আর্জেন্টিনা নিয়ে ফেসবুক স্ট্যাটাস পোস্ট ক্যাপশন

আর্জেন্টিনা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের খবর এই যে আপনারা যদি আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে ফেসবুকে কোন ধরনের স্ট্যাটাস করতে চান তাহলে সেই স্ট্যাটাসের কথাগুলো আমাদের পোস্ট থেকে কপি করে নিতে পারবেন কিংবা এখান থেকে তথ্য সংগ্রহ করে স্ট্যাটাস দিতে পারবেন। ফিফা বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। ২০১৮ সালে রাশিয়ায় ২১ তম ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।

ফুটবল যদি হয়ে থাকে কোন জাদু তাহলে..!🇧🇩🇦🇷🇦🇷💥✌🖕👌
সেই জাদুর চাবিকাঠি হলো লিওলেন মেসি..!🇧🇩🇦🇷🇦🇷💥🖕✌👌

সেমিফাইনাল🏆⚽
আর্জেন্টিনা 🇦🇷🆚🇭🇷 ক্রোয়েশিয়া
আজ রাত ১ টায়
লুসাইল স্টেডিয়ামে 🏟️
শুভ কামনা মেসি বাহিনী, ইনশাআল্লাহ আজ ফাইনালে যাওয়া টিকিট অর্জন করবো🤲🇦🇷
২০১৮ সালের প্রতিশোধ নিব ক্রোয়েশিয়া থেকে😠
ভামোস আর্জেন্টিনা 🇦🇷🇧🇩

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, সেমিফাইনালের এই ম্যাচটি শুরু হবে আজ রাত একটায়।
দুই দলে শক্তিমত্তা হিসেব করলে আর্জেন্টিনা অনেক অনেক গুন এগিয়ে ক্রোয়েশিয়ার চেয়ে।
সুতরাং ইব্রাহিমোভিসের এই কথার
“আমার মনে হয় এটা অলরেডি লিখা হয়ে গেছে কে জিতবে এবারের ট্রফি,আমি মনে করি মেসি এবার ট্রফি উঁচু করে ধরবে।”
সাথে সুর মিলিয়ে বলতে পারি আজকের ম্যাচ আর্জেন্টিনা ই জিতবে।

#আর্জেন্টিনা 🖤
আমদের দল বিশ্বের এক নম্বর দল না।
আমাদের দলের মার্কেট ভ্যালু কম।
সাইড বেঞ্চ দামি না।
নামি দামি প্লেয়ার ও নেই।
কিন্তু মেসি, ডি মারিয়ার মত প্লেয়ার আছে।
সেরা ডিফেন্ডার নেই।
বিশ্বের সেরা গোলকিপার ও নেই।
সেরা কোচ নেই। তবুও
শুভকামনা থাকবে প্রিয় টিমের জন্য।🖤💜🤎
লড়ব খেলব জিতব 🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

গভীর রাতে রেফারির শেষ বাঁশির শব্দে যদি ক্রোয়েশিয়া উল্লাসে মেতে ওঠে তাহলে ভেবে নিবেন আপনি ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্রকে আর আকাশী-নীল জার্সিতে দেখতে পাবেন না😢
➤হতে পারে আজ রাতটা আমাদের জন্য স্বস্তির নিশ্বাস নয়তো এক সমুদ্র হতাশ।
➤তারপর ও শুভ কামনা প্রিয় দল আর্জেন্টিনারের জন্য শেষটা সুন্দর হোক এটাই চাই👀Leo Messi 🖤🇦🇷

২০২২ সালে কাতারে ২২ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্বকাপ নিয়ে চরম উন্মাদনা কাজ করছে ভক্ত সমর্থকদের মনে। প্রতিটি দেশের লাখ লাখ ভক্ত সমর্থক ইতিমধ্যে কাতারে পৌঁছে গেছেন। প্রতিটি দলও কাতারে নিজের ক্যাম্প শুরু করেছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ হতে চলেছে সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু।

