আর্জেন্টিনা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন ২০২৪ শুভেচ্ছা স্ট্যাটাস

আর্জেন্টিনা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ৩২ টি দল ইতিমধ্যেই কাতারের রাজধানী দোহায় পৌঁছে গেছে। আর্জেন্টিনা দল নিজেদের ক্যাম্প করেছে কাতার বিশ্ববিদ্যালয়। অনুশীলনের জন্য যথেষ্ট জায়গা পাওয়ার জন্যই আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের এমন সিদ্ধান্ত। কাতার বিশ্ববিদ্যালয় হোস্টেল গুলোতে ফাইভ স্টার হোটেলের মতোই ব্যবস্থা করেছে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। আমাদের এই পোস্টে আর্জেন্টিনা বিশ্বকাপ দল নিয়ে আলোচনা করা হবে। আর্জেন্টিনার এই দলটি কতটা শক্তিশালী এবং বিশ্বকাপের দৌড়ে তারা কতটা এগিয়ে থাকবে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব আমরা।

কাতার বিশ্বকাপ  চ্যাম্পিয়ন #আর্জেন্টিনা🇦🇷
অভিনন্দন #আর্জেন্টিনা❤️🔥! অভিনন্দন #মেসি🔥❤️! অভিনন্দন #ডি মারিয়া🔥❤️! অভিনন্দন #মার্টিনেজ🔥❤️!
এবারের এই সোনালী ট্রফির যোগ্যতম ব্যক্তি তুমি, তোমার হাতেই এই ট্রফি মানায় #লিও।❤️🥰

বস তোমার এটা প্রাপ্য ছিলো ✌️
তুমি সবসময় সেরা
World Champion🏆 Leo Messi

#মেসির_বিশ্বকাপ_জয়
৩৬ বছরের অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর পেরিয়ে চরম নাটকীয়তার এক ফাইনাল শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বককাপ শিরোপা জিতলো আর্জেন্টিনা ♥
অভিনন্দন প্রিয় দল #আর্জেন্টিনা
সাবাস #লিওনেল_মেসি ⚽
সাবাস #ডিমারিয়া ⚽
সাবাস বাজপাখি #এমিলিয়ানো_মার্টিনেজ
#Fifa_worldcup_
#Qatar_worldcup_

#অভিনন্দন #আর্জেন্টিনা
লিও তোমার সপ্ন পূরন
এক রাজার গল্প শেষ হলো আজ।
💗💗
মেসি মানেই অনেক মানুষের ভালোবাসার নাম – আজকের ম্যাচটি ছিল বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত শেষ ম্যাচ । এবং মেসির জন্য এই ম্যাচটি ছিল শেষ ম্যাচ । আজকের বিজয় ছিল সমগ্র পৃথিবীতে বাস করা মেসি ভক্তদের জন্য অপেক্ষার শেষ সময় । মেসিও তার ভক্তদের নিরাশ করেনি । congratulations আর্জেন্টিনা আমরা জিতে গেছি 🇦🇷🇦🇷🇦🇷

গভীর রাতে রেফারির শেষ বাঁশির শব্দে যদি ক্রোয়েশিয়া উল্লাসে মেতে ওঠে তাহলে ভেবে নিবেন আপনি ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্রকে আর আকাশী-নীল জার্সিতে দেখতে পাবেন না😢
➤হতে পারে আজ রাতটা আমাদের জন্য স্বস্তির নিশ্বাস নয়তো এক সমুদ্র হতাশ।
➤তারপর ও শুভ কামনা প্রিয় দল আর্জেন্টিনারের জন্য শেষটা সুন্দর হোক এটাই চাই👀Leo Messi 🖤🇦🇷

আপনি যদি একজন আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই নিজের ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনা কে নিয়ে পোস্ট করতে চাইবেন। আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে যেকোনো পোস্ট করতে চাইলে কিংবা কোন ছবি আপলোড দিতে চাইলে ক্যাপশন এর জন্য ভিজিট করুন আমাদের আর্টিকেলগুলো।

Messi Pictures Download HD Photos

সেমিফাইনাল🏆⚽
আর্জেন্টিনা 🇦🇷🆚🇭🇷 ক্রোয়েশিয়া
আজ রাত ১ টায়
লুসাইল স্টেডিয়ামে 🏟️
শুভ কামনা মেসি বাহিনী, ইনশাআল্লাহ আজ ফাইনালে যাওয়া টিকিট অর্জন করবো🤲🇦🇷
২০১৮ সালের প্রতিশোধ নিব ক্রোয়েশিয়া থেকে😠
ভামোস আর্জেন্টিনা 🇦🇷🇧🇩
 

