রচনা: কম্পিউটার অথবা দৈনন্দিন জীবনে কম্পিউটার অথবা কম্পিউটার আধুনিক বিজ্ঞানের বিস্ময় অথবাকম্পিউটার ও আধুনিক বিশ্ব আধুনিক জীবনে কম্পিউটার শিক্ষার গুরুত্ব

রচনা: কম্পিউটার অথবা দৈনন্দিন জীবনে কম্পিউটার অথবা কম্পিউটার আধুনিক বিজ্ঞানের বিস্ময় অথবাকম্পিউটার ও আধুনিক বিশ্ব আধুনিক জীবনে কম্পিউটার শিক্ষার গুরুত্ব

যারা কম্পিউটার সম্পর্কে রচনা বিভিন্ন ওয়েবসাইটে খুজতেছেন তার এখনই আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। এখানে কম্পিউটার এবং দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার সম্পর্কিত রচনা খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে যেটি বিভিন্ন পরীক্ষায় রচনার অংশ হিসেবে এসে থাকে।

কম্পিউটার
অথবাদৈনন্দিন জীবনে কম্পিউটার
অথবা কম্পিউটার আধুনিক বিজ্ঞানের বিস্ময়
অথবা কম্পিউটার ও আধুনিক বিশ্ব আধুনিক জীবনে কম্পিউটার শিক্ষার গুরুত্ব

প্রবন্ধ সংকেত: ভূমিকা-কম্পিউটার শব্দের অর্থ-আবিষ্কার ও প্রচলন-কম্পিউটারের গঠন কার্যপ্রনালী-কম্পিউটার ও আধুনিক জীবন-কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা- কম্পিউটারের ব্যবহার- উপসংহার।

ভূমিকা: বিজ্ঞানের বিস্ময়কর অগ্রযাত্রায় সর্বশেষ চমকটি হচ্ছে কম্পিউটার। ছোট্ট একটি যন্ত্রের মত এরূপ বহুমাত্রিক কার্যক্ষমতা অন্য কোন যন্ত্রের নেই। মানুষের কর্মজীবনের বৃহত্তর ক্ষেত্রে অনুগত ভৃত্যের মত হুকুম পালন করে যে যন্ত্র সদাব্যস্ত, তার নাম কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞানের এক যুগান্তকারী ও আধুনিকতম আবিষ্কার।

কম্পিউটার শব্দের অর্থ: computer শব্দটি ল্যাটিন ভাষা জাত। অক্সফোর্ড অভিধানে কম্পিউটার শব্দের অর্থ করা হয়েছে ‘গণক যন্ত্র’। তবে বাংলায় কম্পিউটার এর যথার্থ প্রতিশব্দ খুঁজে পাওয়ায় দুরহ।

আবিষ্কার ও প্রচলন: মাত্র অর্ধশতাব্দী আগে আধুনিক কম্পিউটার আবিষ্কৃত হলেও তার আবিষ্কারের সাধনা শুরু হয়েছিল অনেক আগে। কম্পিউটার তত্ত্ব সর্বপ্রথম মাথায় আসে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চার্লস ব্যাবেজের। তিনি ১৮৩৩-৩৫ এর মধ্যে কম্পিউটার এর গঠনতন্ত্র তৈরি করেন। ১৯৪৪ খ্রিস্টাব্দে সর্বপ্রথম বৈদ্যুতিক কম্পিউটার নির্মিত হয়। এ কম্পিউটার ওজন ছিল কয়েক টন এবং তার ব্যবহার ও সুবিধাজনক ছিল না। এর দু’বছর পর ১৯৪৬ খ্রিস্টাব্দে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ইলেকট্রনিক্স কম্পিউটার “ইনিয়াক” আবিষ্কার করেন। এরপরই শুরু হয় কম্পিউটারের দুর্নিবার অগ্রযাত্রা।

কম্পিউটার এর গঠন ও কার্যপ্রণালী: প্রত্যেকটি কম্পিউটার গঠিত হয় পাঁচটি উপাদান দিয়ে। এগুলো হলো ১. ইনপুট ২.স্টরেস ৩. কন্ট্রোল ইউনিট ৪.প্রসেসিং এবং ৫.আউটপুট। কম্পিউটার এর কর্ম ক্ষমতা যতই হোক এটা কিন্তু নিজে থেকে কোন কিছু করবার ক্ষমতা রাখে না এটা মানুষের নির্দেশ বহনকারী এক ধরনের যন্ত্র বিশেষ কম্পিউটারের মাঝে অসংখ্য তথ্য ও প্রোগ্রাম সেট করা থাকে প্রোগ্রাম অনুযায়ী মানুষের নির্দেশমতো কম্পিউটার তথ্যগুলো ফলাফল দেয় প্রোগ্রাম এর বাইরে কোন কাজ কম্পিউটার করতে পারে না।

