
বিভিন্ন সময় বাসা বাড়ি বা ফ্ল্যাট কিনতে গিয়ে আমরা স্কয়ার ফিটের হিসাব করে থাকি। ভাই আপনাদের সুবিধার জন্য আজকে আমাদের ওয়েবসাইটে ১ স্কয়ার ফিট সমান কত ফিট তা জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেব। তাছাড়া স্কয়ার ফিট অথবা বর্গফুট থেকে শুধু ফুট আলাদা কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। আমরা খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে জানি যে ১২ ইঞ্চিতে এক ফুট হয়ে থাকে। তাহলে কোন জিনিসের দৈর্ঘ্য যদি ১২ ইঞ্চি তাহলে সেটাকে আমরা ১ ফুট বলবো। যদি সেটা ২৪ ইঞ্চি হয়ে থাকে তাহলে সেটাকে দুই ফুট বলবো। কিন্তু ফুট এবং বর্গফুট এর মধ্যে পার্থক্য রয়েছে।
আমরা যখন মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছি তখন সেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয়ের গণিতের সমস্যার সমাধান করেছি। বিশেষ করে ক্ষেত্রফলের অংক গুলো করেছি। আমরা যখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বের করেছি তখন দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়েছে। সেই সাথে সেটা যদি ইঞ্চি আকারে অথবা মিটার আকারে থাকতো তাহলে সেটা বর্গ ইঞ্চি অথবা বর্গমিটার হয়ে যেত। অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে যখন প্রস্থের গুণ হবে তখন সেটাকে আমরা বর্গফুট অথবা বর্গমিটার হিসেবে বিবেচিত করব। আর বর্গফুট এর ইংরেজি হল স্কয়ার ফুট।
তাই আপনারা যারা এক স্কয়ার ফিট সমান কত ইঞ্চি জানতে এসেছেন তারা আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারবেন। তবে বর্গফুট বলতে গেলে আপনাদেরকে সর্ব প্রথমে বুঝতে হবে বর্গ কি। যখন কোন চতুর্ভুজ আকৃতির জিনিসের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে থাকে তখন সেটাকে বর্গ বলে। আর যখন বর্গের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব তখন দৈর্ঘ্যের এক বাহুর সঙ্গে এক বাহুর গুণফল হবে। তাহলে আমরা যদি এক স্কয়ার ফিট সমান কত ফুট এটা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে এক ফুট হতে হলে কত ইঞ্চি লাগে।
তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি ১২ ইঞ্চিতে এক ফুট হয়ে থাকে। তবে ১২ ইঞ্চিতে এক ফুট মানেই এক বর্গফুট নয়। এক বর্গফুট এর অর্থ হলো আপনাকে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ দিতে হবে। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সেহেতু এক ফুটের সঙ্গে আরও ১ ফুট দিয়ে গুন দিলে স্কয়ার ফিট বা বর্গ ফুট বের হয়ে যাবে। তাহলে এক ফুট সমান ১২ ইঞ্চি হওয়ার কারণে আমরা যখন সেটার স্কয়ার ফিট হিসেবে নির্ণয় করব তখন দেখা যাবে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার কারণে 12 ইঞ্চির সঙ্গে ১২ ইঞ্চি গুন দিতে হবে যার গুণফল হবে ১৪৪।
তাহলে এই ১৪৪ হল বর্গ ইঞ্চি। এই বর্গ ইঞ্চি হলো এক বর্গফুট এর সমান। তাই আপনারা যারা এই প্রশ্নের উত্তর পেতে চাইছিলেন তাদেরকে বোঝানো গিয়েছে যে এক স্কয়ার ফিট সমান কত ফুট হয়। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল এর মাধ্যমে আমরা এই স্কয়ার ফিট যেকোনো সময় নির্ণয় করতে পারব।
Leave a Reply