বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

ফেসবুকের জন্য আপনি যখন বাংলা রোমান্টিক ক্যাপশন খুঁজে পেতে চাইবেন তখন আমরা আপনাদেরকে ক্যাপশনগুলো প্রদান করব। কারণ ক্যাপশনগুলো ছাড়া যারা ছবি আপলোড করতে পারছেন না তাদের জন্য এই ক্যাপশনগুলো খুবই সাহায্য করে ভূমিকা পালন করবে এবং ক্যাপশন সহকারে আপনি যখন ছবি আপলোড করবেন তখন খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। তাই বাংলা রোমান্টিক ক্যাপশন গুলো আমরা আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং নিজেদের মত করে কিছু তৈরি করেছি যেগুলো আপনাদের দেখলে অনেক পছন্দ হবে। বাংলা রোমান্টিক ক্যাপশন যদি আপনারা ফেসবুকের জন্য সংগ্রহ করতে চান তাহলে এই পোস্টের নিচের দিকে চলে যান। আমরা মনে করি যে এই পোস্টের নিচের দিকে যে রোমান্টিক ক্যাপশন গুলো প্রদান করা আছে তা যে কোন ছবির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

বর্তমান সময়ে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গেলে অথবা এমনিতেই অনেকগুলো ছবি তুলে থাকে। কোন কারণ ছাড়াও ছবি তুলে থাকলে আপনারা যখন সেগুলো আপলোড করে থাকেন তখন সেই ছবিগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তাই ছবির ভাবভঙ্গি অনুসরণ করে আপনারা যখন সেখানে ক্যাপশন জুড়ে দিবেন তখন আপনি আসলে ক্যাপশন দ্বারা কি বোঝাতে চাচ্ছেন এবং ছবির সঙ্গে সেই ক্যাপশনের কতটুকু মিল রয়েছে তা মানুষ বোঝার চেষ্টা করবেন। তাই একজন সচেতন মানুষ হিসেবে এবং রোমান্টিক মানুষ হিসেবে ফেসবুকের জন্য ক্যাপশন গুলো দিয়ে ছবি আপলোড করতে পারবেন। তাই ক্যাপশন সংগ্রহ করার জন্য যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন তাদেরকে বলব যে এখানে আপনারা অনেকে অনেক এবং রোমান্টিক ক্যাপশন গুলো পেয়ে যাবেন এবং এগুলো দেখলে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে।

বাংলা রোমান্টিক ক্যাপশন

 
প্রেমে না পড়লে বোঝা যায় না
বুকের ভিতরে এত রকমের
অনুভূতি লুকিয়ে থাকে!
 
বাবু,সোনা,মোনা,ডারলিং এসব
আমার ঠিক আসেনা
আমার কাছে
Oiডাকটাই সেরা লাগে..!
 
তুই কষ্ট দিলে কান্না
তো আসবেই, 
কারণ তুই তো আমাকে
হাসতে শিখিয়েছিস!
TLove you Janu
 
 Oii পাগল, 
মা” কে বলে দি । 
আমি তার “বৌমা” না মেয়ে হয়ে থাকতে চাই।
 
Dear ক্রাশ..
তুমি শুধু আমার ক্রাশ না 
 তুমি তো আমার স্বপ্নের রানী…..!
 
“Dear ছেলেরা….,
আমার হবু টাকে পটানোর চেষ্টা করে
কোনো লাভ হবে না ও পটবেনা কারণ ও আমার বাগদত্তা!”
 
“ভালোবাসি বলেই
কথা বলার জন্য এত ছটফট করি
ভালো না বাসলে
এত ছটফট করতাম না ||”
 
“গার্লফ্রেন্ড নয়…. 
একটা দুষ্টু মিষ্টি পাগলি বৌ চাই,
 যে প্রতিদিন আমার সাথে ঝগড়া করবে,
আবার রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য আবদার করবে!”
 
Dear পাগলি…, 
তোমার face মেকআপ এর
কোনো দরকার নেই তোমার ঠোঁটের হাঁসিটাই
আমার কাছে সবচেয়ে দামি মেকআপ..! “
 
oii শুন !!
হ্যাঁ তোকেই বলছি সব সময় 
হাসবি হাসলে তোকে হেব্বি cute লাগে” 
 
Oii শোন…,
তুই আমার টাইম পাস না
তোকে নিয়ে আমি সারাজীবন
একসাথে বাঁচতে চাই….!”
 
সময়টা এমন যাচ্ছে যে
কারণে অকারণে মন খারাপ লেগেই থাকে!!”
 
 Oi শুনো….
নিজের একটু খেয়াল রাখিস তোর কিছু হলে
  আমাকে এতো ভালোবাসবে কে ..!
 
Dear ক্রাশ….. তুমি কি জাদু জানো….?
 না মানে আমি তো প্রতি রাতেই
ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমাই !
তবুও তুমি আমার স্বপ্নে আসো কি করে….?”
 
ঝগড়া হবে…
আবার মিল ও হবে…
কিন্তু ব্রেক-আপ হবে না
হ্যাঁ, এটাই একটি সুন্দর সম্পর্ক
 
আমি সত্যিই খুব
ভাগ্যবান রে
যে তোর মতো একজনকে আমি পেয়েছি।”
 
Dear পাগলি..…… তুই আমার GF নয়
তুই তো আমার বৌ রে বৌ
🥰🥰🥰”
 
আমার হৃদস্পন্দনের একমাত্র কারণ
তুই!”
 