কম্পিউটার ও আধুনিক বিশ্ব: বর্তমানে কম্পিউটার এর ব্যবহার সর্বোব্যাপী। প্রতিদিন এর কার্যক্ষমতা এবং ক্ষেত্র বাড়ছেই। বর্তমানে অফিস-আদালতে, ফাইলপত্র, হিসাবাদি নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারে। রোগ নির্ণয়ে আধুনিক কম্পিউটার নিখুঁত পরামর্শ দেয়। ইন্টারনেট ওয়েবসাইট এর আওতায় একটি তথ্য সারাবিশ্বের ঘরে ঘরে কম্পিউটার পর্দায় ভেসে ওঠে।

বর্তমানে কম্পিউটারের সাহায্যে কণ্ঠস্বর শুনে মানুষ কে শনাক্ত করা যায়। শিক্ষা বিস্তারে কম্পিউটারের ভূমিকা প্রশংসনীয়। খেলাধুলার সময় ও নিয়ম নীতির সূক্ষ্ম নিয়ন্ত্রণে কম্পিউটার ব্যবহার হচ্ছে। মজার বিষয় হলো মানুষের প্রতিপক্ষ হিসেবে কম্পিউটার খেলাধুলায় অংশ নিচ্ছে। মোট কথা বর্তমানের যুগ বদ কম্পিউটারের যুগ। কম্পিউটার ছাড়া আধুনিক মানুষের জীবন কল্পনা করা যায় না।

কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা: বর্তমান যুগ কম্পিউটারের যুগ। দাপ্তরিক থেকে শুরু করে প্রতিটি কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। কাজেই কর্মক্ষেত্রে প্রবেশের প্রধান যোগ্যতা এখন কম্পিউটার দক্ষতা। যে কেউ উন্নত চাকরি ও ভালো বেতন পেতে চাইলে কম্পিউটার জ্ঞানের সমৃদ্ধি তাকে ঘটাতেই হবে। উন্নত বিশ্বে কম্পিউটার প্রকৌশলী তথা প্রোগ্রামারের ব্যাপক চাহিদা বর্তমান।

কম্পিউটারের ব্যবহার: কম্পিউটারের ব্যবহার সম্পর্কে বলা যায় আজ মানুষ যা দ্রুত সূক্ষ্ম ও সঠিকভাবে করতে সক্ষম তার অধিকাংশ কম্পিউটারের সাহায্যে হয়ে থাকে। তাই কম্পিউটারের ব্যবহার আজ ব্যাপক। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো:

শিক্ষাক্ষেত্রে:
শিল্পক্ষেত্রে:
বাণিজ্য ক্ষেত্রে:
চিকিৎসা ক্ষেত্রে:
যোগাযোগ ক্ষেত্রে:
বিনোদন ক্ষেত্রে:

উপসংহার: কম্পিউটার আজ আর কোন আশ্চর্যের বস্তু নয়। গ্রামের কৃষক পর্যন্ত এর কথা এখন জানে। নানাভাবে এই যন্ত্রটি মানুষের জীবনকে স্বাচ্ছন্দ সাবলীলতা এনে দিয়েছে। বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার ব্যাপক শুরু হয়েছে। কম্পিউটার ব্যবহার জনিত কারণে সম্ভাব্য বেকারত্ব মোকাবেলায় এখন থেকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন কর্মী বাহিনী গড়ে তোলা উচিত।

প্রিয় শিক্ষার্থীরা উপরে যে আজকে কম্পিউটার নিয়ে যে রতন কে আলোচনা করলাম তা অবশ্যই আপনাদের বোধগম্য হয়েছে। কম্পিউটার এখন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বিষয়। কম্পিউটার ছাড়া বিশ্বের উন্নয়ন সম্ভব নয়। কম্পিউটার এমন একটা বস্তু যা দিয়ে মানুষ নিমিষেই অসম্ভবকে সম্ভব করে ফেলছে। যাই হোক আমরা কম্পিউটারের ব্যবহার শুধুমাত্র পয়েন্ট গুলো আলোচনা করেছি বিস্তারিত আপনারা অবশ্যই পাঠ্যপুস্তক থেকে আলোচনা করে নিবেন। আজ এই পর্যন্তই আগামীতে অন্য একটি রচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*