-নতুন রুপে ফিরবে আর্জেন্টিনা…!🔥🤘🇦🇷
কারণ আঘাত প্রাপ্ত বাঘের গর্জন অনেক ভয়ংকর হয়!
শুভ কামনা রইলো প্রিয় টিম আর্জেন্টিনা এর জন্য ❤️
আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা🇦🇷✌️

“”আজকে রাত ১টায়””
মাঠ কাঁপাতে আসছে আর্জেন্টিনা 🇦🇷 vs পোল্যান্ড 🇲🇨
প্রিয় টিম আর্জেন্টিনা’র
👉 জয় হবে..!!✊
শুভ কামনা রইল প্রিয় দলের জন্য…..!!🤍🇦🇷

আমার আবেগ, ভালোবাসা শুধু তোমাকে ঘিরে লিও – ভামোস আর্জেন্টিনা।

বিশ্বকাপে শুধুমাত্র একটাই আওয়াজ হবে সেটা হলো, “আর্জেন্টিনা, আর্জেন্টিনা,আর্জেন্টিনা”, “মেসি, মেসি, মেসি”

অবশেষে নিয়ে নিলাম প্রিয় দলের জার্সিটা – এখন আমাদের সকলের একটাই চাওয়া মেসির হাতেই যেন বিশ্বকাপটা উঠুক

ভালোবাসার আরেক নাম মেসিয়ান ভাইগুলো

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। এই ফুটবল খেলাতে যখন প্রতিটি দেশ নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে তখন তা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়াটা স্বাভাবিক। ৩২ টি ফুটবল পরাশক্তি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে কাতারে হাজির হচ্ছে।

ইন্টারনেটে সারা বিশ্বের মানুষ দেখছে বাংলাদেশের পতাকা হাতে ছুটছে মেসি। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লীগ-সহ জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এমন একটি ছবি তাদের ভ্যারিফায়েড ফেসবুক এবং টুইটার একাউন্টে শেয়ার করেছেন। যা মুহুর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। বাংলাদেশের অসংখ্য ভক্তের ভালোবাসার প্রতিদান এভাবেই দিচ্ছে আর্জেন্টিনা। ছবিটি এডিট করা হলেও পোস্টগুলো নিঃসন্দেহে অরিজিনাল। ফুটবলের কোনও সীমানা নেই, এটি তারই সুন্দর বার্তা।

আপনারা লক্ষ্য করে থাকবেন সাধারণত মে জুন মাসে কিংবা জুন জুলাই মাসে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর নভেম্বর ডিসেম্বরে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কারণ বিশ্বকাপে আয়োজক দেশ হলো কাতার। কাতার হলো মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং এখানে বেশিরভাগ সময়ই প্রচন্ড গরম থাকে।

পানির মত সহজ সমীকরণ আর্জেন্টিনার সামনে।
💥 আর্জেন্টিনা হারলে সরাসরি বিদায়।
💥 আর্জেন্টিনা ড্র করলে তাকিয়ে থাকতে হবে সৌদি-মেক্সিকো ম্যাচের দিকে। সৌদি জিতলে আর্জেন্টিনা বিদায়। মেক্সিকো ৪+ গোলের ব্যবধানে জিতলেও আর্জেন্টিনার বিদায়। যদি ড্র হয় গোল ব্যবধানে আর্জেন্টিনা ২য় রাউন্ডে যাবে, তবে প্রতিপক্ষ হবে গত বিশ্বকাপের দুঃস্বপ্ন ফ্রান্স।
💥 আর্জেন্টিনা জিতলেই ২য় রাউন্ডে চলে যাবে। তবে গ্রুপ চ্যাম্পিয়নস হওয়ার জন্য তাকিয়ে থাকতে হবে সৌদি-মেক্সিকোর ম্যাচের দিকে। সৌদি জিতলে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারা গ্রুপ চ্যাম্পিয়নস, গোল ব্যবধান সমান হলে যারা বেশি গোল করবে তারা গ্রুপ চ্যাম্পিয়নস, গোল স্কোর ও সমান হলে হেড টু হেডে সৌদি আরব গ্রুপ চ্যাম্পিয়নস।
আশা করি, এই সহজ সমীকরণ পাড়ি দিয়ে গ্রুপ চ্যাম্পিয়নস হয়ে ২য় রাউন্ডে যাবে প্রাণের দল আগুন দল আর্জেন্টিনা।

