ভাব সম্প্রসারণ: রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা, / সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা Ratre Jodi Surjoshoke Jhore Osrudhara Surjo Nahi Fere Shudhu Bertho Hoi Tara

ভাব সম্প্রসারণ: রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা, / সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা

আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের ভাব সম্প্রসারণ ডাউনলোড করতে পারবেন। এখানে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ এর ভাব সম্প্রসারণ বিষয়ের উপর বিশদ আকারে আলোচনা করা হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মত প্রয়োজনীয় ভাব-সম্প্রসারণ টি ডাউনলোড করে নিতে পারবেন।

প্রতিটা পরীক্ষায় বিশেষ করে পঞ্চম থেকে শুরু করে তদুর্ধ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ভাব সম্প্রসারণ। শুধুমাত্র আভ্যন্তরীণ নয় বোর্ড পরীক্ষাতেও ভাব-সম্প্রসারণ নির্দিষ্ট নম্বরের এসে থাকে। তাই ভাব সম্প্রসারণ কে অবহেলা করলে চলবে না। শুধুমাত্র বোর্ড পরীক্ষা তেই নয় বিভিন্ন চাকরির পরীক্ষাতেও ভাব-সম্প্রসারণ এসে থাকে। এমনকি বিসিএস পরীক্ষাতেও বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ এর উপর প্রশ্ন হয়ে থাকে। তাই এটা অনস্বীকার্য যে ভাব সম্প্রসারণ এর গুরুত্ব কতটুকু।

আজকে আমরা যে ভাব সম্প্রসারণ কি নিয়ে আলোচনা করব সেটি হল: রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফিরে, শুধু ব্যর্থ হয় তারা।

আজকে আমরা যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করব সেটি একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় আসার উপযোগী একটি ভাব সম্প্রসারণ।

ভাব সম্প্রসারণ: রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফিরে, শুধু ব্যর্থ হয় তারা।

মূলভাব: সূর্য দিবাভাগেই উদিত হয়। তাই যারা রাতের বেলায় সূর্যের জন্য লালায়িত হয়, তাদের রাত হয় দীর্ঘস্থায়ী। অনুরূপভাবে যারা দুঃখ-কষ্ট কিংবা বিপদ-আপদের সময় সুখের প্রত্যাশায় কাতর হয়, সুখ তাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়।

সম্প্রসারিত ভাব: প্রকৃতির অমোঘ নিয়ম অনুসারে পৃথিবীতে রাত-দিন পালাক্রমে আসে। কালপরিক্রমায় দিনের পরে রাত আসে, আর রাতের পরে দিন আসে– এটাই সৃষ্টির স্বাভাবিক নিয়ম। তাই রাতের বেলায় সূর্যের প্রত্যাশা যেমন বোকামি তেমনি নিরর্থক। আর যারা রাতের বেলায় সূর্য শোকে কাতর হয়, তাদের রাত হয় দুঃখের ও দীর্ঘস্থায়ী। তাদের বুঝতে হবে, রাত যত দীর্ঘ ও কষ্টের হোক না কেন একসময় স্বাভাবিক নিয়মে প্রভাতের সোনালী সূর্য উদিত হবে।

অন্যদিকে মানুষের জীবনে সুখ দুঃখ পালাক্রমে আসে। পৃথিবীতে যেমন নিরবচ্ছিন্ন সুখ বলে কিছু নেই, তেমনি দুঃখও কারো জীবনে স্থায়ী আসন পেতে বসে না। মানব জীবনে দুঃখের পর স্বাভাবিক নিয়মেই সুখ আসে। তাই দুঃখ- কষ্টের অধিক কাতর হওয়া উচিত নয়। আবার দুঃখ বা বিপদের কালীন সুখের জন্য অতি মাত্রায় লালায়িত হওয়া ঠিক নয়। তাহলে সুখ জীবন থেকে অনেক দূরে সরে যাবে, আর দুঃখ জীবনে স্থায়ী আসন পেতে বসবে।

ইতিহাসবিদরা বলেন, “History repeats itself” অর্থাৎ ইতিহাস চক্রাকারে ঘোরে। আর ইতিহাস কিংবা চলমান সময়ের আবর্তনে ঘরে পৃথিবীতে একদিকে অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে, অন্যদিকে উত্থান ঘটেছে নতুন নতুন সভ্যতার। আবার অনেক রাজা- বাদশা বা ধনী ব্যক্তি পতিত হয়েছেন দুঃখ- কষ্টের মধ্যে। অন্যদিকে অনেক দুঃখী ব্যক্তির জীবনে এসেছে সুখের ছোঁয়া। তাই রাতের বেলায় সূর্যের জন্য শোকগ্রস্ত না হয়ে রাতকে যেমন স্বাভাবিকভাবে বরণ করে নেওয়া উচিত, তেমনি দুঃখের সময় বিচলিত না হয়ে দুঃখকে স্বাভাবিক নিয়মে অতিক্রান্ত হওয়ার সুযোগ দেওয়া উচিত।

মন্তব্য: দিন- রাতের মতো সুখ- দুঃখও মানুষের ঘনিষ্ঠ সঙ্গী। তাই দুঃখের সময় সুখের জন্য লালায়িত না হয়ে সুখের আগমনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। আর তা না করে দুঃখের সময় তাৎক্ষণিক সুখের জন্য লালায়িত হলে সুখের আগমন অনেক বিলম্বিত হবে।

উপরের যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হলো তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি প্রতিটি ভাব-সম্প্রসারণ সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপনা করার। তারপরও মানুষ মাত্রই ভুল। যদি লেখাতে কোন ভুল উপস্থাপনা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

আপনাদের নিয়েই আমাদের এই ওয়েবসাইটের পথচলা। আপনাদের ভাল- মন্দের উপরেই নির্ভর করে আমাদের এই ওয়েবসাইট। তাই আমাদের রিকোয়েস্ট আপনারা অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা এবং আরো নতুন কোন তথ্য ইনক্লুড করা যায় কিনা আমাদের এই ওয়েবসাইটে তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*