয়ে নিয়ে আসছে যেমন হঠাৎ করে মাথায় ব্যথা এবং অতিরিক্ত গরম হলে মাথায় ব্যথা। এটা সাধারণত মাইগ্রেনের সমস্যা থেকে হতে পারে।
একটি পরিসংখ্যান থেকে দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে অল্পবয়স্কদের যে মাথা ব্যথা সৃষ্টি হচ্ছে তার জন্য দায়ী রয়েছে মাইগ্রেন। মাইগ্রেন ছাড়া সাধারণত মাথার এক পাশে ব্যথা হয় না এবং এই মাইগ্রেনের সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই নিয়মমাফিক কিছু কাজ করতে হবে।
মাথার এক পাশে ব্যথার ঔষধ
সাধারণত আমি আগেই বলেছি যে মাথার একপাশে ব্যথা আগে নির্ণয় করতে হবে কেন হচ্ছে। তার কারণ হলো এই ব্যথা যদি নির্ণয় না করে আপনি ওষুধ সেবন করেন হতে পারে আপনার অন্য ধরনের সমস্যা তৈরি হবে তাই অবশ্যই ব্যথা কি জন্য হচ্ছে সেটা জানান। এটা জানতে সবথেকে কাজে আসবে একজন নিউরো মেডিসিন ডাক্তার যেটা আপনি আপনার আশেপাশে কোথাও না কোথাও পেয়ে যাবেন।
এছাড়াও আপনি যখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সাহেব অবশ্যই কিছু প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে নিশ্চিত হবে আপনার মাথার সমস্যা কি ধরনের সমস্যা সেটা নিয়ে। এবং সেটা নিশ্চিত হওয়ার পরে মূলত ঔষধ খেতে হবে এবং সেই ঔষধ কতটুকু খেতে হবে সেটা ডাক্তার সাহেব আপনাকে জানিয়ে দেবে।
মাথা ভারী লাগার কারণ
মাথা ভারী লাগার বেশ কয়েকটি কারণ আছে এবং আপনি যদি এই অভিজ্ঞতা অনুভব করেন তাহলে কি কারনে মাথা ভারী হচ্ছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। অবশ্যই মাথা ভারী হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে পরিবেশ এবং পরিবেশ পরিবর্তনের সঙ্গে থাকে মাথা ভারী হতে পারে যেকোনো সময়।
হঠাৎ করে আপনায় যদি গরম পরিবেশ থেকে ঠান্ডা পরিবেশে প্রবেশ করেন তাহলে সেখানে আপনার মাথা ভারী হতে পারে এবং আপনার সঙ্গে সঙ্গে সর্দি লেগে যেতে পারে। সর্দি লাগার কারণে অনেকের এলার্জি তৈরি হয় এবং তার কারণে হাচি হয় এবং যার কারণে মাথা আরো বেশি ভারী হয়।
মাথা ভারী হওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে জ্বরের পূর্ববর্তী সময়ে এটা প্রকোপ আকার ধারণ করে এবং মাথা ভারী হতে শুরু করে যার মাধ্যমে আস্তে আস্তে আপনার শরীর গরম হবে এবং জ্বর আসবে। এছাড়াও মাথা ভারী হওয়ার আরেকটি কারণ হচ্ছে ঘুম কম আসা এবং ঘুম কম আসার ফলে আস্তে আস্তে এই মাথা ভারী প্রকোপ বাড়তে পারে। সব মিলে আমরা চেষ্টা করব মাথা ভারী হওয়ার কারণ খুঁজে বের করতে এবং নিজের সব সময় খেয়াল রাখতে যাতে করে কোনভাবেই আমরা অসুস্থ না হয়ে এবং আমরা যাতে পরিবারের বোঝা না হই।
Leave a Reply