নভেম্বর ডিসেম্বর সময়ে সাধারণত তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং এই সময় ফুটবল খেলা সম্ভব হবে বলে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। প্রচণ্ড গরমে ফুটবলাররা যেন অস্বস্তিতে না ভোগেন সে কথা মাথায় রেখেই ডিসেম্বরে ফুটবলের আয়োজন করা। যদিও কাতারের প্রতিটি স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত।

হৃদয়ে বাংলাদেশ 🇧🇩
ময়দানে আর্জেন্টিনা 🇦🇷

শিরায় শিরায় রক্ত,
আমি আর্জেন্টিনার পাগলা ভক্ত!!
🤍💙🇦🇷

ব্রাজিল-আর্জেন্টিনা ভাই ভাই !!

স্বপ্ন পূরণের পথে কখনও হাল ছেড়ো না। যখন পূরণের জন্য তোমার সুনির্দিষ্ট স্বপ্ন আছে তখন কোন কিছুই তোমাকে আটকাতে পারবে না।” একদা তারা আমাকে বলত, আমাকে থামাতে হলে বন্দুকের প্রয়োজন। কিন্তু আজ আমি বলছি, মেসিকে থামাতে হলে মেশিনগান প্রয়োজন–  হিরস্টো স্টোইচকোভ।

আর্জেন্টিনা আমাদের আবেগ মেসি আমাদের ভালোবাসা🇦🇷🐐❤️🏆✌🏼
আর্জেন্টিনার সাপোর্টার গুলি একটু বেশিই আবেগি হয়,ভালোবাসা অবিরাম 🇧🇩🇧🇩🇦🇷🇦🇷🐐❤️🏆✌🏼🥀

🇦🇷🇧🇩🇦🇷আর্জেন্টিনার মানেই আগুন 🔥🔥
😍শুভ কামনা রইলো প্রিয় দল🇦🇷

🇦🇷🇦🇷🇦🇷🇦🇷আর্জেন্টিনা এবার বিশকাপ নিবে,,,,,ইনশাআল্লাহ

বিশ্বকাপ নিবে আর্জেন্টিনা : লেভানডফস্কি !!

‘ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

আমি আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু কেউ ব্রাজিল সাপোর্ট করলে আমার তাকে খারাপ লাগেনা, সাপোর্ট করতেই পারে। সবার পছন্দ এক হবেনা স্বাভাবিক। আমি আর্জেন্টিনা সাপোর্টার তাই বলে ব্রাজিল এর নাম বিকৃতি করাটা আমার পছন্দ না। ব্রাজিল এর ৫ টা বিশ্বকাপ নিয়ে তাদের ফ্যান রা গর্ব করতেই পারে কারন তাদের ৫ টা আছে। খোঁচাখোচি সবাই করে কিন্তু ওইটার ও লিমিট থাকা উচিত। ব্রাজিল ফ্যান রা ৬ নাম্বার ট্রফির জন্য আশায় আছে,আমরা আর্জেন্টাইন ফ্যান রা মেসির হাতে বিশ্বকাপ চাই। উপভোগ্য হোক এই বিশ্বকাপ,বাকিটা ফাইনাল আসতে আসতে দেখা যাবে ❤️

পতাকা টানিয়ে কি লাভ পুরো আকাশটাতো আর্জেন্টিনা 🇦🇷
কিন্তু ব্রাদার রাত হলে পুরো আকাশটা আবার অন্ধকার হয়ে যায়
তারমানে আমরা আর্জেন্টিনার ভবিষ্যৎ অন্ধকার দেখছি নাতো 😜

