আশুরা ২০২৪ কত তারিখে? মহরম কত তারিখে ২০২৪ ? মহররমের রোজা কত তারিখে?

আশুরা ২০২১ কত তারিখে? মহরম কত তারিখে ২০২১? মহররমের রোজা কত তারিখে?

আজকে আমরা আমাদের ওয়েবসাইটে আশুরা এবং মহরম সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করব। যারা মহররমের রোজা রাখেন তারা এই পোষ্টের মাধ্যমে রোজা কত তারিখে হবে তা জানতে পারবেন। তাছাড়া মহরমের রোজার হাদিস আপনাদের মাঝে বর্ণনা করব। আপনারা এতদিন যে ভুল হাদিস কে কেন্দ্র করে মহরমের রোজা পালন করছিলেন তারা এই পোষ্টের মাধ্যমে সঠিক হাদিস জেনে নিন। আর 10 মহররম ইংরেজি মাসের কত তারিখে অনুষ্ঠিত হবে তাও জানতে পারবেন। তাহলে চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিই।

আশুরা কত তারিখে ২০২৪

আশুরা কত তারিখে তা অনেকেই জানতে চেয়েছেন। সেজন্য আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। হাদিস অনুযায়ী আশুরা পালিত হয় মহরম মাসের দশ তারিখে। এই 10 তারিখে প্রত্যেকটি মসজিদে আশুরা পালন করে থাকেন। তবে এই আশুরার পিছনের আসল হাদিস আমাদেরকে জানতে হবে।

যখন হযরত মূসা আলাইহিস সাল্লাম ফেরাউনের আক্রমণের কারণে দলের ভেতর দিয়ে পার হচ্ছিলেন তখন মহান আল্লাহতালা একটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সে রাস্তা দিয়ে হযরত মূসা আলাইহিস সাল্লাম পার হয়েছিলেন এবং তার সঙ্গীরাও পার হয়েছিল। তবে যখন ফেরাউন নদীর মাঝখানে আসলেন তখন মহান আল্লাহপাক সেই রাস্তা সরিয়ে নিয়ে পানি দিয়ে পূর্ণ করে দিলেন। এতে ফেরাউন এবং তার সঙ্গীরা পানিতে ডুবে মারা গেল। এই ঘটনা ঘটে আশুরার অর্থাৎ মহরম মাসের দশ তারিখে।

তারপর থেকে মহান আল্লাহর অস্তিত্বকে আরো দৃঢ় ভাবে বিশ্বাস এবং আল্লাহর প্রতি নৈকট্য হাসিলের জন্য এবং মূসা আলাইহিস সালাম এই দিনে বেঁচে যাওয়ার জন্য মদিনার লোকজনেরা রোজা করতে থাকেন। যখন হযরত মুহাম্মদ সাঃ মদীনায় এসেছিলেন এবং এই দিনটিতে রোজা থাকতে দেখলাম তখন তিনি রোজা থাকার বিষয়ে ইরশাদ করলেন।

তাছাড়া আরো অন্যান্য কিছু হাদিস রয়েছে যেগুলোর জন্য আশুরা পালন করা হয়ে থাকে। তবে অন্যান্য হাদিসের জোরালো দলিলপত্রাদি এবং প্রমাণ না থাকার কারণে সেগুলো মানা হয়না। তবে আপনাকে আশুরার দিনটি বিশেষ ভাবে মানতে হলে আপনার নিয়ত হতে হবে মুসা আলাই সাল্লাম এর মৃত্যুর পথ থেকে বেছে দেওয়ার জন্য। মহান আল্লাহ তায়ালার অস্তিত্ব এবং তার দায় প্রদর্শনের ক্ষমতা কে কেন্দ্র করে আমরা এই রোজা রাখতে পারি।

যারা হযরত মুহাম্মদ সাঃ এর মৃত্যু বরণ কে কেন্দ্র করে রোজা পালন করেন তাদের রোজা জায়েজ হবে না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস করেননি এবং যেই জিনিস তার মৃত্যুর পরে হয়, সেটি শরীয়তের ভেতরে পড়বে না। সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে কেন্দ্র করে রোজা রাখলে তার নিয়ত ঠিকমত পালিত হবে না। তাই আপনারা উপরিক্ত সঠিক হাদিস মেনে আশুরা পালন করবেন এবং রোজা রাখবেন।

১০ মহরম কত তারিখে ২০২৪

আরবি হিজরী সন 1443 শুরু হয়েছে কিছুদিন আগে। সৌদি আরবের সঙ্গে মিল না দেখে একদিন পর থেকে প্রতি মাসের 1 তারিখ গণনা শুরু হয়েছে। কারণ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গিয়েছিল না। তাই বাংলাদেশে 1443 শুরু হয় 11 আগস্ট থেকে। সেই ভিত্তিতে 10 মহরম কত তারিখে পালিত হবে তা আপনারা হিসাব করলেই পেয়ে যাবেন।

তারপরও আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে দিতে চাই যে, 10 মহরম পালিত হবে আগস্ট মাসের 20 তারিখে। তাছাড়া যারা 9 তারিখে মহরম এর জন্য রাত জাগবেন তাদের পরবর্তী দিন ছুটি সরকার নিয়মিতভাবে দিয়ে থাকেন। সেই হিসেবে 20 আগস্ট অর্থাৎ শুক্রবার ছুটি থাকছে।

মহরমের রোজা কত তারিখে?

আপনারা যারা মহররমের রোজা রাখেন তাদেরকে দুইটি করে রোজা রাখতে হবে। এই রোজা আপনারা মহরম মাসের 9 তারিখে এবং 10 তারিখে রাখতে পারেন। আশা করি আপনারা হিসাব করলেই মহরমের রোজা কবে রাখতে হবে তা বুঝতে পারবেন। তাছাড়া দেশের প্রত্যেকটি মসজিদে মহরমের রোজা রাখার জন্য দিন ও তারিখ উল্লেখ করে দেওয়া হয়।

তার পরেও আপনাদের সুবিধার জন্য মহররমের রোজা কত তারিখে হবে তা জানিয়ে দিচ্ছি। ইংরেজি মাস অনুযায়ী আগস্ট মাসের 19 তারিখ এবং 20 তারিখ মহরমের রোজা করতে হবে।

মহরম কত তারিখে ২০২৪ 

উপরে আমরা মহরম কত তারিখে 2023 তা উল্লেখ করেছি। তাই আপনারা উক্ত তারিখে মহরম এর জন্য ইবাদত-বন্দেগী করবেন এবং পারলে রোজা রাখবেন। যারা ভুল হাদিস কে কেন্দ্র করে নিয়ত করে রোজা রাখেন তাদেরকে সঠিক হাদিস জানিয়ে দিন। সকলের জীবনে চলার পথ সুন্দর হোক এবং সাবলীল হোক এই কামনা করছি।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*