তোকে Propose করার আগে তোর 
কথা ভাবলেই আমার প্রেম প্রেম পেতো আর 
এখন তোর কথা ভাবলেই আমার বিয়ে বিয়ে পায়..!”
 
আমি দেখতে যতটা খারাপ তার থেকে ,
বেশি আমার ভাগ্যটা খারাপ।”
 
Dear হবু…., বিয়ের পর আমারা হেব্বি 
রোমান্স করবো কিন্তু..!
 
তারা সত্যিই খুব ভাগ্যবান যারা নিজের 
ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারে!”
 
আমি তোমাকে ভালোবাসি কথাটি বড়ো নয়, 
আমি তোমাকে বিশ্বাস করি কথাটিই সবচেয়ে বড়ো।
কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না
 
হ্যাঁ আমি হিংসুটে
 কারন তোমার পাশে আমি কাউকেই সহ্য করতে পারি না!”
 
তুই কষ্ট দিলে কান্না
তো আসবেই, 
কারণ তুই তো আমাকে
হাসতে শিখিয়েছিস!”
 
প্রেম করাটা কোনো Talent না একজন কে 
সারাজীবন ভালোবাসাটাই Talent”
 
একা আছি ভালো আছি কেউ তো আর, 
ছেড়ে যাওয়ার ভয় দেখাতে পারে না!!”
 
পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে
পাগলের মত ভালোবাসা।”
 
 না হয় একটু বেশি
ভালোবাসি তোকে তাই বলে এতো অবহেলা করবি’ 
 
আমার মতো তুমি বহু জনকে পাবে কিন্তু,
 তাদের মধ্যে তুমি কখনো আমাকে পাবে না।”
 
Dear ক্রাশ…, 
সারাদিন তো অনেক কিছুই করো 
 তার ফাঁকে আমাকে একটু প্রেম তো করতে পারো নাকি..!”
 
খুব তো বলিস.., 
ভালোবাসি ভালোবাসি তাহলে কেন বুঝিস
 না তোর একটু অবহেলা আমাকে যে বড্ড কাদায় !”
 
আমি তারই হতে চাই যার কাছে আমি
Only one choice-হবো
Optional-নয়”
 
ভালোবাসি কথাটা তুই শুনতে না চাইলেও,
 আমার বারবার বলতে ইচ্ছে করে 😘”
 
Dear পাগলী, 
শুধু চাই তোর মুখের 
ওই হাসিটা আজীবন লেগে থাকুক!”
 
তোকে কেনো এতো ভালোবাসি সেটা আমার জানা নেই,
তবে এইটুকু জানি তোর জায়গাটা অন্য কেউ নিতে পারবে না।”
 
জানতে খুব ইচ্ছে করে!
কেমনটি হলে তোর মনের মতো
হতে পারতাম?”
 
শত ব্যস্ততার মাঝে যাকে Miss করতে ভুলি না
সেটা তুমি”
 
কাউকে বেশি
Take Care করলে একদিন সে Over Take
করে চলে যায়!”
 
তারপর বলো
আমার মাকে তোমার শাশুড়ি বানাবে ?”
 
Oii শোন….,
আমি তোর ফোনের স্কিনে নয় ,
 মনের স্কিনে থাকতে চাই,
 যেখান থেকে তুই চাইলেও, 
আমাকে কোনোদিন Delete করতে পারবিনা..! “
 
Dear হবু….,
তোমাকে আমি এতো Miss করি যে মাঝে মাঝে মনে হয়
তোমার নামে থানায় মিসিং ডায়েরী
করে আসি………..!”
 
আমি শুধু একটা কথা ভেবে
ভয় পাই যে আমার বৌ টাও যদি আমার মতো
কুড়ে হয় তাহলে
বাড়ির কাজ গুলো কে করবে….! “
 
কাশ শুধু তোমার কথা ভেবেই আমার সঙ্গে
 কেউ প্রেম করছেনা কবে আসবে গো তুমি..?
 তাড়াতাড়ি এসো..!
Dear হবু…..,”
 
ওই পাগল,
সারাদিন আমার পাগলামি গুলো সহ্য করার জন্য তোকেই চাই।”
 
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক সেটাই… যেখানে একটা মিষ্টি হাসির সাথে
Sorry বললেই সব রাগ ভেঙে যায়…”
 
পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে,
বুঝে নিয়ো সে তোমাকে তার জীবনের চাইতে বেশি ভালবাসে।”
 

সাধারণত আমরা যখন ছবির জন্য ক্যাপশন গুগল থেকে সার্চ করে বের করতে চাই তখন এমন এমন ক্যাপশন আছে যেগুলো হয়তো আমাদের পছন্দ হয় না অথবা ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। আমরা আপনাদের জন্য যে ধরনের ক্যাপশনগুলো সংগ্রহ করেছি এবং যেগুলো আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে প্রদান করতে চলেছে সেগুলো সকল ধরনের সকল বয়সী মানুষ ব্যবহার করতে পারবেন বলে মনে করি। তাই ক্যাপশন এর জন্য আমরা আপনাদেরকে সর্বদা নতুন নতুন ক্যাপশন গুলো প্রদান করে আসছি এবং ছবি আপনাদের ক্ষেত্রে যারা ক্যাপশন এর অভাবে ছবি আপলোড করতে পারছেন না তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং সুন্দর ক্যাপশন পেয়ে যাবেন।

 

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*