প্রিয় টিম আর্জেন্টিনা জন্য শুভকামনা রইল ❤️✌️

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য। যারা বিগত কয়েক বছর ধরে দলটির উপর চোখ রেখে আসছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্তিশালী দল কাতারে খেলতে আসছে। এ দলটির একমাত্র উদ্দেশ্য বিশ্বকাপ ঘরে তোলা। দুই বছর ধরে আর্জেন্টিনা ফুটবল দল কোন ম্যাচ হারেনি। একটানা সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড করেছে দলটি। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া খুব একটা কঠিন হবে না তাদের জন্য।

এটা পরিষ্কার যে মেসি সবার উপরে অন্য লেভেলের। যে এটা দেখেনা সে অন্ধ

– জাভি

মেসি হল ইশ্বর। একজন ব্যক্তি হিসেবে এবং একজন খেলোয়ার হিসেবে। আমি তাকে ছোট থেকেই জানি এবং আমি তাকে বড় হতে দেখেছি

– স্যামুয়েল এতো।

কোন সন্দেহ ছাড়াই মেসি বিশ্বসেরা এবং আমার কাছে সে ইতিহাসের সেরা

– এনরিকে।

যদিও তিনি মানুষের মতো নাও হতে পারেন,ত বে এটা ভালো যে মেসি এখনও ভাবছেন যে তিনি আছেন

– ম্যাশ্চেরানো

আর্জেন্টিনা দলটির আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে ২০২১ সালে কোপা জয়। ২০২১ এর স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন হয় তারা। এরপর ইউরোপ সেরা ইতালি কে ৩-০ গোলে বিধ্বস্ত করে মেসি বাহিনী। নিশ্চয়ই বুঝতে পারছেন ফুটবল বিশ্লেষকরা কেন আর্জেন্টিনাকে টপ ফেভারিট হিসাবে বিবেচনা করছেন।

এই দলটিতে বেশ কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা যে কোন মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। লিওনেল মেসি ছাড়াও আনহেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এই দলে। অভিজ্ঞ ও তরুণ খেলোয়ারদের দারুন একটি কম্বিনেশন হতে চলেছে ২০২২ বিশ্বকাপে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর এই দীর্ঘদিনের আক্ষেপ গুছিয়ে দিতে পারেন আকাশি নীলরা।

১৯৮৬ সালের পর থেকে ২০২২ পর্যন্ত প্রায় ৩৬ বছর ধরে বিশ্বকাপের শিরোপা ছোঁয়া হয়নি আর্জেন্টিনার। এর আগে শিরোপার খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে। মেসি তার সবটুকু দিয়ে চেষ্টা করেও সে বছর শিরোপা ঘরে তুলতে পারেননি। এবার মেসি সতীর্থরা শিরোপা জিতে তাকে উৎসর্গ করতে চান। মেসি ও নিশ্চয়ই চাইবেন এবারের বিশ্বকাপ টি তার ভক্ত সমর্থকদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ভক্ত সমর্থক সেই আশায় বুক বেঁধে রয়েছেন।

কে বিশ্বসেরা খেলোয়ার? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়ার? লিও মেসি – আর্সেন ওয়েঙ্গার।

ফুটবল যদি হয় কোন এক কবিতা,
মেসি সেই কবিতার ছন্দ।
ফুটবল যদি হয় কোন আর্ট,
মেসি সেই আর্ট এর রং পেন্সিল।

বাংলাদেশে মেসির অসংখ্য ভক্ত সমর্থক রয়েছে। শুধুমাত্র মেসির জন্যই অনেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে। আপনারা যদি আর্জেন্টিনা ভক্ত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আর্জেন্টিনা দলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। আর্জেন্টিনা দলকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার জন্য কোন ছবির প্রয়োজন হলে আমাদের পোস্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আর্জেন্টিনা দলের যে কোন নিউজ এখান থেকে জেনে নিতে পারবেন। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*