পৃথিবীতে মায়ের সবথেকে আদরের জিনিসটি হলো তার সন্তান। একটি মেয়ে যখন মা হতে যাই তখন তার নতুন পৃথিবীর শুরু হয়।স্বপ্ন দেখতে শুরু করে তার সন্তানকে নিয়ে। নানা রকমের আয়োজন এর সাথে সন্তানকে যখন পৃথিবীতে আসে তখন মা–বাবাসহ পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে। সবাই মিলে সে সন্তানটিকে ঘিরে নতুনভাবে আনন্দে মেতে ওঠে।সবাই যেন কোন একটা খুশির ডিব্বা পেয়ে যায় যেটার মধ্যে শুধু খুশি আর খুশি থাকে।
আর তখন সে সন্তানটিকে নিয়ে নাম রাখার নানা রকমের তোড়জোড় শুরু হয়ে যায় সকলের মাঝে।পরিবারের যদি সেই সন্তানটির দাদা–দাদী নানা–নানি থাকে তারাও তাদের পছন্দের নাম তিনি এসে হাজির হয়ে যায় বাচ্চাদের কাছে।অনেক বাবা–মা এইসব করে তারা তাদের সাথে মিল রেখে ও সন্তানের নাম রাখে কিন্তু নামটি সুন্দর এবং সহজ হতে হয়।
দাদা–দাদির সাথে মিল রেখে যদি নাম রাখা হয় তাহলে বৃদ্ধ দাদা–দাদী অনেক খুশি হয় এবং আদরের নাতনি কে আরো বেশি ভালবাসতে থাকে। তাই বাবা–মা আধুনিক এবং সহজ ও নাম কি সুন্দর অর্থযুক্ত দেখে দাদা–দাদির সাথে মিল রেখে নাম রাখে। বাবা মা তো ছেলেমেয়ে সব রকম ভালো–মন্দ বোঝে।সন্তানের কোনটায় ভাল হবে কোনটা মন্দ হবে সবকিছু দেখাশোনা খেয়াল রাখা সবকিছুই যেন মায়েরই দায়িত্ব।
মা ছাড়া একটি সন্তানকে একেএম ঠিকমত বুঝতে পারে না। মার কাছে সন্তানের সকল প্রকার আবদার রক্ষা পায়। যে কোন জিনিসের বায়না থেকে শুরু করে প্রতিটা চাওয়া–পাওয়া জানো মা বাবাই পূরণ করে তার আদরের সন্তানের। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের পছন্দমত কিছু নাম।
ব অক্ষর দিয়ে অর্থসহ শিশুদের নাম
যে নামগুলো অর্থ খুবই সুন্দর এবং সহজ।এই নামগুলো রাখলে আপনার সন্তানের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়ে যাবে।
পরিবারের সবাই পছন্দ করবে এমন কিছু নাম দিয়ে সাজিয়েছে এবারের বর্ণমালাটি। অনেক সময় অনেক সুন্দর নাম পাওয়া যায় কিন্তু তাঁর সুন্দর অর্থ থাকে না তবে পরিবারের যে সকল বৃদ্ধ সদস্য আছে তারা সবসময় চাইবে যে পরিবারের ছোট্ট সদস্য টির নাম এবং নামের অর্থ হোক খুব সুন্দর। আর সেই নামের অর্থ মতো সুন্দর হয়ে গড়ে উঠুক তাদের সোনামণি এটির ভবিষ্যৎ।
জীবনে চলার পথে নামটি কিন্তু অনেক বড় অবদান রাখে। নামের মধ্যেই অনেক সময় জোর চলে আসে এবং মনে হয় প্রতিটি কাছে সহজ সবকিছুই করা সম্ভব। চলুন দেখে আসি তাহলে বাংলা বর্ণমালা ব অক্ষর দিয়ে কিছু সুন্দর সুন্দর অর্থযুক্ত নাম।
Leave a Reply