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, সেমিফাইনালের এই ম্যাচটি শুরু হবে আজ রাত একটায়।
দুই দলে শক্তিমত্তা হিসেব করলে আর্জেন্টিনা অনেক অনেক গুন এগিয়ে ক্রোয়েশিয়ার চেয়ে।
সুতরাং ইব্রাহিমোভিসের এই কথার
“আমার মনে হয় এটা অলরেডি লিখা হয়ে গেছে কে জিতবে এবারের ট্রফি,আমি মনে করি মেসি এবার ট্রফি উঁচু করে ধরবে।”
সাথে সুর মিলিয়ে বলতে পারি আজকের ম্যাচ আর্জেন্টিনা ই জিতবে।

#আর্জেন্টিনা 🖤
আমদের দল বিশ্বের এক নম্বর দল না।
আমাদের দলের মার্কেট ভ্যালু কম।
সাইড বেঞ্চ দামি না।
নামি দামি প্লেয়ার ও নেই।
কিন্তু মেসি, ডি মারিয়ার মত প্লেয়ার আছে।
সেরা ডিফেন্ডার নেই।
বিশ্বের সেরা গোলকিপার ও নেই।
সেরা কোচ নেই। তবুও
শুভকামনা থাকবে প্রিয় টিমের জন্য।🖤💜🤎
লড়ব খেলব জিতব 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

আমাদের ওয়েবসাইটে এসে খুঁজলেই বিশ্বকাপ নিয়ে অনেক পোস্ট আপনার পেয়ে যাবেন যেখানে আর্জেন্টিনাকে নিয়ে বেশ কিছু আর্টিকেল রয়েছে। আর্জেন্টিনা দলটি এবার বিশ্বকাপে কেমন খেলবে, আর্জেন্টিনা ফুল স্কোয়াড ছবি সহ, আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফিকচার সবকিছু নিয়েই আমাদের ওয়েবসাইটে আর্টিকেল দেওয়া হয়েছে।

এবার আসি আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের স্কোয়াড সম্বন্ধে। গত ৩৬ টি ম্যাচ আর্জেন্টিনা অপরাজিত রয়েছে। এই ৩৬টি ম্যাচের মধ্যে কোপার ফাইনালও রয়েছে যেখানে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তাই এবারের বিশ্বকাপে তাদের যথেষ্ট শক্তিশালী বলেই মনে হচ্ছে। জয়ের ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই পারে বলে ধারণা ফুটবল বিশ্লেষকদের।

অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড় মিলিয়ে দারুন একটি স্কোয়াড তৈরি করেছে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালনি। এই লিওনেল স্কালোনির অধীনেই আর্জেন্টিনা ৩৬ টি ম্যাচ অপরাজিত রয়েছে। লিওনেল মেসির সাথে সাথে দলে আছে নিকোলাস ওতামেন্দি, আনহেল ডিমারিয়া, পাপু গোমেজ, লাওতার ও মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ এর মত বড় বড় নাম। যদিও ভক্ত সমর্থকরা চাইবেন মেসি ও ডি মারিয়া তাদের সবটুকু দিয়ে খেলুক।

আমার আবেগ, ভালোবাসা শুধু তোমাকে ঘিরে লিও – ভামোস আর্জেন্টিনা।

বিশ্বকাপে শুধুমাত্র একটাই আওয়াজ হবে সেটা হলো, “আর্জেন্টিনা, আর্জেন্টিনা,আর্জেন্টিনা”, “মেসি, মেসি, মেসি”

অবশেষে নিয়ে নিলাম প্রিয় দলের জার্সিটা – এখন আমাদের সকলের একটাই চাওয়া মেসির হাতেই যেন বিশ্বকাপটা উঠুক

ভালোবাসার আরেক নাম মেসিয়ান ভাইগুলো

আপনাদের কি মনে হয়? আর্জেন্টিনা কি পারবে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে? যদি সত্যিই আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হয় তবে সবচেয়ে বেশি খুশি হবেন লিওনেল মেসির ভক্ত সমর্থকরা। একটি বিশ্বকাপ জেতা লিওনের মেসির জন্য অপরিহার্য হয়ে গেছে। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে এমন কোন শিরোপা নেই তিনি যেতে নেই শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া। ২০১৪ সালের শিরোপার খুব কাছাকাছি গিয়েও একটুর জন্য হাত ফসকে গেছে। এবার শক্তিশালী একটি দল নিয়ে নিশ্চয়ই ২০১৪ সালের ব্যর্থতাকে ভুলতে চাইবে আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

