ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স Bebshar Poristhiti Lyrics

ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স Bebshar Poristhiti Lyrics

বর্তমান সময়ে দ্রব্যমূলের বিরুদ্ধবর্তী সঙ্গে মিল রেখে একজন ব্যবসায়ী কি কি মানসিকতার পরিচয় দিচ্ছেন অথবা কি ধরনের মানসিক অবস্থা পার করছেন তা খুব সুন্দর একটি গানের মাধ্যমে অথবা কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছেন। খুব সুন্দরভাবে এটা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে এবং এই ভাইরাল হওয়ার পেছনে লিরিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তাই আপনি হয়তো সেই গান শুনেছেন এবং সেটা শুনে আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সেই লিরিক জেনে নিতে আজকে আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন। তাই আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে ব্যবসার পরিস্থিতি লিরিক নিয়ে হাজির হয়েছি এবং নিচে গিয়ে আপনারা সেই লিরিক ডাউনলোড করে নিতে পারবেন অথবা কপি করে নিতে পারবেন।

ইনকামের ভেতরে ব্যবসা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এর মাধ্যমে অনেক মানুষ খুব দ্রুত সফলতা অর্জন করতে পারে। আপনি যখন চাকরি করবেন তখন মাসে সে আপনাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক প্রদান করবেন। এক্ষেত্রে কম-বেশি হলেও খুব একটা পার্থক্য দেখা যায় না। কিন্তু আপনি যখন একটা ব্যবসা করবেন তখন সে ব্যবসার ওপরে নির্ভর করে এবং আপনার ব্যবসার গতিবিধি অনুসারে আপনার সফলতা নির্ভর করবেন।

আপনি কি ধরনের পণ্য দিচ্ছেন এবং কাস্টমারদের সঙ্গে কি ধরনের ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে কাস্টমার আপনার দোকানে বেশি বেশি আসবে এবং আপনার পণ্য বিক্রি হওয়ার মধ্য দিয়ে আপনার লাভ হবে। কিন্তু পণ্যে যদি ভেজাল দেন অথবা ব্যবসায়ী যদি ২ নম্বরি করেন তাহলে দেখা যাবে যে গ্রাহকের সংখ্যা কমে যাবে এবং আপনার ব্যবসায়ী লাল বাতি চলে যাবে।

অনেকেই দেখা যায় যে পারিবারিক সূত্রে চাকরি-বাকরি না করে ব্যবসা করে বাকি জীবন কাটিয়ে দেন। বিশেষ করে শহর অঞ্চলের মানুষ এবং গ্রাম অঞ্চলের অনেক মানুষ শুধু ব্যবসা করে তাদের পরিবার-পরিজন পরিচালনা করে থাকেন এবং আর্থিক চাহিদা এবং দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণ করে থাকেন। কিন্তু বর্তমান সময়ে মানুষের আর্থিক পরিস্থিতি অনেকটা নাজেহাল অবস্থা হওয়ার কারণে বিভিন্ন দোকান থেকে তারা বাকি নিয়ে অনেক সময় টাকা দেয় না। যার কারণে অনেক ব্যবসায়ী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় এবং তার পুঁজি শেষ হয়ে যাওয়ার কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যায়।

ব্যবসার উদ্দেশ্য হলো আপনি কাস্টমারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বাকি প্রদান করল তিনি যদি আপনাকে সেই টাকা পরিশোধ করেন তাহলে আপনার লাভ যেমন উঠে আসবে তেমনি ভাবে আপনার ব্যবসায় কোন ক্ষতি হবে না।তারপরে আপনি কোন পণ্য বেচার সময় কাস্টমারকে খুব সুন্দর ভাবে তা দিলেন কিন্তু টাকা প্রদান করার সময় কাস্টমার বাকি নেই সেই টাকা দিনের পর দিন আপনাকে যদি ঘুরিয়ে থাকে তাহলে এটা আপনার ব্যবসার জন্য অনেক ক্ষতির বিষয়। তাছাড়া পণ্য কেনার সঙ্গে পণ্য বিক্রির যে সামঞ্জস্যতা থাকা দরকার সেটা যদি না থাকে তাহলে ব্যবসা করে হয়তো আপনি লাভবান হতে পারবেন না।

আর বর্তমান বাজারের পরিস্থিতি এবং ব্যবসা সংক্রান্ত কাস্টমার এবং দোকানদারের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার ওপর নির্ভর করে যে সং তৈরি করা হয়েছে তা আজকে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ব্যবসার পরিস্থিতি নিয়ে লিরিক সংগ্রহ করুন।

 

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ভাই এতলা টাকা এডভান্স দিয়া
নিজের শইলের শ্রম দিয়া
ব্যবসা কইরা কী লাভ মিয়া
টেকা ঘুরাই বাকি নিয়া

দেহাইতে হয় ময়না টিয়া
খাওয়াইতে হয় কাউয়া দিয়া
কথাটা হুনতে খারাপ
ব্যবসার * ব্যবসা নিয়া

কি ও বড় ভাই
আপনের দেহি খবর নাই
ভাবতাছি হারাইয়া গেছেন
নাকি বাল মইরাই গেছেন।

দূরও মিয়া কী কইতাছেন,
দূরও মিয়া কী কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
বাকি টেকার খবর নাই
টেকা দিবেন কবে?
আজকে নাইলে কালকে।।

ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা?
আজকে নাইলে কালকে
কালকে নাইলে পরশু
পরশু নাইলে টস্যু
সালার আমরা কী নস্যু?

আছে নেহি ফেবিকলের
চাইরশো মিলি আঠা?
আছে তো একদাম
সত্তুর ট্যাকা দাদা।

দইত মিয়া পাগল হইচেন
কী কইতাচেন যা তা?
রেট দিলাম ভাটা
সালা তারপরও কস টাটা
ভাই ষাইট টাকাই দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার ট্যাকা মোড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন।

ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না
আইয়া খালি আতাই বাজান
দাম হুইনা আর কিনে না।

কী খবর বস?
তোর বসে খাইছে লস
বারো ইন্সিত এক ফুট
তিন ফুটে এক গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস?

আমি খাইছি ব্যবসাই লস
আমার লগেই মজা লস?
মালের দাম কী কমছে
নাকি আগের থেইকা জমছে?

হ আপনার লাইগ্যাই কমছে,
সত্যিই কস কমছে?
সত্যিই কস কমছে?
মালের দাম কি কমছে?
এদেশে কী মালের দাম
ভাই বাড়া ছাড়া কমছে?

দূরও এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইটটা,
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা।

তোমার লাইট তো কাইট্টা
মাইনষের টা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া
চেন্স কইরা দে লাইটটা।

কিছু কিছু প্রোডাক্ট আচে
মায়ে বানায় পুতে বেচে
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে।

কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে?

কীরে যৌবন লাল?
দুই পাউন্ড রং দে লাল,

তোর যে স্লিপ করুম?
মালিকরে কদ্দুর ভরুম?
আইজকা বেশী ভুরুম,
তোগো ভাই পেট না শোরুম?
ওগো তো খাইয়া অন্যাই
আর আমি না খাইয়াই ঘুরোম।

আরেকদিন আরেক হালায়
কিন্না নিচে রশি
রশি কিন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি।

ব্যবসা হইলো টোপের খেলা
টোপের ভিতর বড়শি
দেড়শো টাকার ছাগল টানতে
দুইশো টাকার রশি

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ব্যবসার যে পরিস্থিতি
নিজেই এখন তিথি তিথি
আ আ তিথি তিথি

বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*