স্লিভার কাকে বলে? স্লাইভার কাকে বলে?
নবম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন সমাধান

নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সর্বশেষ প্রশ্ন স্লিভার। প্রিয় শিক্ষার্থী, জ্ঞানমূলক এ প্রশ্নের উত্তর জানতে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের উত্তর লেখার কাজ চলছে।
স্লিভার কি?
লিনেন জাতীয় সুতাকে অত্যান্ত সুক্ষ্ম এবং মিহি করার জন্য কার্ডিং খুব সরু ছিদ্র পথে এক ধরনের ব্যবস্থাপনায় বিশেষ ধরনের কম্বিং করা হয় একে হেলকিং বলে। এর ফলে তন্তু পাতলা আস্তরের মত হয় একে স্লাইভার বা স্লিভার বলে।