আ দিয়ে মেয়েদের আধুনিক নাম অর্থসহ

আ দিয়ে মুসলিম মেয়েদের আধুনিক নামের তালিকা অর্থসহ

মুসলিম পরিবারের শিশুদের জন্য ইসলামিক নাম গুলো সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে কেননা মুসলিমরা শিশুর নামকরণের ক্ষেত্রে ইসলামিক নাম ছাড়া অন্য কোন নাম রাখতে চায় না। যদিও কিছু আধুনিক ও বিদেশী নাম বর্তমানে মানুষ তাদের বাচ্চাদের জন্য পছন্দ করে থাকে তারপরেও দেখা যায় যে দুইটি নামের মধ্যে একটি নাম ইসলামিক নাম। শিশুর নামকরণ পরিবারের সদস্যদের নিকট একটি আনন্দদায়ক কাজ কারণ নতুন সদস্যের জন্য নাম নির্বাচন তাদের জন্য অনেক পছন্দের একটি কাজ। মুসলিমরা আকিকা নামক একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে শিশুর নামকরণ করে থাকে।

ইসলামিক নাম ছাড়া মুসলিমদের দেখা যায় না বললেই চলে। শুধুমাত্র নাম দিয়ে মুসলিমদের আলাদাভাবে চেনা যায় কারণ মুসলিমদের নামগুলো বেশিরভাগ আরবি শব্দ দিয়ে হয়ে থাকে এবং ইসলামিক নাম বেছে নেয় তারা এ কারণে মুসলিমদের মধ্যে ইসলামিক নামের চাহিদা অনেক। ইসলাম ধর্মে কিছু বিশেষ নাম রয়েছে যেগুলো অত্যন্ত জনপ্রিয়। যেমন মেয়ে শিশুদের জন্য কিছু নাম খুবই কমন এবং সর্বোচ্চ দেখা যায়। যেমন মেয়ে হলে আয়েশা, ফাতেমা, খাদিজা, আমিনা, হাফসা, রাবেয়া, আশিয়া, মরিয়ম, জয়েদা ইত্যাদি নাম নামগুলো অত্যন্ত জনপ্রিয় মুসলিম মেয়েদের নাম।

আ দিয়ে মুসলিম মেয়েদের আধুনিক নাম

ছেলে হলে আব্দুল্লাহ, মোহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান, আলী, ঈসা, মুসা ইত্যাদি নবী রাসূলদের নাম অনুসারে নাম রাখতে ব্যাপকহারে দেখা যায় মুসলিমদের মধ্যে। এসব নামগুলো ইসলাম ধর্মের ধর্মীয় ইতিহাস ও বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই নামগুলো অনেক জনপ্রিয়। তবে যেহেতু এই নামগুলো বেশি পরিমাণে রাখা হয় কিছু অভিভাবকরা তাদের সন্তানদের জন্য কিছু আনকমন নাম রাখতে। নামগুলো একদিকে যেমন ইসলামিক হবে তেমনি আর দশজনের থেকে আলাদা ও ইউনিক হবে। কারণ একটি সুন্দর আনকমন নাম তার ওপরে আবার ইসলামিক এই নামগুলো বর্তমানে অভিভাবকরা অনেক পছন্দ করে এবং তারা পছন্দের নাম খুঁজতে যথেষ্ট পরিশ্রম করে থাকে।

আপনাদের সুবিধার্থে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মুসলিম মেয়েদের জন্য অসাধারণ সুন্দর নামের তালিকা। সেইসাথে নেওয়ার পাশাপাশি আমরা আকর্ষণীয় নামের অর্থ গুলো পাশাপাশি সাজিয়ে রেখেছি যেন আপনারা খুব সহজেই নাম গুলোর সাথে অর্থ গুলো দেখে নিতে পারেন। প্রতিটি মুসলিমের উচিত নিজের নামের অর্থ জানা। এমন একটি নাম রয়েছে নিজের অথচ সেই নামের অর্থ আমরা জানিনা এমনটা হওয়া উচিত নয়। তাছাড়া ইসলামিক নাম হলেও সবার উচিত নামের অর্থ দেখে নিয়ে তবেই নাম রাখা।

কিছু মানুষ মনে করে শুধুমাত্র আরবি শব্দ হলেই সেটি সুন্দর ইসলামিক নাম কিন্তু এই ধারণাটি ভুল। সেই কারণে অর্থসহ নাম দেখে নিয়ে তবেই শিশুর নামকরণ করা উচিত তা না হলে ভবিষ্যতে নাম নিয়ে ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। অন্য কিছু ভুল হলে বদলানো যায় হয়তো কিন্তু নাম দিয়ে একবার পরিচিত হয়ে গেলে তখন নাম বদলানো খুব মুশকিল।

এ কারণে শিশুর নামের সুন্দর সব অর্থ গুলো দেখে তবেই নামকরণ করা উচিত। সচেতন পিতা-মাতারা শিশুর নামকরণ করার আগে তারা সুন্দরভাবে নাম ও নামের অর্থ দেখে নেয় যেন আরবি শব্দটি শুনতে ভালো মনে হলেও তার কোন নেগেটিভ অর্থ যেন না হয়। আপনাদের সুবিধার্থে তাই আমরা মুসলিম মেয়েদের জন্য সুন্দর সুন্দর নাম সংগ্রহ করেছে আমাদের ওয়েবসাইটে অর্থসহ যেন আপনাদের এই ধরনের কোন ঝামেলার মধ্যে পড়তে না হয়।

আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা বর্ণমালার স্বরবর্ণ আ দিয়ে মেয়ে শিশুদের কিছু নাম যেমনঃ আয়েশা, আকলিমা, আদরি, আতিকা, আইদা, আক্তার, আসির, আতকিয়া, আছিয়া, আজরা, আশরাফী, আতকিয়া, আথিয়া,আইরা, আসমা, আনিকা, আজিরা, আরোহী, আকাঙ্ক্ষা, আসমানী, আরশি, আজমিরা, আনু, আনফাল, আজিফা, আফিয়া, আইজা, আফরা,আদিবা, আরবি, আফিফা ইত্যাদি নামগুলো মুসলিম মেয়েদের জন্য বিশেষভাবে উপযোগী ইসলামিক নাম।

আমাদের ওয়েবসাইট থেকে মাত্র কয়েকটি নাম এখানে উল্লেখ করলাম এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সেসব নামের পাশাপাশি নামের সুন্দর অর্থগুলো ক্রমান্বয়ে সাজিয়ে রেখেছে আমরা আমাদের ওয়েবসাইটে। এই নামগুলো থেকে আশা করা যায় আপনারা আপনাদের পছন্দের নাম মুসলিম মেয়েদের জন্য খুঁজে পাবেন।

দুই ও তিন অক্ষরের নাম

যেহেতু দুই অক্ষর ও তিন অক্ষরের নাম গুলো মানুষ বেশি পছন্দ করে কারণ সংক্ষিপ্ত নামগুলো উচ্চারণ করতে এবং লিখতে সহজ হয়। তবে দুই অক্ষর ও তিন অক্ষরের ছাড়াও কিছু চার অক্ষরের নাম রয়েছে আমাদের ওয়েবসাইটে। আশা করি আপনাদের নাম গুলো ভাল লাগবে আর যখনই প্রয়োজন হবে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে পছন্দমত চয়েজ করে নিতে পারবেন মুসলিম মেয়েদের জন্য ইসলামিক নাম।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*