এই পোস্টে আপনারা আরো যা যা পাবেন

১. আর্জেন্টিনাকে নিয়ে স্ট্যাটাস
২. আর্জেন্টিনাকে নিয়ে ক্যাপশন

আর্জেন্টিনাকে নিয়ে স্ট্যাটাস

আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে স্ট্যাটাস জিতে গেলে লিখে শেষ করা যাবে না। আর্জেন্টিনা এমন একটি দল যাদের বিশ্বকাপ ইতিহাস বলে শেষ করার মত নয়। ১৯৭৮ সালে ও ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছিল ল্যাটিন আমেরিকার এই দেশটি। ১৯৮৬ সালে বলা যায় ম্যারাডোনা একার নৈপুণ্যে জিতিয়েছিলেন বিশ্বকাপ। সেই বিশ্বকাপে তার করা দুটি গোল -ই স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। দুটি গোল ই ছিল চোখ জুড়ানোর মত গোল।

“স্বপ্ন পূরণের পথে কখনও হাল ছেড়ো না। যখন পূরণের জন্য তোমার সুনির্দিষ্ট স্বপ্ন আছে তখন কোন কিছুই তোমাকে আটকাতে পারবে না।”

কে বিশ্বসেরা খেলোয়ার? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়ার? লিও মেসি- আর্সেন ওয়েঙ্গার।

“স্বপ্ন পূরণের জন্য তোমাকে লড়াই করতে হবে। অনেক ত্যাগ আর কষ্ট মেনে নিতে হবে।”

আমি কখনোই মেসির মত কাউকে দেখিনি। সে ইশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজ গুলো করে সেটা আমি পছন্দ করি। এটা ইর্ষা নয়। তখন আমি আনন্দিত হই- আদ্রা তুরান

একদা তারা আমাকে বলত, আমাকে থামাতে হলে বন্দুকের প্রয়োজন। কিন্তু আজ আমি বলছি, মেসিকে থামাতে হলে মেশিনগান প্রয়োজন- হিরস্টো স্টোইচকোভ।

এটা পরিষ্কার যে মেসি সবার উপরে অন্য লেভেলের। যে এটা দেখেনা সে অন্ধ- জাভি

১৯৮৬ সালের পর বারবার বিশ্বকাপে ফেভারিট হওয়া সত্বেও চ্যাম্পিয়ন হওয়া হয়ে ওঠেনি। ভাগ্যের স্পর্শ না পেলে হয়তো এমন টুনামেন্টে চ্যাম্পিয়ন হওয়া খুবই কঠিন। এতকিছুর পরেও আর্জেন্টিনার সমর্থকরা বারবার আশায় বুক বেঁধেছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সমর্থকরা আশায় আছেন লিওনেল মেসির হাত ধরে তৃতীয় শিরোপা ঘরে তুলবে দক্ষিণ আমেরিকার দেশটি।

আর্জেন্টিনাকে নিয়ে ক্যাপশন

ফুটবল বিশ্বকাপ শুরু হতে চলেছে তাই আর্জেন্টিনা সমর্থকরা ও চাইবেন নিজের প্রিয় দলের ছবি ফেসবুকে আপলোড করে সমর্থন জানাতে। ছবি আপলোড করার সময় যদি আপনারা ক্যাপশন খুঁজে না পান তাহলে আমাদের পোস্টগুলো থেকে ক্যাপশন সংগ্রহ করে নিতে পারেন। ক্যাপশন পাওয়ার জন্য বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর্জেন্টিনা দল ছাড়াও মেসিকে নিয়ে কোন ক্যাপশন পেতে চাইলে ভিজিট করুন এই ওয়েবসাইটে।

আমার জন্য মেসির খেলা দেখা একটি আনন্দের। এটি প্রচণ্ড উত্তেজনা থাকার মত একটি অবিশ্বাস্য আনন্দ- লুইস ফিগো

এই বার্সা মেসিকে মনে রাখবে মেসির বার্সা হিসেবে। সে সব কিছু এত সহজে করত যা আমি আগে কখনোই দেখিনি। সে এলিয়েন- পুয়োল

কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা এবং আমার কাছে সে ইতিহাসের সেরা- এনরিকে।

মেসি হল ইশ্বর। একজন ব্যক্তি হিসেবে এবং একজন খেলোয়ার হিসেবে। আমি তাকে ছোট থেকেই জানি এবং আমি তাকে বড় হতে দেখেছি- স্যামুয়েল এতো।

যদিও তিনি মানুষের মতো নাও হতে পারেন,ত বে এটা ভালো যে মেসি এখনও ভাবছেন যে তিনি আছেন- ম্যাশ্চেরানো

তারা বলে যে সব মানুষই ইশ্বরের চোখে সমান। এই খেলোয়ারটি আপনাকে সেই শব্দগুলো ভাবাতে শুরু করাবে- রয় হডসন

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*